গোলাপি শাড়ির ভাঁজে…
357
বার পঠিত metformin synthesis wikipediaকবিতা চিনিস?
এক একটা শব্দ ওই ছুড়ে দেয়া ইটের চেয়ে শক্তিশালী
বুলেটের চেয়ে মসৃন!
আমি ভাঙ্গি থরে থরে সাজানো জাতীয়তাবাদ
আলোকের চেয়েও বেশী বেগে বজ্রাঘাতে।
যদিও পল্টনের ওই ভাঙাচোরা ঘরখানা অভিশাপের কথা বলে,
গোলাপি শাড়ির ভাঁজে চুয়ে চুয়ে পড়ে প্রচন্ড পাপ
শালীনতা ভুলে যাওয়া বখাটে কবির কাছে
তুই এক বিবস্ত্র মদ
মেদহীন বৃদ্ধার শরীর।
আর কিছু না!
তোর রক্তের তৃষা আমায় সমূলে জাগায়
নীপিড়িত মানুষের কাছে জেনেছি,
অনেক ক্ষুধা তোর সিক্ত প্রাচীরে
অভ্যর্থনা জানায় কামনার তিরতিরে আবহ!
কোন এক ফাল্গুনে ঘরে এসে
আমি তোকে ধর্ষন করে ফেলে যাবো রাস্তায়
লাখো লাখো সম্ভ্রমের প্রতিশোধ।
সেদিন তোকে কাঁদতে হবে
মেনোপজের দেয়াল ভেঙে দেবে বিপ্লবী বীর্যধারা
ক্ষুরধার ক্ষমাহীন ত্যাজে।
দু তিনমাস গেলে সমুখে মেরিস্টোপস
ছুঁড়ি কাঁচি কোনকিছু ছাড়া
গর্ভপাতের যন্ত্রনা তোকে বুঝিয়ে দেবে
পাপের পাহাড় হয়ে বেঁচেছিলি তুই।
সেদিন আমারই মতো শতশত লোক
এই আমি বখাটে কবি
খেপাটে চাহনি নিয়ে হাসবো,
হাতের রুমাল মাঝে অপমানের দাগ ছাড়া
আর কিছু দেখবিনা তুই।
তারিক লিংকন বলছেনঃ
রাজুদা আপনি পারেনও বটে!
যা হোক পুনরায় আপনাকে লিখতে দেখে চমৎকার লাগছে
রাজু রণরাজ বলছেনঃ
ধন্যবাদ তারিক ভাই, মেশিন চলবে হা হা হা
দুরন্ত জয় বলছেনঃ
আহহহহহহ! রাজুউউউ দাআআআআআআআ এদ্দদ্দদিন পর!!!!!!
আজই পড়ব দাড়ান ।
দুরন্ত জয় বলছেনঃ
ধ্যত।
ভাবছিলাম গল্প!!
তবে কতিতা ভাল হয়েছে achat viagra cialis france