দূ:স্বপ্নের পাঠদান
248
বার পঠিতএকটা রঙ্গিন চাঁদরে গায়ে জড়ায় আছি,
শীতের ভয়ে শহর থেকে পালিয়ে নয়!
চাঁদর গায়ে ঘুমিয়ে পড়ার প্রয়াস,
যান্ত্রিক অসুস্থতায় জেগে জেগে ঘুম!
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার স্বাদ,
জাগনা ঘুমে স্বপ্নগুলো বিভৎস! zithromax trockensaft 600 mg preis
জেগে জেগে স্বপ্ন দেখি,
কিন্তু একি হায়!
স্বপ্নগুলোও পুঁজিবাদি বিষন্নতার গোপন বন্ধু!
মানুষের খোলসে প্রজাপতি হতে চেয়েছি!
নির্ঘুম রাত অক্টোপাসের মত জড়িয়ে
শুয়োপোকা করে ছেড়ে দিল!
এই কি বেঁচে থাকা,
মানুষের খোলসে অপ্রেম দেখা! side effects after stopping accutane
কথাগুলো জড়িয়ে গেছে,
জিহ্বার তলদেশ ভারী হয়ে যাচ্ছে!
দূ:স্বপ্নটা একটু বেশিই ভয়ের!
কালবৈশাখীর মত করে চাদরটা উড়ে যায়!
আমি বুঝি আমি জেগে আছি,
এইটা স্বপ্নের শেষ অধ্যায়!
এই অধ্যায়ের পাঠদান শেষেই আমার নিদ্রা ভঙ্গ হবে! viagra generico prezzo farmacia
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
accutane pricesস্বপ্নগুলোও পুঁজিবাদি বিষন্নতার গোপন বন্ধু!
মানুষের খোলসে প্রজাপতি হতে চেয়েছি!
নির্ঘুম রাত অক্টোপাসের মত জড়িয়ে
শুয়োপোকা করে ছেড়ে দিল!
………ভাল বলেছেন। লিখতেই থাকুন দাদা, লিখে যান, দিয়ে যান আরও।
মুদ্রা আতিক বলছেনঃ
শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ দাদাভাই pregnant 4th cycle clomid
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ