সম্পর্ক
252
বার পঠিততোমার চোখের মধ্যে
অরূপলোকের জল
টলমল করে
আর গদ্যে পদ্যে
খিচুড়ি পাকায়
বুকের গভীর থেকে সাপ
স্বপ্নের উত্তাপ মেখে
কামনার ফণায়
তাকায় prednisone 10mg dose pack poison ivy
মন আর দেহের মধ্যিখানে
অলৌকিক যানে বসে
প্রেম ওঠে হেসে
সম্পর্ক সাজানো থাকে
উজ্বল শো’কেসে—
তারিক লিংকন বলছেনঃ
ছোট্ট কিন্তু ভাল লাগলো। কোনটা কত তারিখ লিখা জানতে পারি! আপনি কি নিয়মিতই লিখেন কবিতা বা ছড়া?
শঙ্কর দেবনাথ বলছেনঃ
হ্যাঁ, ভাই। নিয়মিতই লিখি। আর কোন লেখাটি কত তারিখে লেখা সেটা সবসময় ঠিকঠাক বলা যায়? ধন্যবাদ। ভাল থাকুন দাদাভাই।
দুরন্ত জয় বলছেনঃ
বাহ!!!!!