রুঢ়কথা
235
বার পঠিতব্যাঙ্গমা নেই
ব্যাঙ্গমী নেই
শুক- সারিরাও নেই,
শুধুই আছে
ব্যাঙ্গ মা গো
অসুখ সারি এই।
রূপকথা নেই
রূপহারা সব
রুঢ়কথায় ভরা,
ফুলপরী নেই
ফুল টাইমই
পরীক্ষা আর পড়া।
পক্ষ আছে
লক্ষ্যে যাবার
কোথায় পক্ষীরাজ!
গান-এর ভয়ে
গান হারিয়ে
কাঁপছে পক্ষীরা আজ।
দুরন্ত জয় বলছেনঃ
ফুল টাইমই পড়া!!!
ফাতেমা জোহরা বলছেনঃ