এই শহরে মেঘেরা একা – Book Promotion
619
বার পঠিতমানুষের মনকে কখনোই কৌটো বন্দি করতে নেই। মন হবে উন্মুক্ত আকাশের মত যেখানেথাকবে শুধু স্বাধীনতা আর উদারতা। যেখানে সাদাকালো ভেদাভেদ থাকবে না। মানুষের জীবনে অনেক সীমাবদ্ধতা থাকে। কিন্তু মানুষের প্রতিটি মুহূর্ত শ্রেষ্ঠ সময়ের অংশ। মানুষের উচিৎ প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করা। তা না হলে মানুষ এবং একটি রোবোটের মধ্যে কোন পার্থক্য থাকবে না। রোবোট চলে মানুষের বানানো লজিক দিয়ে কিন্তু একজন মানুষ চলবে তার আবেগ দিয়ে। এখানে লাভ ক্ষতির প্রশ্নটা গৌণ।
-“নগরের বিস্মৃত আঁধারে”
- একুয়া রেজিয়া
একুয়া রেজিয়া। না, যা ভাবছেন তা না। এক অণু নাইট্রিক এসিড, দুই অণু হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণে গঠিত রাজঅম্ল নয় যা যেকোনো ধাতুকে গলিয়ে দিতে পারে। এটা একটা ছদ্মনাম। হ্যা, ঠিকই শুনেছেন ছদ্মনাম। ছদ্মনাম তো না, এই নামটা যেন আসল নামই হয়ে গিয়েছে। একুয়া রেজিয়া না বললে কেউ চিনেই না।
আসল একুয়া রেজিয়া না হলে কি হবে, গলানোর ক্ষমতা কিন্তু ইনারও আছে। মানুষের মন গলানোর এক অসাধারণ ক্ষমতা নিয়ে এসেছেন এই লেখক। ২০১৩ সালে তার প্রথম বই ” নগরের বিস্তৃত আঁধারে ” প্রকাশিত হয়। সেই ধারা অনুসারে ২০১৪ তে ” কিছু বিষাদ হোক পাখি ” এবং ২০১৫ সালে প্রকাশিত হতে যাচ্ছে ” এই শহরে মেঘেরা একা “। লিখতেন সামহোয়্যার ইন ব্লগ ও চতুর্মাত্রিক ব্লগে। তাঁর লেখা বিভিন্ন গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রের সাহিত্য সাময়িকীতে। গড়ে তুলেছেন নিজের ব্লগবাড়ী। তার ব্লগবাড়ীর ঠিকানা : http://www.aquarezia.com/
” এই শহরে মেঘেরা একা ” সম্পর্কে কিছু কথা :-
গল্প জেগে উঠে জীবন থেকেই। অযুত বছর ধরে জমে থাকা স্বপ্নকথাই এক একটা শব্দের গাঁথুনিতে সৃষ্টি করে গল্প। যে গল্প মানুষের পারস্পরিক দ্বন্দের, স্বপ্নভঙ্গের, বেঁচে থাকার কিংবা কারো হারিয়ে যাবার। সেই গল্পের আকার যখন বিষণ্ণতার মেঘে মিশে মহীরুহ হয়ে ওঠে, জীবন আর স্বপ্নের কাঁটাতারে তখন বাঁধা থাকে সামান্যই। স্বপ্ন যেখানে জীবনের চোখ রাঙ্গানিতেও রঙ হারায় না, গল্পগুলো হয়ত সঞ্জীবনী খুঁজে পায় সেখানেই। এইসব কিছুর ভীড়েই গল্প খুঁজে বেড়ায় একটি মেয়ে। বিষণ্ণতায় ডানা মেলে ওর স্বপ্নগুলো। মেঘ হয়ে কোন এক দূর অজানায় নিজেকে খুঁজে পেতে আকুল মেয়েটি একটু একটু করে আবিষ্কার করে, প্রাত্যাহিকতায় আষ্টেপৃষ্ঠে থাকা ওর আশেপাশের মানুষগুলোও ডুবে আছে আকাশ সমান স্বপ্নে। সে টের পায় এই এক পলকের ছোট্ট জীবনটাকে অযথাই খুব জটিল করে ফেলি আমরা। মনোগ্রাফে দাগ কেটে যাওয়া সময়গুলোকে আমরা নিতান্ত অবহেলাতে কোন এক ধুলোপড়া কোণে ছুঁড়ে দেই। আমরা ভুলে যাই, এই পৃথিবীতে আমাদের গল্প লিখা হয় একবারই….
এই শহরে মেঘেরা তো একাই!
বাস্তবতার নিরেট ব্যস্ততার মাঝেও মানুষ ফেরি করে বেড়ায় স্বপ্ন, কখনো স্বজ্ঞানে, কখনো অজান্তে। ভালো থাকার দুর্দম ইচ্ছে নিয়েই পথ চলুক অযুত মানুষ, মেঘের মতোই ডানা মেলুক নীল আকাশে।
এই শহরে মেঘেরা একা
প্রকাশনী- অন্যপ্রকাশ
বইয়ের ধরণ- উপন্যাস cialis 10 mg costo
প্রচ্ছদ শিল্পী- নির্ঝর নৈঃশব্দ্য
পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০১৫ এবং rokomari.com এ
আছে প্রতিবন্ধকতা
বাঁকে বাঁকে ধূসরতা
আছে জরা, ক্ষয়;
তবুও এই বেঁচে থাকাটা
খুব একটা মন্দ নয়!
-এই শহরে মেঘেরা একা- does propranolol cause high cholesterol
দুরন্ত জয় বলছেনঃ
propranolol hydrochloride tablets 10mgনিশ্চই পড়ে দেখব…
অংকুর বলছেনঃ
ধন্যবাদ
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
doxycycline monohydrate mechanism of actionচমৎকার আলোচনা করেছেন অংকুর। একুয়া রেজিয়ার নাম শুনেছি অনেক, বই পড়া হয়নি। অবশ্যই পড়ে ফেলব এটা…
অংকুর বলছেনঃ prednisone side effects moon face
পড়বেন অবশ্যই
ফাতেমা জোহরা বলছেনঃ
লেখাটা ভালো হয়েছে। অবশ্যই পড়বো বইটা…
অংকুর বলছেনঃ
ধন্যবাদ। অবশ্যই পড়বেন
শঙ্খনীল কারাগার বলছেনঃ
is viagra safe for diabeticsকথা দেয়াটা বোকামি যদি কথা না রাখতে পারি? তবে আপনার সুন্দর উপস্থাপনায় বইটি পড়ার আগ্রহ বোধ করছি।
অংকুর বলছেনঃ
অবশ্যই পড়বেন