একটি নিষ্পাপ প্রাণের মৃত্যু(জিয়াদ)
187
বার পঠিত can you tan after accutaneজিয়াদ। মৃত এই ছেলেটা ২ দিনেই সকলের
মনে যায়গা করে নিয়েছে। কিন্তু কোল ফাকা হয়েছে একজন
মায়ের। তার এই মৃত্যুর দায়ভার কার? জানি কেও নিতে চাইবে না।
শিশু জিয়াদ ৬০০ ফুট নিচে ছিল না, সম্ভবত সে নিচে সাবমারসিবল
পাম্পের সাথে আটকে ছিল, কিন্ত যখন এটি তুলে ফেলা হয়
সে নিচে পানিতে পড়ে যায়। সাবমারসিবল পাম্প থাকে মূলত পানির
নিচে, কিন্ত ঐ স্থানে পানির লেয়ার আরো নিচে চলে গেছিল,
পরিত্যাক্ত ঐ পাম্পটি ছিল পানির লেয়ারের অনেক উপরে, জিয়াদ
খুব সম্ভবত ঐ পাম্পের সাথেই আটকে ছিল, কিন্ত যখন ঐ ছোট
পাইপটি তুলে ফেলা হয় তখন সে ঐ জায়গা থেকে পড়ে যায়
সাবমারসিবল পাম্পের সাথে আটকে থাকার কারনে তার
সাথে কথা বলা ও খাবার পাঠান সম্ভব হয়। তাকে ইচ্ছা করলেই
বাচানো যেত। তার জন্য দরকার ছিল ঐ পাইপের ম্যাপ। দুঃখের
ব্যাপার আমাদের ওয়াসা/রেল/বিএডিসি……… কেও-ই সেই ম্যাপ
দিতে পারেনি। যার জন্য কাজ হয়েছে অজ্ঞতার ভিত্তিতে ও
পরিকল্পনাবিহীন। আর পরিকল্পনাবিহীন কোন কাজের ফল
কতটা মারাত্বক হতে পারে তার প্রমাণ মর্গে শুয়ে থাকা নিথর শিশুর
লাশটা।
বুয়েট! বাংলাদেশের বিজ্ঞানপড়ুয়া মেধাবী ছাত্রছাত্রীদের
স্বপ্ন! তাদের জ্ঞানের থেকে আজ পাইলিং শ্রমিকের জ্ঞান
আপডেটেড! হাস্যকর। ফায়ার ব্রিগেডকেও দোষ
দেওয়া যায়না। তারা ২৩ ঘন্টা পরিশ্রম করেও সন্তোষজনক
ফলাফল আনতে ব্যর্থ হয়েছে।
সাথে তো আমাদের আপামর জনসাধারণ আছেনই!
আরো আছে কিছু হাইব্রিড গরু-গাধা। এদের জিনের স্যাম্পল
রাখা উচিত। বাংলাদেশের বায়ো-টেকনলজি অনেক সমৃদ্ধির মুখ
দেখবে। ভবিষ্যতে বায়োলজিক্যাল ওয়েপনও তৈরী হতে
পারে(!) তাদের কথাগুলা না বলি। আমরা আদার ব্যাপারী, জাহাজের
খোজ আমাদের কাছে থাকেনা, হয়ত থাকে, বলতে পারিনা।
কিন্তু কনফিউশন, সেখানে যখন অফিসিয়ালি ব্রিফ করা হয়
যে স্থানে কাওকে খুজে পাওয়া যায়নি। তারপরেও কেন সাধারণ
মানুষ উদ্ধারে নামল। বাঙালী হিসেবে জানি আমাদের জাতির
খেয়ে দেয়ে এগুলা করার সময় নাই। তারপরেও করল,মানলাম।
কিন্তু বিগত ২৩ ঘন্টা পেশাদারদের দিয়ে যে কাজ হলনা, সেটা ৩০
মিনিটে কিভাবে হল?
আসলেই কি ঘটনা ঘটেছে সেটা ব্যাপারে অবগত নই। কেও
বলে সাজানো, কেও বলে ব্যর্থতা। কিন্তু আমি জানি, যা-ই হোক
মারা গেল একটা শিশু। ফাকা হল একটা মায়ের কোল।
যদি সাজানো হয়ও তাতেও হারাল একটা নিষ্পাপ প্রাণ। দায়ভার কার?
পারলে বূঝায় আসেন অবুঝ খাদিজা বেগমকে। ধিক্কার
বাঙালী,ধিক্কার!
দুরন্ত জয় বলছেনঃ
আমাদের এক দোষ সব কিছুতেই সমালোচনা।
যদি পাম্প না উঠিয়ে চেষ্টা করা হত তখন এই আপনার পোস্টে কি লিখা হত না কেন পাম্প তোলা হয় নি।
আর শেষের যে সাধারণ মানুষরা উঠাতে পারলো তাও কিন্তু পাইপ উঠাবার কারনে।
আর সাধারণ মানুষ কে সুযোগ যদি আগে দেয়া হত এবং তারা না পারত তবে এই পোস্টে কি লিখা হত? private dermatologist london accutane
পাম্পের ঢাকনা না লাগানোটা দোষের উদ্ধার কাজের জন্য আমি কাউকে দোষ দেব না।