ছড়াঃ বাঘের ফোন
214
বার পঠিতবাঘ মামাজি বললো ফোনে-
ভাগনে হরিণ শোনো,
তোমার সাথে এখন থেকে
নেই কো বিবাদ কোনো।
এক ঘাটে জল খাবো এসো
ভাগনে এবং মামায়,
নদীর চরে ঘুরবো এসো
ভয় পেয়ো না আমায়। sildenafil 50 mg dosage
হরিণ বলে- মামা তোমার
বুদ্ধিটা কী খাসা,
সন্ধি করার ফন্দি এঁটেই doxycycline monohydrate mechanism of action
চাও মিটাতে আশা?
কিন্তু আমি নেই তো বনে,
সেই তো কবে থেকে
নাচ করছি বলিউড়েই
স্নো পাউডার মেখে।
এক ঘাটে জল খাই কেমনে
যাই কেমনে চরে, ventolin evohaler online
রাগ করে বাঘ ফোনটা রাখে
মনটা খারাপ করে। lasix dosage pulmonary edema
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লেগেছে……
শঙ্কর দেবনাথ বলছেনঃ viagra lowest price
ধন্যবাদ
দুরন্ত জয় বলছেনঃ
crushing synthroid tabletsশঙ্কর দেবনাথ বলছেনঃ