নিজ দায়ীত্বে কবিতারা জন্ম নেয়- সভ্যতায় আমার প্রথম পোষ্ট…
1191
বার পঠিতডেস্পারেট হয়ে আছি প্রেমে
বিছানায় বিলুপ্ত সুখেরা জানে সুগভীর অশ্লীতার সমূহ বিশ্লেষন,
অতিত আমাকে গ্রহন করেনি
নীপিড়িত বর্তমানে বসে ভাবি সুমিষ্ট ভবিষ্যতে,
যুবতী রমনীর বুকে শুয়ে কাটবো যৌন সাঁতার
মৌনতার সংক্ষিপ্ত সমর্পনে!
এ দেহে ভীষন জ্বালা আমার
পুড়ে যাই যাবতীয় অগ্নি শৃঙ্গারে,
আমার ছাইবর্ন শৌচাগার জানে নিক্ষিপ্ত বীর্যের নীরব ইতিহাস,
প্রভুত কান্নার সময় শেষেও স্রষ্টা আমার শেষ প্রেমের শুদ্ধতা বোঝেনি!
হস্তমৈথুনের নামে হত্যা করেছি আমার কতো শত সন্তান!
গর্ভপাত কি তার সমতুল্য পাপ নয়?
আজ তাই ভেবে বলো
কাঙ্ক্ষিত প্রেম পেলে আমি কি আর উদাস হতুম প্রমিলা?
চক্রবর্তীর প্রতিটি ভাঁজ আমাকে ওয়াকিবহাল করেছে নিষিদ্ধ নগ্নতার ব্যাপারে,
পরিপূর্ণ ছাব্বিশে বসে সুবর্নার পরিপাটি স্তন
মন না বুঝে ঝুলে আছে সমুদ্রপৃষ্ঠের আরো নীচে,
প্রতি রাতে সেখানে তান্ডব চালায় প্রেমহীন জিভ!
আমার ভালো লাগেনা!
একা বসে বসে তারা গুনি আকাশের
তাসের তৃতীয় কার্ডে পুনম পান্ডের প্রতিশ্রুতিশীল অর্ধনগ্ন শরীর,
ছাড়িয়ে গেছে আমার প্রচন্ড প্রগতিশীলতা!
অতিমাত্রায় অনুরাগের নাম দিয়েছি সায়মন
উত্তুরে বসে থাকে সুকান্ত সমগ্র
রবী ঠাকুরের ধুতি তোলে দেখি সেখানেও বহুকিছু উত্থিত হয় বিবিধ বিন্যাসে।
আজ কোথায় গিয়ে লুকিয়েছো সমীরণ?
বেশ্যালয়ে বসে দিন গুনে ক্ষনিকা
আজ কি তার গণিকা হবার কথা ছিলো?
এ জাতির কাছে তুমি আমি আজ গনিমতের মাল
আমাদের ভালোবাসা নিষিদ্ধ সমাজে
উঁকিঝুঁকি মারে বিবর্নতায়
উদাসী অন্তর্বাস ছুঁয়ে আছে লবনাক্ত শীহরন!
তবু আমি শান্ত হয়ে বসে আছি নিরুপায়।
আমার কিছুই ভালো লাগছেনা!
কিছুই ভালো লাগবেনা ঠোঁটে ঠোঁট রাখা অবধি,
বুভুক্ষু বক্ষের নিপল কামড়ে বলবো এইতো পেয়েছি
পশ্চিমে পবিত্র ধানক্ষেতে কাকপক্ষীও জানেনা প্রেমের খবর,
আলতো ঠাপে তোমার গভীরে ঢেলে দিয়েছি নির্মোহ রস,
অবশ হয়ে ঝিমিয়েছি বিধ্বস্ত দেহে।
আমার কিছুই ভালো লাগছেনা!
আজ রাতে আমি আমার অতৃপ্ত অন্ডকোষে
অপটু প্রেমের অস্থির ছোঁয়া চাই। thuoc viagra cho nam
অংকুর বলছেনঃ ovulate twice on clomid
will metformin help me lose weight fastবানানের দিকে খেয়াল করবেন । লেখা চালিয়ে যান ।
অংকুর বলছেনঃ doctus viagra
এটা যে সভ্যতায় আপনার প্রথম পোষ্ট সেটা বলে দিন । বোঝা যাচ্ছে সভ্যতারই প্রথম পোষ্ট
রাজু রণরাজ বলছেনঃ
glyburide metformin 2.5 500mg tabsঅঙ্কুরেই সৃজনশীল সমালোচনা করার জন্য ধন্যবাদ সহযোদ্ধা অংকুর
রাজু রণরাজ বলছেনঃ
শিরোনাম ঠিক করে দিলাম।
অংকুর বলছেনঃ
ধন্যবাদ
রাজু রণরাজ বলছেনঃ
স্বাগতম
ফাতেমা জোহরা বলছেনঃ
ভালো লাগলো দাদাভাই… :-bd
:)>- ~O) renal scan mag3 with lasix
রাজু রণরাজ বলছেনঃ
অনেক অনেক ধন্যবাদ দিদিভাই
দুরন্ত জয় বলছেনঃ
can you tan after accutaneরণ দার সেই কবিতা…… পড়লাম।
রাজু রণরাজ বলছেনঃ
viagra vs viagra plusধন্যবাদ পাগলা ♥
দুরন্ত জয় বলছেনঃ
♥ ♥ ♥
তারিক লিংকন বলছেনঃ
metformin synthesis wikipedia%%- %%- %%- :-bd :-bd আরও ভাল কিছুর :প্রতীক্ষায় আছি…: :প্রতীক্ষায় আছি…: :প্রতীক্ষায় আছি…: :প্রতীক্ষায় আছি…: :প্রতীক্ষায় আছি…:
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
ভাল্লাগছে বরাবরের মতই! চালিয়ে যান ভাই!