নববর্ষের ছড়া / শঙ্কর দেবনাথ
261
বার পঠিত efek samping minum obat viagraসকল জীবন ধকলবিহীন
নকলবিহীন সুখে,
শান্তিতে থাক,
ক্লান্তিবিহীন বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি
মাখুক আঁখি আলো,
ঘৃণার ঘরে বীণার স্বরে metformin slow release vs regular
মুছুক মনের কালো।
কেউ না যেন দুঃখে থাকে clomid and metformin success stories 2011
রুক্ষে থাকে একা, does accutane cure body acne
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়,
গন্ধে জড়াই লেখা।
শঙ্কর দেবনাথ বলছেনঃ
সভ্যতার সকল সহ ব্লগার, পাঠক পাঠিকা ও সভ্যতার নেপথ্যের মাননীয় কারিগর গনকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই ভালোয় এবং আলোয় থাকুন।
শঙ্কর দেবনাথ।
তারিক লিংকন বলছেনঃ
clomid trying to get pregnantইংরেজি নববর্ষের শুভেচ্ছা…
আপনার লিখা এতো ছোট হয় ক্যান?
মাশিয়াত খান বলছেনঃ
আপনাকেও শুভেচ্ছা blueberry 100 sildenafil review
শঙ্কর দেবনাথ বলছেনঃ
আমি ছোটই লিখি। শুধু বড় হলেই কি লেখা সার্থক হয়? লেখক কে বাকসংযমী হতে হয়। অকারণ বেশি বলা কি সাহিত্যের কাজ, নাকি অল্প কথায় বেশি বলা?
মতামত দেবার জন্য সবাইকেই ধন্যবাদ।
banglakobita বলছেনঃ
আজকের কবিতা: পৃথিবী কেঁদোনা আর
ভিজিট করুন: https://bit.ly/3e1cYHJ