ইতিহাসের পাতা খুঁড়ে : চরমপত্র, পৃষ্ঠা ৩১৬…
468
বার পঠিত side effects of quitting prednisone cold turkeyযেভাবে শুরু করেছিলেন মুকুল সাহেব :-
“”খাইছে রে খাইছে। আমাগো বকশি বাজারের ছক্কু মিয়া একটা জব্বর কথা কইছে। হেরে জিগাইলাম, ” আবে ছক্কু মিয়া, একদিন একদিন তোমারে মরতে হইবোই। তা আমারে কইবার পারো মরণের পর তুমি কি বেহেশতে যাইবার চাও, না দোজখে যাইবার চাও?
ছক্কু মিয়া ম্যাচ বাত্তির কাঠি দিয়া দাঁত খোঁচাইতে খোঁচাইতে কইলো, ‘ভাইসা’ব আপনার কথার জওয়াব দেওনের আগে আমার একটুক কথা আছিলো। আচ্ছা কইবার পারেন মরনের পর-
লাহোরের ফিলিম ইষ্টার নূরজাহান বেগম কোনহানে যাইবো?
আমি কইলাম, ‘কীর লাইগ্যা- দোজখেই যাইবো।’
‘ছবিহা কোন হানে যাইবো।’
মনে লয় এইডাও দোজখেই যাইবো।
ছক্কু আমার দিকে Angle মাইরা জিগাইলো, ‘ভাইছা’ব এলায় কনদেহি আমাগো ঢাকার ডট ডট ডট বেগম কোন হানে যাইবো??
এইডায় যেইরাম ইথি ওথি কারবার করতাছে আর মহব্বতের গান গাইতাছে তাতে আন্দাজ করণ যায় যে, দোজখের মাইদ্দে বেগমের সিট অক্করে রিজার্ভ হইয়া আছে।
ছক্কু মিয়া আমার জবাব হোননের পর একটা বাইশ হাজার টাকা দামের হাসি দিলো, ‘ভাইসা’ব লাহোরের নূরজাহান – ছবিহা আর ঢাকার বেগম যখন দোজখে যাইবো তখন দোজখই তো বেহেশত হইবো- আর বেহেশত তো পরহেজগার মানুষে ভইরা যাইবো- কেমন কিনা? তা হইলে আল্লায় দিলে আমিও দোজখে যামু। নূরজাহান- ছাবিহা-শাহনাজ ছাড়া আমি থাকতে পারুম না।’
ছক্কুর কথা হুইন্যা আমি অক্করে থ’।
সেনাপতি ইয়াহিয়ার কথা বার্তার লগে অক্করে কাপে-কাপে কি সোন্দর মিল খাইছে।””[১]
(ছক্কু মিয়ার যুক্তি কিন্তু দারুন, আমার ভাললাগছে)
অর্থাৎ, সেই ৭১ এই দেশ যে অবস্থানে ছিল তাতে একখন নাই বরং উল্টা পথে হাটছে! এখন কোন মাধ্যমে এরূপ কিছু বলা হইলে সে মাধ্যমের চৌদ্দগুষ্ঠি নাই হইয়া যাইবো….কিছু মাইকিং বা কয়েকটি স্লোগানে! কিন্তু ৭১ এরা ছাপোষা ছিল, আমি বুঝিনা এদের প্রজনন কি করে হইল? দেশের এই মাতালরা নাস্তিকের নতুন সংগা দিচ্ছে। আবে হালা তোর বাপ কি ছিল? থাক জ্ঞান দিয়ে লাভ নাই, যা বলতে চাচ্ছিলাম – ৭১ এ অকুতোভয়ে যুদ্ধ করেছে যারা কেবল তাদের মতানুসারীগণই বাংলাদেশে ঠাই পাবে। বাকিরা ইরাক-ইরান-সৌদি-নিদেন পক্ষে পাকিস্তান আর অন্যেরা ভারতে গিয়ে কাঠাল পাতা কমাও। তোমাদের মতের কেউ এদেশের জন্য কিছু করে নাই তবু চেল্লাও কেন?! এদেশ এম আর আখতার মুকুল দের মত নাস্তিকদের তোমাদের কি??
১.সূত্র: এম আর আখতার মুকুল – চরমপত্র ; পৃষ্ঠা -৩১৬।
উৎসর্গ – মুকুল স্যারকেই।
বি.দ্র. : কেউ অযথা চেল্লাচিল্লি করবেন না,পারলে যুক্তি দেখান। about cialis tablets
walgreens pharmacy technician application online
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
এই জ্বলন্ত ইতিহাস নিয়ে কে অযথা চিল্লাতে আসে দেখি না একবার
একেবারে ভরে দিব
ফাতেমা জোহরা বলছেনঃ
সহমত…
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
can levitra and viagra be taken togetherধন্যবাদ…………
ভাইয়া এবং আপু……
অর্ফি বলছেনঃ
চরমপ্ত্রের মত ‘জিনিস’ আমাদের খুব কমই আছে zithromax azithromycin 250 mg
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
viagra in india medical storesএকজ্যাক্টলি