মজাদার রসমালাই।
353
বার পঠিতবাজার থেকে কিনে রসমালাইত অনেক খেলেন। এবার ঘরেই বসেই তৈরি করুন মজাদার রসমালাই।
উপকরণ:ডিম- ১টি,বেকিং পাউডার – ১ চা চামচ,গুড়ো দুধ- ১ কাপ,ময়দা – ১ চা চামচ,তরল দুধ – ১ লিটার,চিনি – স্বাদমত , গুড়ো করা – ১ টি এলাচ,ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ (গোলাপজলও দিতে পারেন),পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য।
প্রণালী: তলা ভারী এমন বড় একটি পাত্রে চিনি আর তরল দুধ মিশিয়ে ফুটাতে দিন, এলাচদানা গুড়োও দিয়ে দিন। আঁচ খুব কম রাখুন।এবার আরেকটি পাত্রে গুড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন, ডিমটি ফেটিয়ে এই মিশ্রনে মেশান। ভ্যানিলা অথবা গোলাপজল দিয়ে দিন। সব একসাথে সুন্দর করে মেশান, খুব বেশি মাখবেন না সব মিশে গেলেই হলো। প্রথমে মিশ্রনটি হাতের সাথে আটকে আটকে যাবে আঠালো হয়ে কিনতু ৩/৪ মিনিট রেখে দিলেই দেখবেন সুন্দর টাইট হয়ে গেছে , হাতের সাথে আর আটকাচ্ছে না। এখান থেকে এবার ছোট ছোট বল বানান। বেশি বড় বানাবেন না, মার্বেলের মতো বড় বানালেই দেখবেন দুধে দেবার পর বলগুলো ফুলে দ্বিগুন হয়ে যাচ্ছে তাই ছোট বল বানান।এতোক্ষনে উনানে দুধ ফুটে গিয়েছে, এই বল গুলো সাবধানে ফুটন্ত দুধের মাঝে ছেড়ে দিন। চামচ বা কিছু দিয়ে নাড়বেন না, ফুটতে দিন আরো কয়েক মিনিট। দেখবেন বলগুলো ফুলে উঠেছে। আঁচ আরো কমিয়ে দিন এখন, সর্বনিন্ম আঁচে রাখুন।
দশ মিনিট এভাবে কম আঁচে রান্না করুন, মাঝে মাঝে পাত্রটি সাবধানে ধরে ঝাঁকিয়ে দিন, যাতে তলায় ধরে না যায়।দশ মিনিট পরে একটি মিষ্টি তুলে দেখুন ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। বেশি কাঁচা থাকলে কম আঁচে আরো কিছুক্ষন রান্না করুন, যদি সামান্য একটু কাঁচাভাব থাকে তাহলে আগুন নিভিয়ে পাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিন, ভেতরের তাপেই আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মালাই আরেকটু ঘন করতে চাইলে আরো কিছুক্ষন কম আঁচে আগুনে রাখতে পারেন, শুধু মাঝে মাঝে পাত্রটি একটু ঝাকিয়ে দিন যাতে তলায় ধরে না যায়। ঠান্ডা করে রসমালাই পরিবেশন করুন, পরিবেশনের আগে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন মিষ্টির ওপরে। ব্যাস আপনার রসমালাই তৈরি হয়ে গেল। এবার সবাই মিলে চেটেপুটে খেতে থাকুন।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
সভ্যতায় আপনাকে স্বাগতম। রসমালাই আমারও খুব প্রিয় তবে বানিয়ে খেতে পারবোনা আপনি বানিয়ে যদি খাওয়ান সেটা ভিন্ন কথা।
দুরন্ত জয় বলছেনঃ
ভাই সাব ভাবীকে বলেন তাইলেই তো হয়
চারুলতা বলছেনঃ
ধন্যবাদ কারাগার ভাই। কখনও যদি সেই সুযোগ হয় অবশ্যই আপনাকে আমার বানানো রসমালাই খাওয়াবো। শুধু কারাগার বলায় কিছু মনে করবেন না। আমার ও আমার বন্ধুদের কাছে আপনি এই নামেই পরিচিত।
acne doxycycline dosage
তারিক লিংকন বলছেনঃ
সামনেই পহেলা বৈশাখ!! তবে ছড়িয়ে যাক আমাদের নিজেস্ব এথনিক খাবারের রেসিপি! ভাল লাগলো আপনাকে রসমালাইময় স্বাগতম
চারুলতা বলছেনঃ
ধন্যবাদ।
দুরন্ত জয় বলছেনঃ
ভিন্ন রকম পোস্ট।
স্বাগতম।
চারুলতা বলছেনঃ
ধন্যবাদ।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
রসমালাইগুলো দেখে পোস্ট পড়তে ভুলে গেছি…
রসমালাই খাইতে মুঞ্চায়
acquistare viagra in internet
চারুলতা বলছেনঃ
side effects of drinking alcohol on accutaneনির্ঝর রুথ বলছেনঃ all possible side effects of prednisone
এতো সোজা!
ধন্যবাদ রন্ধন প্রণালীটির জন্য
চারুলতা বলছেনঃ doctus viagra
প্রথম প্রথম দুই একবার হয়তো নষ্ট হবে। বানাতে বানাতেই পরে ঠিক হয়ে যাবে আপু। glyburide metformin 2.5 500mg tabs