ছড়াঃ দাদু-দিদুন
217
বার পঠিতটাক ডুমা ডুম টাক
দাদুর মাথায় টাক,
টাকের উপর
চক দিয়ে রোজ
দিদুন কষেন আঁক।
টাক ডুমা ডুম টাক।।
টাক ডুমা ডুম টাক
দিদুন ডাকেন নাক,
নাকের উপর
বাজান দাদু
তাক ধিনা ধিন তাক।
তাক ধিনা ধিন তাক।। will metformin help me lose weight fast
দুর্বার প্রলয় বলছেনঃ
renal scan mag3 with lasixআপনার পোষ্ট গুলো আসলে ফেসবুকের ছোট ছোট স্টাটাস এর মত হয়ে যাচ্ছে। আপনি আপনার 4/5 টা অনুকাব্য একসাথে লিখে একটা পোষ্টে দিলে সেটা বেশি ভাল দেখাবে দাদা।
শঙ্কর দেবনাথ বলছেনঃ
about cialis tabletsবেশি লেখা অনেক সময় পাঠকের ধৈর্য্যচ্যুতি ঘটায়। একটু ছোট হলে অসুবিধে কি? তাছাড়া সব লেখা কি বড় করার দরকার হয়। কবিতা বা ছড়ার ক্ষেত্রে বাক সংযম কী খারাপ? মন্তব্য করার জন্য ধন্যবাদ। সাথে থাকুন। সব ধরণের লেখাই পাবেন। শুভেচ্ছা নেবেন।
অপার্থিব বলছেনঃ
zithromax azithromycin 250 mgবহুদিন পর কোন ছড়া পড় লাম , মজাই লাগল
দুর্বার প্রলয় বলছেনঃ
all possible side effects of prednisoneআপনি একদম ঠিক বলেছেন, বেশি বড় লেখা পড়তে অধৈর্য্য লাগে, আবার বেশি ছোট লেখাও কেমন কেমন যেন লাগে, শুরুর আগেই শেষ হয়ে গেল। একটা অতৃপ্তি কাজ করে। এইজন্যই বললাম, যদি আপনি দুই তিনটা অনুকাব্য একসাথে একটা পোষ্টে লিখেন, তাহলে লিখা যেমন বড়ও হলনা, আবার একেবারে ছোটও হলনা। এটা আমার মত বাকিটা আপনার বিবেচনা।
শঙ্কর দেবনাথ বলছেনঃ glyburide metformin 2.5 500mg tabs
ovulate twice on clomidমতামতের জন্য সকৃতজ্ঞ শুভেচ্ছা দুর্বার প্রলয় ভাইকে।