শোডিঞ্জারের বিড়ালের স্বার্থ
284
বার পঠিত zovirax vs. valtrex vs. famvirবৃত্তের বাইরের বাক্সের পাই হিসেব কর
ব্যাসের মধ্যবিন্দুতে বসে,
সায়ানাইডকে মধ্যাংগুলি দেখিয়ে
শোডিঞ্জারের বিড়াল বেরিয়ে আসে।
কূপের মুণ্ডুকের মত তোমরা শুধু সন্তরাও
জুড়ে একই কূপের পানি।
পানির এ প্রান্ত ও প্রান্ত জেনেই ধরে নিস
জগতের সকল কিছুই জানি।
তোদের ক্ষুদ্র-বৃহৎ স্বার্থ তুলনা আমার all possible side effects of prednisone
যুক্তিতে হাস্যকর লাগে।
পরের স্বার্থ যে ক্ষুদ্র সে বিচারের দায়িত্ব
তোকে দিল কোন ছাগে?
বেরিয়ে আয় বাইরে, চেয়ে দেখ কত
সামান্য তোর বৃত্তের পরিধি।
শোডিঞ্জারের রেখে দেওয়া সায়ানাইডই
তোদের মারবে শেষ অবধি। about cialis tablets
-মিনহাজ উদ্দিন শিবলী
২৯/০১/২০১৫
তারিক লিংকন বলছেনঃ
ভালই
মিনহাজ শিবলী বলছেনঃ
ধন্যবাদ
cialis new c 100