নববর্ষের ছড়া / শঙ্কর দেবনাথ
261
বার পঠিতসকল জীবন ধকলবিহীন
নকলবিহীন সুখে,
শান্তিতে থাক,
ক্লান্তিবিহীন বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি
মাখুক আঁখি আলো,
ঘৃণার ঘরে বীণার স্বরে
মুছুক মনের কালো।
কেউ না যেন দুঃখে থাকে
রুক্ষে থাকে একা,
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়,
গন্ধে জড়াই লেখা।
শঙ্কর দেবনাথ বলছেনঃ
সভ্যতার সকল সহ ব্লগার, পাঠক পাঠিকা ও সভ্যতার নেপথ্যের মাননীয় কারিগর গনকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই ভালোয় এবং আলোয় থাকুন।
শঙ্কর দেবনাথ।
তারিক লিংকন বলছেনঃ
break viagra in halfইংরেজি নববর্ষের শুভেচ্ছা…
আপনার লিখা এতো ছোট হয় ক্যান? cialis retseptita
মাশিয়াত খান বলছেনঃ
zithromax liquid tasteআপনাকেও শুভেচ্ছা
শঙ্কর দেবনাথ বলছেনঃ
আমি ছোটই লিখি। শুধু বড় হলেই কি লেখা সার্থক হয়? লেখক কে বাকসংযমী হতে হয়। অকারণ বেশি বলা কি সাহিত্যের কাজ, নাকি অল্প কথায় বেশি বলা?
মতামত দেবার জন্য সবাইকেই ধন্যবাদ।
banglakobita বলছেনঃ motilium side effects dizziness
আজকের কবিতা: পৃথিবী কেঁদোনা আর
ভিজিট করুন: https://bit.ly/3e1cYHJ