আজ রাতে কোনো রূপকথা নেই
358
বার পঠিতআজ রাতে কোনো রূপকথা নেই।
আজ রাতে সব অশ্রুপাথর হৃদয় ছিঁড়ে যায় ছড়িয়ে।
আজ রাতে খুব বাস্তবতায় কল্পনা নেই একলা একায়;
গল্প শেষে মিষ্টি হেসে বলবে না কেউ, “রাজার কুমার,
রাজকন্যে জড়িয়ে রেখে থাকবে এবার অনেক সুখে।”
আজ রাতে সব গল্প ফেলে, অশ্রু সুনীল লালচে হয়ে জমাট বাঁধে।
আজ রাতে কোন সুখী শেষ নেই।
বুড়ো ঠাকুমা বলবে না আর, “তারপরে সব দৈত্য দানো ধ্বংস করে,
রাজার কুমার পঙ্খীরাজের ঘোড়ায় চড়ে
প্রাসাদ ফেরে বীরের বেশে, গল্প শেষে।”
আজ রাতে এক একলা ছেলে তারায় তারায় স্বপ্ন খোঁজে।
কালপুরুষ আজ রূপকথা নয়, স্বপ্নগুলো তীক্ষ্ণ শরে
এক এক করে দু’চোখ বোজে।
আজ রাতে কোন রূপকথা নেই। কল্পনা নেই। স্বপ্নরা নেই।
আজকে প্রবল বাস্তবতার শেকল পায়ে;
একলা ছেলে হয় না’কো আর রাজার কুমার।
আজকে সে আর রাজকন্যে জড়িয়ে ধরে মেঘ খোঁজে না পথ হারাবার।
আজকে কেবল তেপান্তরের কাঠফাটা রোদ;
স্বপ্নগুলো মরিচিকাবৎ। একাকীত্ব নেয় প্রতিশোধ।
আজ রাতে কোনো রূপকথা নেই।
তবু আজ শুধু রাজকুমারী ঘুমিয়ে থাকে সোনার কাঠি পা’য় জড়িয়ে।
ঘুমের ঘোরে দু’চোখ বেয়ে অশ্রু ঝরে স্বপ্ন নিয়ে —
রাজার কুমার আসবে আবার।
সোনার কাঠি বদল করে ঘুম ভাঙ্গাবে আলিঙ্গনে।
তারপর কোনো রূপকথা নেই। রূপকথা নেই। সবটা প্রখর বাস্তবতা।
রাজার কুমার একলা বসে অচিন দেশে অশ্রুগুলো লুকিয়ে রাখে।
রাজার কুমার একলা বসে তারার ভাজে রূপকথাদের স্বপ্ন আঁকে।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
এইটা ওই গানটা না? ওল্ড স্কুলের?
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
কোন গান? লিংক দেন তো।
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
এটা কি গান ছিলো! তবে, কবিতা হিসেবেই ভালো লাগলো।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
আমার মাথায় তো আসছে এক ছোটবোনের স্ট্যাটাস দেখে আর এটা কবিতা হিসেবেই লিখেছি।
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লাগলো…
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ধন্যবাদ আপনাকে।
ফাতেমা জোহরা বলছেনঃ
kamagra pastillasচমৎকার………
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অসংখ্য ধন্যবাদ।
তারিক লিংকন বলছেনঃ will metformin help me lose weight fast
ভাল লাগলো, আপনি দেখি সব্যসাচী ক্লান্ত দ্যা!! গল্প কবিতায় সমান পারদর্শী. ..
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ levitra 20mg nebenwirkungen
ওই টুকটাক চেষ্টা করি আর কী… about cialis tablets
মিনহাজ শিবলী বলছেনঃ
side effects of quitting prednisone cold turkeyবাহ। viagra in india medical stores