অখাদ্য কাব্য
350
বার পঠিত amiloride hydrochlorothiazide effets secondairesসতর্কবার্তাঃ আমি কবিতা লিখতে পারি না, মাঝে মাঝে আমার অনুর্বর মস্তিস্কে শব্দরা খেলে করে, সেগুলোই সংরক্ষণ করে রাখা… সুতরাং এগুলো পড়ে মনিটরের স্ক্রীন কিংবা মোবাইল ভেঙ্গে ফেলতে পারেন। আপনার দুর্দশার জন্য আমি দায়ী নই।
(১)
তুই কি আমার,
চাঁদ না হয়ে-আকাশ হয়ে
সবটা জুড়ে, সবটা সময়,
সঙ্গে রবি?
মিথ্যে আমি স্বপ্ন দেখি,
কল্পনারই গল্প বুনি।
বাস্তবতা নিঠুর খুবই,
মনের কথা তবুও শুনি।
(৩)
আর কখনও জ্বালাবো না,
ভালবাসি বলবও না।
চুপটি করে, দুষ্টুমিতে,
মিষ্টি মেয়ে ,পাগলামিতে, বন্ধু হয়ে হাসাবো।
(৪)
তুই কি আমার বন্ধু হবি?
আড়ি ভাবের সঙ্গী হবি?
রাত দুপুরে যখন ইচ্ছে,
আমার সনে অচীন পথের পথিক হবি? nolvadex and clomid prices
তারিক লিংকন বলছেনঃ
তুই কি আমার বন্ধু হবি?
আড়ি ভাবের সঙ্গী হবি?
রাত দুপুরে যখন ইচ্ছে,
আমার সনে অচীন পথের পথিক হবি?
_ এইটা ভালই
ফাতেমা জোহরা বলছেনঃ
মিলে গেছে মনেহয়
তারিক লিংকন বলছেনঃ
ফাতেমা জোহরা বলছেনঃ
পদ্য ভালো লাগছে…
মুক্ত বিহঙ্গ বলছেনঃ
রাত দুপুরে যখন ইচ্ছে,
আমার সনে অচীন পথের পথিক হবি? can you tan after accutane
নস্টালজিক করে দিলেন ম্যান :/