ঘৃণা
280
বার পঠিত side effects of quitting prednisone cold turkeyআজকাল সবকিছু ঘৃণ্য লাগে!
আকাশে চাঁদটাকে ঘৃণ্য লাগে,
মহাকাশের এক খন্ড উল্কাপিন্ডকে ঘৃণ্য লাগে,
ঘৃণ্য লাগে তারকাখচিত সোডিয়াম আলোর
সময়টাকে!
ঘৃণা হয় স্বপ্নফেরী করা মেয়েটার জন্য,
ঘৃণা হয় স্বপ্ন কেনা ক্রেতার জন্য।
ঘৃণা হয় আয়নটাকে,
বহুবার যে ফিরে দেখায় কর্পোরেট
প্রেমিকাকে।
ঘৃণা হয় স্পর্শটাকে,
মিথ্যে যে স্পর্শছুঁয়েছে লোভী ইচ্ছেটাকে।
ঘৃণা সব ভাঙ্গাচুড়া অনুভূতির প্রতি,
ঘৃণ্য এই দেয়ালের যত অংগতির অনূভুতি।
ঘৃণা বিক্রিত ঐ শরীরের জন্য,
ঘৃণ্য এই মানুষটার বেঁচে থাকার জন্য।
ঘৃণা অক্সিজেনের তরে,
দরজায় বাইরে যে বাঁচিয়ে রেখেছে শরীরটাকে।
ঘৃণা আলোর জন্যও,
যে পথ দেখিয়ে অন্ধকারকে নিয়ে গেছে অগোচরে।
‘না’ ঘৃণা মৃত্যুর জন্য,
শান্ত ‘অসংগতি’ এর
মনে বিভ্রান্তি ছড়ায় যে প্রতিনিয়ত।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
ভাল লাগল।
মুদ্রা আতিক বলছেনঃ all possible side effects of prednisone
ধন্যবাদ ভাই।
তারিক লিংকন বলছেনঃ
buy kamagra oral jelly paypal ukআমি ভাই সবই ভালবাসি, ঘৃণাকেও…
ভাল লাগলো আপনার ঘৃণাবন্ধনা!! নিজের জীবনকে ভালবাসতে শিখুন দেখবেন সব কিছুকেই ভালবাসতে পারছেন clomid over the counter
মুদ্রা আতিক বলছেনঃ
চাইলেই ভালোবাসা যায়না দাদা,
জীবনের প্রতি অনেক ক্ষোভ! কিভাবে ভালোবাসি তাকে?
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
জীবনকে ঘৃণা কইরেন না, তাইলেই চইলবো