তোমার মৃতদেহ / শঙ্কর দেবনাথ
301
বার পঠিত viagra in india medical storesএক পশলা বৃষ্টি এবং
একটুখানি হাওয়া,
তার মধ্যেই হঠাৎ তোমার
আসা এবং যাওয়া।
আগুন জ্বলে গাঁয়ের গায়ে
সবুজ পুড়ে খাঁ খাঁ,
আচমকা জল ছলাৎ ছলাৎ
দুইচোখে প্রেম মাখায়।
তোমার আসা – তোমার যাওয়া
মধ্যিখানে রাতের
নগ্নদেহ- বিশাল খাটে
শরীর খেলায় মাতে। acne doxycycline dosage
মুক্ত ঘরে হঠাৎ এসে
খিল এঁটে দেয় কে ও!
ঝুলের মত ঝুলেই থাকে
তোমার মৃতদেহ।
দুর্বার প্রলয় বলছেনঃ
কবিতার শেষে কেউ কি মারা গেলো?? শেষ চার লাইন বুঝলাম না।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
buy kamagra oral jelly paypal ukমন গুলো সব এভাবেই মরে। ভাল লাগলো।
মুদ্রা আতিক বলছেনঃ
ভালো লাগলো।
দুরন্ত জয় বলছেনঃ
কবিতা কম বুঝি।
প্রথম চার লাইন অনেক ভাল লেগেছে।
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ metformin gliclazide sitagliptin
মুক্ত ঘরে হঠাৎ এসে
খিল এঁটে দেয় কে ও!
ঝুলের মত ঝুলেই থাকে
তোমার মৃতদেহ।
ভাল লাগার মত…….!
শঙ্কর দেবনাথ বলছেনঃ
side effects of drinking alcohol on accutaneশুভেচ্ছা সবারই জন্য।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কবিতাটা ভালো লেগেছে, সভ্যতায় স্বাগতম শঙ্কর…
শঙ্কর দেবনাথ বলছেনঃ
শুভেচ্ছা আপনাকে।