পিতার অস্থির সন্ধানে
313
বার পঠিতকাঠব্রিজ পড়ে আছে সৈকত অর্কেস্ট্রায় কতিপয়
সন্তানের মত উঠে এলো সমুদ্র কাছিম মাতৃগর্ভে
ইট্স হাই টাইম—চলচ্চিত্রের প্রাইম শটগুলি
কি করে সে নিতো কেমন করে ক্যামেরায় চোখ
রেখে বর্ষীয়সী জননীর রাই ক্ষেত থেকে জীবন
তুলে নেবার এক সহজাত ক্ষমতার অধিকারে
এমন আরো অনেক হামাগুড়ি নিঃশব্দ কার্পেটে
ম্লান শার্ট—রায়ের বাজার
আমরা হাতা গুটিয়ে রাখি বরাবর
সবুজ বনের ভিতর গোলাকার লাল
সেখানে অনেক কংকাল পড়ে থাকে
কাছিম উঠে আসে
বাঙলাদেশে
পিতার অস্থির সন্ধানে!
১৪ই ডিসেম্বর ২০১৪
দুর্বার প্রলয় বলছেনঃ
ভাল হয়েছে লিখাটা।
অমিত লাবণ্য বলছেনঃ
ধন্যবাদ
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
এমন আরো অনেক হামাগুড়ি নিঃশব্দ কার্পেটে
ম্লান শার্ট—রায়ের বাজার
আমরা হাতা গুটিয়ে রাখি বরাবর
সবুজ বনের ভিতর গোলাকার লাল
সেখানে অনেক কংকাল পড়ে থাকে
অমিত লাবণ্য প্সেশাল
অমিত লাবণ্য বলছেনঃ
তারিক লিংকন বলছেনঃ clomid over the counter
ছ্যাঁত করে ধুক করে উঠলো…
অমিত লাবণ্য বলছেনঃ
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
সুন্দর