শিক্ষাফল
323
বার পঠিতকলম যখন লিখতে চালায়, জ্বালায় জ্ঞানের আলো
অর্জন আর বর্জনে সব মিশছে সাদাকালো।
শিখছি কি যে, শেখাই কি তা, সাদার মাঝে সাদা
জ্ঞানের খোঁজে ভ্রমন মাঝে সবই যেন কাঁদা।
শিক্ষা জ্ঞানের আধাঁর ঘরে, পাশের ঘরে বাতি
বর দিয়েছেন মুক্ত হস্তে স্বয়ং স্বরসতী।
side effects of doxycycline in kittens
পুস্তকের ঐ তত্ত্ব জ্ঞানে বদ্ধ বিচরণ, ramipril and hydrochlorothiazide capsules
পূর্ণ বিনে অংশটুকুন করিলে বরণ।
ধর্ম যুক্ত শিক্ষা সদা রহে উপযোগ,
অর্জনে নয় ধার্মিক বিনে সাধু প্রয়োগ।
বিদ্যাগৃহে জীবে দয়া মহত্ জ্ঞানের পাহাড়,
বিশ্বগৃহে দয়ার তলে চাপা প্রাণের আহার।
অর্জন শেষে বিদ্যাগৃহে লাগিলো মস্ত তালা,
তবুও হঠাত্ থামিয়া থামিয়া কর্মে বাঁধায় জ্বালা।
জ্বালার চালে লিপ্সার জোয়ার ঢালিছে শীতল জল,
দোষ কী ঐ বিদ্যাগৃহের এটাই শিক্ষাফল।
হস্ত যুক্ত তত্ত্ববিদ্যা র্পূণ করে জ্ঞান,
অর্জন প্রয়োগ সার্থক যেন বিদ্যাদেবীর মান।
side effects after stopping accutane
অমিত লাবণ্য বলছেনঃ
ছড়া ভালো হয়েছে
তারিক লিংকন বলছেনঃ
metformin slow release vs regularআমি শিক্ষা বলতে সেই শিক্ষাকে বুঝি যে শিক্ষা মানব সন্তানকে সত্যিকারের মূল্যবোধের শিক্ষা দেয়…
একটু দুর্বোধ্য ঠেকেছে আপনার লিখনি
দুরন্ত জয় বলছেনঃ
বুঝায় দিবেন প্লিজ!
ব্যবহারিক জ্ঞানের কথা বলেছেন?? নাকি অন্য কিছু
ট্যাটন বলছেনঃ cara menggugurkan kandungan 2 bulan dengan cytotec
আমি বিশ্বাস করি শিক্ষা আমাদের মাঝে নৈতিকতা ও মুল্যবধ সৃষ্টি করে। আমার দৃষ্টিকোণ থেকে শেখা এবং শিক্ষা শব্দ দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। যখন কেউ খারাপ কাজ করে তখন সেটা তার শিক্ষা না বলে শেখা বলা যায়, তাই বলতে চেয়েছি শিক্ষা অর্জনের পর তার প্রয়োগ অত্যন্ত জরুরী।