THE UNIVERSE : LET’S TALK ABOUT ASTROPHYSICS : PART-2
472
বার পঠিতগত পর্বের ধারাবাহিকতায় চলতে গেলে এখন আমার নক্ষত্র গ্রহ – উপগ্রহ এসব নিয়ে আলোচনা করার কথা। তাই করব তবে একটু পরে।এই লেখাটা লেখার অন্যতম একটা উদ্দেশ্য হল নিজের মাথার মধ্যে কিলবিল করতে থাকা এ বিষয়গুলা কে একটা জায়গায় সাজিয়ে ফেলে নিজেকে ভারমুক্ত করা।এতো কথা বলার কারন হল-এ মূহুর্তে আমার মাথার মধ্যে টাইমট্রাভেল সম্পর্কিত কিছু ব্যাপার স্যাপার ঘোরা – ফেরা করতেসে। এগুলা লিখে না ফেলা পর্যন্ত শান্তি নাই।সেজন্য মহাবিশ্বের ঐ ৪.৯% নিয়ে আলোচনার আগে টাইম – ট্রাভেলের আলোচনাটা সেরে নেয়া যাক।
“Time machine will be built someday, but has not yet been built, so the tourists from the future cannot reach this far back in time.”
- Stephen Hawking
টাইম ট্রাভেল। সময় পরিভ্রমণ। চিরচেনা জগতে আমরা space এর মধ্যে দিয়ে পরিভ্রমণ করি। আর এটা হল time এর মধ্যে দিয়ে পরিভ্রমণ। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির Godel Solution এ closed timelike curve এর অস্তিত্ব পাওয়া যায়। এটি স্থান – কালের মধ্যে কিছু বদ্ধ লুপের সৃষ্টি করে যার মাধ্যমে কোন বস্তু তার অতীতে ফিরে যেতে পারে। তবে স্টিফেন হকিং মনে করেন, স্থান কালের একটা নির্দিষ্ট বক্রতায় হয়ত টাইম ট্রাভেল সম্ভব। আমরা সেই নির্দিষ্ট বক্রতা তৈরী করতে সক্ষম হইনি বলেই হয়ত ভবিষ্যতের কোন মানুষের দেখা পাইনি…।
সময় পরিভ্রমণ দুই রকম হতে পারে-অতীতে এবং ভবিষ্যতে। কেউ যদি relativistic velocity নিয়ে পৃথিবী ছেড়ে মহাশূন্যে যায় তবে তার জন্য সময় পৃথিবীর চেয়ে ধীরে চলবে। অর্থাৎ চার বছর পর সে পৃথিবীতে ফিরে এলে তত দিনে পৃথিবী তে চার বছরের চেয়ে অনেক বেশি সময় পার হয়ে যাবে। অর্থাৎ মহাশূন্যচারীর কাছে যেটা ২০১০ সাল পৃথিবীতে সেইসময় ২০১৫ সাল হতে পারে। এভাবে নিজের সময় সাপেক্ষে এ মহাশূন্যচারী ভবিষ্যতে পৌঁছে যাবেন। বিখ্যাত twin paradox এ ব্যাবস্থাটা সুন্দরভাবে ব্যাখ্যা করে।
সময় পরিভ্রমণ এর আরেকটা উপায় হল Wormhole। কাল এর মধ্য দিয়ে ভ্রমনের ক্ষেত্রে Wormhole কে বলা যায় শর্ট – কাট রাস্তা। Traversable -Wormhole ( সময় পরিভ্রমণের জন্য যে ধরনের Wormhole প্রয়োজন) হল মহাবিশ্বের দুটি এমন এলাকার মধ্যে সং্যোগ যা Einstein এর Field eq. এর vacuum solution হিসেবে দেখানো যায়।।এই ক্ষেত্রে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তু তার অতীতে অথবা ভবিষ্যতের দিকে বাধাহীনভাবে চলতে পারবে যদি না Black hole এর কেন্দ্রের মত কোন Gravitational Singularity দ্বারা চলার পথ বাধাগ্রস্ত হয়।এ জিনিসটা সত্য হতে হলে ব্ল্যাক হোল শুধু নয়, এর অভ্যন্তরে একটি White -hole এর অস্তিত্বও থাকতে হয় যা Maximally exteded spacetime ( যেই স্থান – কালের কোন শেষ সীমা নেই) এ কোন বস্তুর চলার পথটা নির্দেশ করে।
Wormhole বলতে মূলত দুটি 2D স্থানকে সং্যোগকারী একটি 3D tube কে বোঝায়। সোয়ারজশিল্ড -ব্যাসার্ধ এর বাইরে ঘটনা দিগন্ত এবং ভেতরে White hole – অর্থাৎ এ খানে অভ্যন্তরীণ দুটি স্তরের উপস্থিতি আছে।কাজেই এর বাইরেও দুটি স্তরের উপস্থিতি আছে বলে ধরা যায়।এইযে দুইটি বহি:স্তর – এরাই মূলত দুটি মহাবিশ্ব।
এবার দেখা যাক wormhole এর মাধ্যমে কিভাবে সময় পরিভ্রমণ করা যায়। একটি Traversable wormhole এর দুটি প্রান্ত থাকে।একটি স্থির রেখে অন্যটিকে ঘুরিয়ে আনা হয়। ঘূর্নায়মান প্রান্তটাতে অবস্থানরত একজন পর্যবেক্ষক -এর বয়স স্থির প্রান্তে অবস্থানরত একজন এর তুলনায় কম বাড়বে। কিন্তু wormhole -এর মধ্যে সময় তার স্বাভাবিক নিয়মে চলে না। অর্থাৎ wormhole এর মধ্যে দিয়ে চলমান একজন পর্যবেক্ষক এর কাছে স্থির এবং গতিশীল – প্রান্তের সময় সবসময় একই থাকবে। এর মানে হল – দুই প্রান্তে দুটি synchronized clock সবসময় synchronized থাকবে।
ধরা যাক, একজন পর্যবেক্ষক wormhole এর ঘূর্নায়মান মুখে প্রবেশ করার সময় তারিখ দেখল ২০০৭সাল।ধরা যাক, স্থির প্রান্তে তখন সময় ২০১২ সাল। wormhole এর ঘূর্নায়মান-প্রান্তটি দিয়ে প্রবেশ করা একজন পর্যবেক্ষক স্থির প্রান্ত দিয়ে তখন বের হতে পারবেন যখন স্থির প্রান্তে ২০০৭ সাল হবে। বাইরে থেকে পর্যবেক্ষণরত একজন পর্যটক এর মনে হবে – ঘূর্নায়মান প্রান্তে প্রবেশ কারী পর্যটক ২০১২ – সালে ঢুকে ২০০৭সালে বেরিয়ে এলেন…!!! অর্থাত অতীতে ফিরে গেলেন। A trip backwards… levitra 20mg nebenwirkungen
এছাড়া parallel universe, আলোর চাইতে বেশি বেগে ভ্রমন ইত্যাদি বিভিন্ন ধারনার দ্বারা Time Travel অর্থাৎ সময় পরিভ্রমণ ব্যাখ্যা করা যায়।। ( আমার ওই ৪.৯% এর আলোচনা আজকেও হল না। ok, wait for the next part..)
মুক্ত বিহঙ্গ বলছেনঃ
ভাল্লাগছে!
irbesartan hydrochlorothiazide 150 mg
প্যারাডক্স জিনিসটা বেশ মজার।
পুরোপুরি লজিকাল কিন্তু ফ্লিপ করলেই অযৌক্তিক! মজা না। renal scan mag3 with lasix
একটা ওয়ার্মহোল, এমন ভাবে সেটিংস করা যেটা বর্তমান & অতীত মাত্র এক মিনিটের ব্যাবধানের মাঝে দাঁড়িয়ে। প্লেসটাও সেম যাস্ট টাইম টা একমিনিট অতীতে গিয়ে ওয়ার্মহোলের অপরপ্রান্ত ওপেন হইছেন
ভবিষ্যৎ থেকে কেও যদি অই ওয়ার্মহোলের মাঝ দিয়ে এক মিনিট অতীতে একটা গুলি ছোড়ে তাহলে সে এক মিনিট অতীতের নিজেকে গুলি করল।
তাহলে গুলি ছুড়ল কে!! :O
প্যারাডক্স জিনিসটা আসলেই মজার।
লিখতে থাক পুন্না, সোজা বাংলায় প্রিয় বিষয়ের উপর লেখা পড়ে খুব মজা পাচ্ছি
দুরন্ত জয় বলছেনঃ side effects of drinking alcohol on accutane
কেমনে কি!!!!!
মায়াবী তেজস্বিনী বলছেনঃ
ধনিয়াপাতা। প্যারাডক্স জিনিসটা আসলেও মজার। আরেকটা জানিস ঐযে grandfather’s paradox? কেউ যদি অতীতে গিয়ে তার বাবার জন্মের আগে তার দাদাকে খুন করে আসে তাহলে সে জন্ম নিবে কিভাবে? আর সে যদি জন্ম না নেয় তো খুন করল কে?
মুক্ত বিহঙ্গ বলছেনঃ
পরের পার্ট দে তাড়াতাড়ি।
মায়াবী তেজস্বিনী বলছেনঃ
পরের পার্টটাই লাস্ট পার্ট। এইজন্য একটু টাইম নিতাসি। বুঝতে হবে।
দুরন্ত জয় বলছেনঃ
doctorate of pharmacy onlineমাথার কয়েক ফুট উপরে দিয়া গেল!!
মায়াবী তেজস্বিনী বলছেনঃ
কোনটা??? নেক্সট পার্ট তো আমি কেবল পোস্ট করলাম।
মুক্ত বিহঙ্গ বলছেনঃ capital coast resort and spa hotel cipro
অই তোর পার্ট থ্রিতে কমেন্ট করা পারতেছিনা
মায়াবী তেজস্বিনী বলছেনঃ
এখন কমেন্ট করা যাইতাসে তো।
অপার্থিব বলছেনঃ
amiloride hydrochlorothiazide effets secondairesপর্ব গুলো ভাল লাগলো। অনেক কিছু জানলাম।