উর্দু– উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা…
381
বার পঠিত৩০ লাখ শহীদের রক্তে ভেজা মাটিতে দাড়িয়ে
বিশ্ব ইজতেমার বিশাল প্রান্তরে metformin tablet
কি চমৎকার উর্দুতে দোয়া করেন মাননীয় ইমাম
উপস্থিত লাখো জনতা যেন এ দেশের কেউ না
ভিনদেশী পর্যটক মাত্র…
তারা বরকতকে চেনেন না, রফিককে চেনেন না nolvadex and clomid prices
মায়ের মুখের বুলি বাঙলা ভাষার জন্য বন্দুকের সামনে দাঁড়িয়েছিল যে,
গুলিটা তার করোটি ভেদ করে মগজটুকু নিয়ে বেরিয়ে গিয়েছিল
করোটির ফোকর দিয়ে রক্ত হয়ে বেরিয়ে আসছিল বর্ণমালার স্রোত
আলতার মত রঙ্গিন
অ আ ক খ
পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার কারনে
লাখ লাখ মানুষ মারা যায়,
কত বিচিত্র প্রতিজ্ঞায় জীবন দেয় মানুষ
মায়ের ভাষার অধিকার আদায়ে জীবন দিতে শুনেছেন কখনো?
কেবল বাঙলা ভাষায় কথা বলতে চেয়েছিল ওরা
স্রেফ কথা বলতে চেয়েছিল মায়ের মুখের বুলিতে
তার জন্য উদ্যত বন্দুকের শীতল মৃত্যুকে
আলিঙ্গন করতেও দ্বিধা করেনি একটুও
ওরা বাঙ্গালী ছিল… metformin gliclazide sitagliptin
আজ ওরা বিস্মৃত ইতিহাস মাত্র ovulate twice on clomid
পুরাতন ঘটনা
সেই কবে না কবে ১৯৫২ সালে কে না কে মরছিল
সেই কবে না কবে ১৯৭১ রে সামান্য গণ্ডগোল হইছিল
এতসব মনে রাখলে চলে? can levitra and viagra be taken together
ওদের আমরা মনে রাখিনি…
ওদের মনে রাখেনি ইজতেমায় উপস্থিত লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা
মনে রাখলে অন্তত একজন উঠে দাঁড়াত,
চিৎকার করে বলতো
ইমাম সাহেব, দোয়াটা বাঙলায় করেন
উর্দুতে দোয়া করে পাকিস্তানী শুয়োরেরা
এই দেশে বাঙ্গালী বাস করে, পাকিস্তানী শুয়োর না…
আজ ২০১৫ ‘র বাঙ্গালী যখন উর্দুতে করা দোয়ায়
আমিন আমিন সায় দেন
শুনতে বিচিত্র লাগে
খুব অবাক লাগে
তবে কি ৫২ ভুল ছিল?
তবে কি ৩০ লাখ শহীদ নিতান্তই অপচয় ছিল?
দুরন্ত জয় বলছেনঃ
কিছু করার নাই… thuoc viagra cho nam
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
para que sirve el amoxil pediatricoঠিকই বলছেন, যেদেশে লাখো মানুষের সামনে চিৎকার করে উর্দুতে কথা বললে সবাই আবেগে আপ্লুত হয়ে যায়, সেইদেশে আসলেই কিছু করার নাই
ফাতেমা জোহরা বলছেনঃ
আমিও লক্ষ্য ব্যাপারটা !! কিন্তু কেন যে কেউ এই ব্যাপারে কিচ্ছু বলে না সেইটাই বুঝি নাহ্ !!
ফাতেমা জোহরা বলছেনঃ
***করেছি
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
বাঙ্গালী হলে হয়তো বলতো…
অন্তিম গোধুলী বলছেনঃ
জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ , কোরিয়ান, জাপানিজ ওরা এমন জাত যে ওরা ওদের নিজেদের মাতৃভাষা ছাড়া আন্তর্জাতিক ভাষায় ও কথা বলে না। কিন্তু মায়ের মুখের ভাষার জন্য ওরা রক্তে রাজপথ রাঙিয়ে দেই নি আমরা দিয়েছিলাম একমাত্র আমরা।
আর সেই আমরা কি না আমাদের মায়ের ভাষাকে অপমান করি।
পরিচয় দেই জাতি হিসেবে নয়, সম্প্রদায়ের ভিত্তিতে।।
না পারলাম না আমরা হেরে গিয়েছি।।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আজ ৪৩ বছর পর উর্দুর এই চিৎকার শুনে খুব যন্ত্রণায় হঠাৎ মনে হয়, সত্যিই কি আমরা হেরে গেলাম?
অন্তিম গোধুলী বলছেনঃ
tome cytotec y solo sangro cuando orinoসত্যি কি হেরে যাব? সত্যি যদি after life বলে কিছু থাকে তাহলে আমরা, আমাদের পূর্বসুরিদের উত্তর দিতে পারব তো।
এভাবে হেরে যেতে মন মানে না।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
গ্লানি শুধু, শহীদদের সামনে দাঁড়াতে ভয়ংকর গ্লানিতে ভুগি আজ… private dermatologist london accutane