আজকে আমার মন দেবদারু
বার পঠিতআজকে আমার মনটা হঠাৎ করেই খুব দেবদারু হয়ে এলো
স্নান ঘরের কল খোলা, জল গড়াচ্ছে, ওদিকে খেয়াল হতেই
মা ডাকলো
নতুন টিউশনির নাকি কথা রয়েছে
আমার তবুও কিছু কবিতা লাগছে না
কোথাও যেন একটা ভিয়েতনাম ভিয়েতনাম
কাছিমের ভঙ্গিতে পায়চারি করছি ঘরময়
জানালার পর্দা পেন্ডুলামের মতো দুলছে
বারবার শুধু বুকের(নাকি জঙ্গলের?) ভিতর গাছ পুড়িয়ে
অথবা পাতা কুড়োনি মেয়েরা
সশব্দে পাতা কুড়োচ্ছে তাই দেখে
আজকে আমার মনটা হঠাৎ করেই খুব দেবদারু হয়ে এলো
কোথাও যেন একটা ভিয়েতনাম ভিয়েতনাম
আমার তবুও কিছু কবিতা লাগছে না
অরুণিমা কিছু একটা বলে গেলেও পারতো… metformin gliclazide sitagliptin
০৫০১১৫
তারিক লিংকন বলছেনঃ
— অন্যরকমও!! দারুণ রূপক, প্রকাশভঙ্গী ভালই লাগলো
অমিত লাবণ্য বলছেনঃ
ভালোবাসা নেন লিংকন ভাই । মনটা আসলেই কবিতা নাই