একদিন সব হবে………
232
বার পঠিতএকদিন সব হবে,
ভোরে জানালা খুলে সেদিন
দেখবো
তুমি বাড়ির বড় রাস্তার
পথে হাসিমুখে,
ব্যালকনি থেকে যেন শুনতে পাব
লাস্যময়ী তুমি ফাল্গুনের কুয়াশার নেশায় অভিমানে বলছ-
” ঘুম ভাঙলো তোমার ?”
অথচ কত অনিদ্রায় রাত
কেটেছে
তুমি আসবে বলে।
সে কথা জানা আছে আমার
ঘরের সিলিং এর প্রতি কোণার,
চুরি করা তোমার চুলের
দোপাট্টা ক্লিপের,
মুঠো মুঠো কতশত ঘুমের ওষুধের।
থাক…. . তোমায় আমি সেটা বলবোনা।
সেদিন হয়তো বাবাকে তার দুঃখ ভুলিয়ে দিব,
যে দুঃখ বাবা পনের বছর পূর্বে-
তার ছেলেকে কিছু একটা কিনে দিতে না পেরে,
মনে ক্ষত নিয়ে বেঁচে ছিলেন। acquistare viagra in internet
সেদিন হয়তো রাস্তায় দেখবো
একটি মেয়ে নির্ভাবনায় রাস্তায় হাঁটছে,
তথাকথিত পুরুষ সব ভালো হয়ে গেছে।
সেদিন হয়তো রাস্তায় রাস্তায় পথশিশু খুঁজে বেড়াতে হবে, অবাক হয়ে বলতে হবে-
“বাবুরা গেল কই সব ?”
ফুল হাতে কেউ নেই রাস্তায় . .!
ফাঁকা হাইওয়েতে
হয়তো আকাশ ছুঁয়ে দেখার চেষ্টা করবো তোমায় নিয়ে।
সেদিন সন্ধ্যায় হয়তো
পৃথিবীর সবকটা মানুষের হাতে একটা করে ফানুস দেওয়া হবে,
আর একটা করে হাওয়াই মিঠাই।
সবকটা ফানুস একসাথে গাদাগাদি করে উড়ে যাবে,
হাওয়াই মিঠাই মুখে মুখে গলে যাবে।
একদিন সব হবে . .
যেদিন সুখের আধিক্যে আমি মারা যাব।
যেখানে সব পরিপূর্ণ সেখানে আর কিছু চাওয়ার নেই।
সাদা শাড়ি কিংবা দাফনের কাপড়ের অভিশাপ
সেদিন থেকে আর কেউ কাউকে দিব না…।
একদিন সব হবে
সব সব
MD hafizur rahaman বলছেনঃ
valo hoice but kotha kobita sondo mil hoile aro valo hoto ..ekta kottha manush pare shudhu Vhul dhorte ekta kisu new kora onek koster.sorry for kotha after but.all the best
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লেগেছে…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
চমৎকার লাগলো… ক্যারি অন…
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
জয় এবং ডন ভাই, দুজনকে অসংখ্য ধন্যবাদ…….
ফাতেমা জোহরা বলছেনঃ metformin tablet
সুন্দর…