একদল মৃত্যুঞ্জয়ী মুক্তিযোদ্ধার ‘ক্র্যাক প্লাটুন’
3882 renal scan mag3 with lasix
বার পঠিতমেজর খালেদ মোশাররফ এর অধীনে ও মেজর হায়দার এর প্রত্যক্ষ তত্বাবধানে গঠিত হয় ঢাকা শহরের একদল মুক্তিপাগল তরুণদের নিয়ে গঠিত এক বিশেষ গেরিলা প্লাটুন, যা পরে ক্র্যাক প্লাটুন নামে পরিচিত হয়। এই দুর্ধর্ষ এবং মুক্তিপাগল গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে “হিট এন্ড রান” অর্থাৎ ঝটিকা আক্রমণের পদ্ধতিতে ঢাকা শহরে মোট ৮২টির মত অপারেশন পরিচালনা করেন। যা পাকিস্তানী সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করে এবং জনমনে আগ্রহের সঞ্চার করে।
ক্র্যাক প্লাটুনে মুক্তিযোদ্ধার সংখ্যা ঠিক কনভেনশনাল আর্মির প্ল্যাটুনের মত ছিল না। তারা এতটা ক্র্যাক কিংবা মুক্তির প্রশ্নে অবিচল এবং দৃঢ়চেতা ছিলেন যে ঢাকায় পাকিস্তানী আর্মিদের শক্ত ঘাটি থাকা সত্বেও, নাড়িয়ে দিয়েছিল তাদের আত্মবিশ্বাস। তাও একবার দুবার নয় ৯ জুনের প্রথম অপেরেশন থেকে শুরু করে স্বাধীনতার আগের দিনটি পর্যন্ত শ’খানেক সফল আক্রমণে। ঢাকায় অনেকগুলো সফল অপারেশনের নায়ক ছিল আমাদের বর্তমান প্রজন্মের রোমান্টিসিজমে ভরা ক্র্যাক প্লাটুনের বীর সদস্যরা। কিন্তু আজ পর্যন্ত রহস্যেঘেরা আর তরুণ প্রজন্মের প্রবল আগ্রহের এই দুর্ধর্ষ যোদ্ধাদের কোন পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হয় নি। প্রাথমিক প্রশিক্ষণ শেষে জুনে ১৭ জন যে তরুণ এবং দৃঢ়চেতা মুক্তিযোদ্ধা ঢাকায় এসেছিলেন তারা হলেন-
০১) জিয়াউদ্দিন আলী আহমেদ,
০২) মাহবুব আহমেদ শহীদ,
০৩) শ্যামল,
০৪) আহমেদ মুনীর ভাষণ,
০৫) আনোয়ার রহমান (আনু),
০৬) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,
০৭) ফতেহ আলী চৌধুরী,
০৮) আবু সায়ীদ খান,
০৯) প্রকৌশলী সিরাজ, achat viagra cialis france
১০) গাজী গোলাম দস্তগীর,
১১) তারেক এম আর চৌধুরী,
১২) শাহাদাৎ চৌধুরী,
১৩) রেজা,
১৪) আবদুস সামাদ,
১৫) জব্বার
১৬) নাজিবুল হক ও
১৭) ইফতেখার।
২৯ অগাস্ট ১৯৭১ সাল পর্যন্ত ক্র্যাক প্লাটুনের সদস্যরা ছিলেন প্রথম পর্যায়ের প্রশিক্ষিত এই আরবান গেরিলারা। পরবর্তীতে ঢাকার আশপাশ থেকে এই গণবাহিনীতে আরও অনেক গেরিলা যোগ দেয়। দুই পর্যায়ে সর্বমোট প্রায় শখানেকের মত বীর গেরিলার নাম সংগ্রহ করা সম্ভব হয়েছে এই পর্যন্ত। ক্র্যাক প্লাটুনের অন্যতম সংগঠক ও কয়কজনের সাক্ষাৎকারের তথ্য থেকে বা দেয়া তথ্যানুযায়ী এই তালিকা সম্পন্ন করা হয়েছে। এইটি এখনো অসম্পূর্ণ এবং বলা যায় ত্রুটিপূর্ণ। উইকিপিডিয়ায় এই তালিকা মাত্র ৩৩ জনের। সেখানে প্রথম পর্যায়ের ক্র্যাকের (অসম্পূর্ণ) তালিকা করা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। তবুও তালিকার কাজটি এই পর্যায়ে প্রকাশ করার মূল কারণ সবার তথ্যে এটি পূর্ণাঙ্গ রূপ দেয়া। ২৯ অগাস্টের আটক এবং পরবর্তীতে শহীদ হন যারা তাঁদের একটা তালিকা করেছি-
০১) শহীদ শফি ইমাম রুমি, বীর বিক্রম
০২) শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল, বীর বিক্রম
০৩) শহীদ বাকের, বীর প্রতীক
০৪) শহীদ আলতাফ মাহমুদ
০৫) শহীদ বদিউল আলম বদী, বীরবিক্রম
০৬) শহীদ সেকান্দর হায়াত
০৭) শহীদ হাফিজ
০৮) শহীদ মাগফার আহমেদ চৌধুরী আজাদ
০৯) শহীদ আবদুল্লাহও-হেল-বাকী
২৯ অগাস্ট ১৯৭১ সালে যখন বেশীরভাগ গেরিলার আরভি’তে (RV) অভিযান (রেইড) চালিয়ে পাকিস্তানী হানাদারবাহিনী প্রায় ১৫ জন গেরিলাকে ধরে নিয়ে যায়। আব্দুস সামাদ ’৭১ সালের ২৯ আগস্ট ধরা পড়েন। ধরা পড়া গেরিলাদের মধ্যে আবদুস সামাদ ছিলেন দ্বিতীয় ব্যক্তি। এর আগে সকাল ১১টায় ধরা পড়েন গেরিলা সদস্য বদিউল আলম বদি (বীর বিক্রম), এক পর্যায়ে নিয়ন সাইনের ব্যবসায়ী তার ইস্কাটনের বাসা থেকে স্ত্রী এবং তাঁর এক ছোট্ট কন্যাশিশুকে ধরে নিয়ে আসে পাকিস্তান আর্মি। যার ফলশ্রুতিতে আজাদ এবং রুমির বাসা সহ বাকী আরভি থেকে ১৫ জনকে আটক করা হয়। যার মাঝে উপরোক্ত ৯ জন শহীদ হন। এছাড়াও প্রথম পর্যায়ের বাকি গেরিলারা হলেনঃ
১০) হাবিবুল আলম, বীর প্রতীক
১১) শাহাদাৎ চৌধুরী, [শাঃচৌঃ নামে পরিচিত]
১২) মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম
১৩) জিয়াউদ্দিন আলী আহমদ
১৪) কাজি কামাল উদ্দিন, বীর বিক্রম
১৫) কামরুল হক স্বপন, বীর বিক্রম
১৬) ফতে আলী চৌধুরী (১ম ও ২য় পর্যায়)
১৭) মাসুদ সাদেক চুল্লু
১৮) ইশতিয়াক আজিজ উলফাত acquistare viagra in internet
১৯) সাদেক হোসেন খোকা
২০) আব্দুস সামাদ, বীর প্রতীক
২১) তৈয়ব আলী, বীর প্রতীক
২২) আবু সাইয়িদ খান
২৩) গাজি গোলাম দস্তগির
২৪) খালেদ আহমেদ (১ম ও ২য় পর্যায়)
২৫) মোঃ হানিফ (১ম ও ২য় পর্যায়)
২৬) নিলু– ১ (১ম ও ২য় পর্যায়) metformin gliclazide sitagliptin
২৭) নিলু- ২ (১ম ও ২য় পর্যায়) missed several doses of synthroid
২৮) আহমেদ মুনির ভাষণ
২৯) শ্যামল
৩০) নাজিবুল হক
৩১) রুপু
৩২) রেজা
৩৩) জব্বার
৩৪) ইফতেখার
৩৫) প্রকৌশলীসিরাজ ভুঁইয়া (১ম ও ২য় পর্যায়)
৩৬) ডঃ তারেক মাহফুজ
৩৭) মুজিবর রহমান
৩৮) পুলু (১ম ও ২য় পর্যায়)
৩৯) মোস্তফা কামাল বকুল
৪০) এএফএমএ হ্যারিস
৪১) হিউবার্ট রোজারিও
৪২) আবুল ফজল সিদ্দিক মনু (১ম ও ২য় পর্যায়)
৪৩) আকরাম হোসেন মল্লিক ভুলু
৪৪) ইশতিয়াক আজিজ
৪৫) আতিক
৪৬) ওয়াসেফ
৪৭) আনোয়ার রহমান আনু
৪৮) মেসবাহ জাগিরদার
৪৯) মোক্তার (১ম ও ২য় পর্যায়) [তাঁতি]
৫০) জিন্নাহ (১ম ও ২য় পর্যায়)
৫১) কুলুরশিদ (১ম ও ২য় পর্যায়) [কমলাপুরের কুলি সর্দার]
৫২) শহীদ (ধলপুর)
৫৩) অপু (গোপীবাগ)
৫৪) এমএ খান (‘ম্যাক’ নামে পরিচিত ছিলেন)
৫৫) ফাজলি [তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম ব্যান্ড ‘Windy Side of Care’ এর লিড গিটারিস্ট] http://bandmusicbd.blogspot.com/2012/04/history-of-bangladesh-band-music.html
৫৬) মতিন -১ (১ম ও ২য় পর্যায়)
৫৭) মতিন -২ (১ম ও ২য় পর্যায়)
৫৮) মাহবুব আহমেদ শহীদ (প্লাটুন সেকন্ড ইন কম্যান্ড – 2IC)
৫৯) মোমিনুল হাসান
৬০) প্রকৌশলী নজরুল ইসলাম
৬১) আবুল বারেক আলভী
৬২) জহিরুল ইসলাম venta de cialis en lima peru
৬৩) জহির উদ্দিন জালাল
৬৪) মাযহার
৬৫) লিনু বিল্লাহ
পাকিস্তানী হানাদারদের রেইডের পর প্রায় একমাস পর প্রথম পর্যায়ের কিছু গেরিলাসহ দ্বিতীয় পর্যায়ের প্রায় আরও কিছু বীর গেরিলার সমন্বয়ে ক্র্যাক প্লাটুন পুনরায় ঢাকা শহরের পার্শ্ববর্তী মানিক নগর, মাদারটেক, বাসাবো, বাড্ডা, উত্তরখান প্রভৃতি এলাকায় গেরিলা অপারেশন শুরু করে। সেপ্টেম্বরের শেষ দিকেই এই গেরিলারা পুনঃগঠিত হয়। দ্বিতীয় পর্যায়ের ক্র্যাকের তালিকাঃ
৬৬) মোনোয়ার হোসেন মানিক
৬৭) মাহফুজুর রহমান আমান
৬৮) মকবুল-ই-এলাহি চৌধুরী
৬৯) শরিফ
৭০) নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
৭১) আজম খান
৭২) রাইসুল ইসলাম আসাদ
৭৩) ওয়ালি মোহাম্মদ (অলি নামে পরিচিত ছিলেন)
৭৪) হেলাল উদ্দিন
৭৫) মোঃ ইকবাল (ইকু নামে পরিচিত ছিলেন)
৭৬) আগা হোসেন শরিফ
৭৭) ডঃ মেজবাহ উদ্দিন হাসমি
৭৮) সামসুজ্জামান ফরহাদ
৭৯) আমিনুল ইসলাম নসু
৮০) নুরুল হক বাবুল zovirax vs. valtrex vs. famvir
৮১) আব্দুল্লাহ আল হেলাল
৮২) ইফতেখার আলম টুটুল
৮৩) মতিন – ৩
৮৪) ক্যাপ্টেন কাসেম আনসারি
৮৫) মাসুদুর রহমান তারেক
৮৬) ইফতিখার ইসলাম ইফতি
৮৭) নাজিবুল হক সরদার
৮৮) বিদ্যুৎ
৮৯) তাহের
৯০) মোহন
৯১) মুকুট
৯২) নাজিম উদ্দিন (নাজিম)
৯৩) কামাল আহমেদ
৯৪) শামসুল আলম খান (রেজভি)
৯৫) মাশুক আহমেদ
৯৬) আব্দুল কুদ্দুস
৯৭) হাফিজুর রহমান হারুন
৯৮) সামসুজ্জামান তৈমুর
৯৯) হুমায়ুন কবির thuoc viagra cho nam
১০০) টারজান
১০১) কাজি রেজাউল কবির (রিজু)।
[এই অসমাপ্ত লিস্টটির অনেক পূর্ণতা প্রয়োজন। মন্তব্যে তথ্য দিয়ে তালিকাটা সম্পন্ন করতে বিজ্ঞ পাঠকদের অনুরোধ করছি।]
তরুণ প্রজন্মের রোমান্টিসিজমের এই বিখ্যাত আরবান গেরিলাদের পরিচলনায় কয়েকটি বিখ্যাত সফল অপারেশন হচ্ছে-
- অপারেশন ফ্লায়িং ফ্ল্যাগস ovulate twice on clomid
- অপারেশন হোটেল ইন্টার কন্টিনেন্টাল
- অপারেশন গ্যানিজ পেট্রল পাম্প
- অপারেশন দাউদ পেট্রল পাম্প levitra 20mg nebenwirkungen
- অপারেশন এলিফ্যান্ট রোড পাওয়ার স্টেশন
- অপারেশন যাত্রাবাড়ী পাওয়ার স্টেশন
- অপারেশন আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- অপারেশন সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন
- অপারেশন উলন পাওয়ার স্টেশন
- অপারেশন ফার্মগেট চেক পয়েন্ট
- অপারেশন তোপখানা রোড ইউএস ইনফরমেশন সেন্টার can your doctor prescribe accutane
- অ্যাটাক অন দ্য মুভ [তথ্যসূত্রঃ উইকিপিডিয়া]
এই মৃত্যুঞ্জয়ী গেরিলা দলটি গঠনে প্রধান ভূমিকা পালন করেছিলেন খালেদ মোশাররফ, বীর উত্তম এবং এটিএম হায়দার, বীর উত্তম। প্রাথমিক পর্যায়ের ১৭ জনের প্রশিক্ষণের সরাসরি দায়িত্বে নিয়োজিত ছিলেন ক্যাপ্টেন এটিএম হায়দার।ভারতের মেলাঘর প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন তাঁরা।এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ২ নং সেক্টরের অধীন একটি স্বতন্ত্র গেরিলা দল যারা মূলত গণবাহিনীর অংশ বলে পরিচিত। এই প্রশিক্ষনে গ্রেনেড ছোড়া, আত্ম-গোপন করা প্রভৃতি শেখানো হতো।৯ জুন এই ১৭ জন গেরিলা তাঁদের অপারেশন শুরু করলে ৬/৭ জনের গ্রুপ করে বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধাও এই বাহিনীতে যোগ দেন। যা ২৯ অগাস্টের আগে এবং পরে মিলিয়ে প্রায় এই রূপ ধারণ করে।
২২ অক্টোবর ১৯৭১, খালেদ মোশাররফ আহত হলে কে-ফোরসের দায়িত্ব নেন মেজর সালেক। কে-ফোরসের অধীনে সেক্টর-২ এর গণবাহিনীর এই আরবান গেরিলাদের কিছুটা থমকে গেলেও বিজয় অব্দি ছিল তাঁদের মুক্তিসংগ্রাম। কিংবদন্তীতুল্য এই অসামান্য বীর মুক্তিযোদ্ধারা যুগ যুগ বেঁচে থাকবেন তাঁদের বীরত্ব গাঁথায় এবং তরুণ প্রজন্মের নির্মোহ প্রেমে। স্বাধীনতাকামী বাঙালী জাতির মুক্তি এবং পশ্চিম পাকিস্তানীদের অন্যায়, নিপীড়ন ও নির্মম হত্যাযজ্ঞের প্রতিশোধ নিতে মৃত্যুভয়কে তুচ্ছ করে ঢাকা তথা বাংলাদেশকে হানাদার মুক্ত করা এই বীরদের প্রজন্মের পক্ষ থেকে অনন্ত অসীম বিনম্র শ্রদ্ধা।
এই তালিকা তৈরিতে আমাকে সাহায্য করেছে ডন মাইকেল করলেওনে এবং অর্ফিয়াস রিবর্ন।
ফাতেমা জোহরা বলছেনঃ
দুর্দান্ত একটা কাজ করেছেন ভাইয়া। অনেকগুলো নতুন তথ্য পেলাম। অশেষ কৃতজ্ঞতা এই গুরুত্বপূর্ণ পোস্টটার জন্য।
পোস্টটির গুরুত্ব বিবেচনা করে এটাকে স্টিকি করার জন্যে আদিসভ্যকে অনুরোধ করছি।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আদিসভ্যের সদয় দৃষ্টি আকর্ষণ করছি
তারিক লিংকন বলছেনঃ
ধন্যবাদ ফাতেমা। যদি পারেন আপনার মত বিদগ্ধ ব্লগার এই পোস্টটিকে আরো পরিপূর্ণ করতে পারেন। এটিই সম্পূর্ণ লিস্ট তা আমি মনে করি না!! আবারো ধন্যবাদ…
দুরন্ত জয় বলছেনঃ
অনেক তথ্য পূর্ণ পোস্ট……
পড়ে ভাল লাগলো, শেয়ার না করে পারলাম না।
তারিক লিংকন বলছেনঃ
ধন্যবাদ জয়…
ওয়ারিশ আজাদ নাফি বলছেনঃ
গুড জব। অপারেশন ফ্লায়িং ফ্ল্যাগস বাদ গেছে। ৭১ এ হানাদার বাহিনীর পাকিস্তানের স্বাধীনতা দিবস পালনের রাজকীয় আয়োজনে পানি ঢেলেছিল যে অপারেশন। বাংলার আকাশে ঢেকে গিয়েছিল স্বাধীন দেশের পতাকায়। এবং সম্ভবত মার্চের পর প্রথম বারের মত ভীত ঢাকার মানুষ নির্ভয়চিত্তে একযোগে সব বাড়ির ছাদে উঠে উড়িয়েছিল স্বাধীন দেশের পতাকা metformin tablet
তারিক লিংকন বলছেনঃ
এই অপারেশনের লিস্টটিতেও হাত দিতে হবে। এইবার এই মিশনে নামতে হবে। সবচে ভাল হয় যদি ৮২ টি বড় এবং মাঝারি সফল অপারেশনের কাহিনী সংগ্রহ করতে পারলে। আপনাদের সকলের সহায়তা কামনা করি আসুন তাদের অসামান্য অর্জনের প্রতি অন্তত এইটুকুন শ্রদ্ধা আমরা রাখি…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
চমৎকার একটা তথ্য যোগ করেছ নাফি ভাই। তোমার উৎসাহ অশেষ অনুপ্রেরণা জোগাবে আমাদের…
তারিক লিংকন বলছেনঃ
ঠিক করে দেয়া হয়েছে…
ইকবাল মাহমুদ অনিক বলছেনঃ
অসাধারন একটি কাজ করেছেন ভাই
তারিক লিংকন বলছেনঃ
zoloft birth defects 2013অফুরন্ত ধন্যবাদ ভাই…
পারলে নিজেও আমাদের সাথে নিজের জন্ম ইতিহাস খোঁজার কাজে নেমে জান
Ashifuzzaman Jico বলছেনঃ
ফাতেমা াপুর সাথেই বলছি দূর্দান্ত আসলেই অসম্ভব প্রায় কাজ করেছেন এটা বস । আপনি হয়ত থাকবেন না, এই কাজটি থেকে যাবে, করে যান, প্রজন্ম জানুক….
ফাতেমা জোহরা বলছেনঃ
সহমত জিকো ভাইয়ের সাথে…
আমি পোস্টটি স্টিকি করার জন্য আবারো আদি সভ্যের দৃষ্টি আকর্ষণ করছি।
তারিক লিংকন বলছেনঃ
অনেক অনেক ধন্যবাদ জিকো ভাই…
সাথে থাকুনও, পারলে তথ্য দিয়ে হেল্প করুন!
অন্তিম গোধুলী বলছেনঃ
আপনাদের ধন্যবাদ। কিন্তু একটা প্রশ্ন এই বীর রাজপুত্রদের কর্মকান্ডের কোন দলিল কি নেই যেখানে সম্পূর্ণ ভাবে উনাদের কথা বর্ননা করা আছে?
তারিক লিংকন বলছেনঃ
nolvadex and clomid pricesকিছু পাবেন হাবিবুল আলম বীর প্রতীকের ‘Brave of Heart’ বইয়ে!! তিনি এখন এর বঙ্গানুবাদ নিয়ে কাজ করছেন। এই বই মেলায় পাবেন… এই ছাড়াও জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ এবং আনিসুল হকের ‘মা’ থেকে কিছু ধারণা পাবেন। হুমায়ুন আহমেদের ‘আগুনের পরশমণি’ও কিন্তু ক্র্যাক প্লাটুনকে নিয়ে লিখা!!
নির্ঝর রুথ বলছেনঃ
চমৎকার, লিংকন সাহেব!
নতুন তথ্য উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
জাতির কাছে প্রশ্ন হচ্ছে, নির্ঝর রুথ ঘোষ কি দিনদিন এই শুকনো গৎবাঁধা মন্তব্যের মত নিরস রোবট হয়ে যাচ্ছেন?
নির্ঝর রুথ বলছেনঃ viagra in india medical stores
ঝগড়াইটটা মশাই আইসা পড়ছে রে…
আমি এতদিন রসহীন রোবট ছিলাম। এখন মন্তব্য করার মাধ্যমে রসযুক্ত মানুষ হওয়ার চেষ্টায় আছি। আশা করি দ্রুত এই রূপান্তর সাধিত হবে।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
রূপান্তর লোডিং
অপেক্ষায় আছি
তারিক লিংকন বলছেনঃ
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
সেইরকম একটা কাজ করছেন তিনজনে মিলে! গ্রেট!!!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আপনিও থাকতে পারতেন স্যার
মেঘবতী বলছেনঃ
লিংকন ভাই, সাধু সাধু।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট।
তিনজন মিলে আসাধারণ কাজ করেছেন। অনেকেই উপকৃত হবে তথ্যের প্রয়োজনে।
তারিক লিংকন বলছেনঃ
সকল প্রশংসা অর্ফি আর ডনের জন্যে…
শঙ্খনীল কারাগার বলছেনঃ
খালেদ মোশারফ সহ জাটীয় সকল বীরদের প্রতী স্যালুট।
আর আপনার পোস্টটির জন্য আপনাকে নিরন্ত্র ভালোবাসা।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ওয়াও… অসাধারন ভাই…
তারিক লিংকন বলছেনঃ all possible side effects of prednisone
অসাধারণ ইন্সপাইরেশনাল দু’টো লাইন!! যুদ্ধ করতে চাই, একাত্তরে না থাকতে পারার আফসোসতো আমরা এইভাবেই মিঠাতে পারি। যদিও এইবারেরটা আরো কঠিন…
একাত্তরে হানাদার বাহিনী ছিল এক লক্ষ আর রাজাকার ছিল বড়জোড় আরো কয়েক লক্ষ কিন্তু আজ পাকি-বিবেক প্রতিবন্ধীর সংখ্যা কোটির কাছাকাছি!! তবুও এই কলম যুদ্ধ চলতেই থাকবে, আমাদের জয় অনিবার্য!! সত্যের জয় অনিবার্য…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
সত্যের জয় অনিবার্য… synthroid drug interactions calcium
তারিক লিংকন বলছেনঃ amiloride hydrochlorothiazide effets secondaires
তাছাড়া ভুলে গেলে চলবে না স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন…
Ashifuzzaman Jico বলছেনঃ metformin synthesis wikipedia
এই কাজটা অনেক আগেই কোন না কোন সরকারের করার কথা ছিল। প্রজন্মকে জানানো দরকার ছিল। কিচ্ছু কেউ করে না। জানেনা প্রজন্ম ওদের জন্ম ইতিহাস। আর তাই ওরা বিভ্রান্ত ! শুভ কামনা ডন ভাই, রিবর্ণ ভাই, এরকম আরো কিছু অসম্পূর্ণ কাজ ও সমাপ্ত করতে হবে। যুদ্ধ শেষ হয় নি..
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
যুদ্ধ শেষ হয়নি… আর এই যুদ্ধে আমরা হারবো না… কখনই না
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
প্রিয় তারিক লিংকন, ফেসবুকে এই লেখাটা শেয়ার দেবার পর রাশেদ রনি নামে এক ভদ্রলোক একটি ছোট্ট সংশোধনী দিয়েছেন। অনুগ্রহ করে আপডেট করে দেবেন প্লিজ…
তার মন্তব্যটা এখানে হুবহু তুলে দিলাম…
//মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে দেবার এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই । অার ২৯ অগাস্টের আটক এবং পরবর্তীতে শহীদ হন যারা তাঁদের একটা তালিকায় ৩নং নামটি হবে – শহীদ বকর এবং তাঁর বীরত্বভূষণ- বীরবিক্রম । সংশোধন করার জন্যে বিনীত অনুরোধ রইলো //
সিফাত বলছেনঃ walgreens pharmacy technician application online
শত শ্রদ্ধা এই মানুষ দের জন্য
Taposh K chowdhury বলছেনঃ can levitra and viagra be taken together
১৯৭১ এর ডিসেম্বরে যে যুদ্ধ শেষ হয়েছিল তা আবার শুরু হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের এই নতুন প্রজন্ম আবার চালিয়ে যাবে এই যুদ্ধ এবং অবশ্যই আমরা জয়ী হব ৭১ এর মত।
জয় বাংলা।
শামীম হাসান বলছেনঃ
৪২ নং সিরিয়াল “মনু” নয় “মানু” হবে।