অপূর্ণতা
198
বার পঠিতআমাদের কোন ঘর ছিলো না বলে দেয়ালে কখনো ক্যালেন্ডার টানানো হয়নি,
শখের ফুল দানীটা কোথায় রাখবো সেটা নিয়ে তোর আর আমার ভাবা হয়নি।
আমাদের কোন ঘর ছিলনা তাই দুজনের স্বপ্ন বোনা জাল
কখনো পূর্নতা পায়নি,
ঘরের দেয়ালে দেয়ালে পোট্রেটগুলো লাগানো হলো না ঘর নেই তাই।
আমাদের বিছানাটা অযত্নে পড়ে রইলো গোছানো হলো না
আমাদের কোন ঘর নেই, বিছানা অগোছালো হয়নি তাই।
অসময়ে গরম চায়ের পেয়ালা হাতে কবিতা শুনবো বলে
তোকে জ্বালানো হলো না,
কারন-
আমাদের কোন ঘর হয়নি তাই!
শোন তোকে নিয়ে রাত জাগবো বলে কত আয়োজন ছিল মনে,
কতবার কতভাবে ভাবনাগুলোকে সাজিয়েছি,
তোর সাথে রাত জাগবো বলে!!
সেগুলো সব যন্ত্রনা হয়ে বুকের ভিতর জ্বালিয় গেলো আজীবন
কারন-
আমাদের কোন ঘর ছিলো না!!!
আমার অগোছালো জীবনের সাথে তোর জীবন তাই বাঁধাও হলো না। metformin gliclazide sitagliptin
দুরন্ত জয় বলছেনঃ half a viagra didnt work