দাম দিয়ে কিনেছি বাংলা – ১
807
বার পঠিতমনে আছে তারাকোভস্কির ১২ বছরের সেই ইভানকে? যাকে পূর্ব দিগন্তে গুপ্তচরবৃত্তি করতে দেয়া হয়েছিলো? খুব মনে পরছে সবার। কি মহাকাব্য তাই না? যুদ্ধের ইতিহাস বলতে গেলেই এমন আবেগস্পর্শী চূড়ান্ত দৃষ্টান্ত আমরা হাজির করি। তিন সোভিয়েত অফিসার তার দেখাশোনা করতো। ঠিক ধরেছেন তারাকোভস্কির বিখ্যাত চলচ্চিত্র ‘ইভানস চাইল্ডহুড’ (১৯৬২) এর কেন্দ্রীয় চরিত্রের ইভানের কথা বলছি। acquistare viagra in internet
আবার এরিক মারিয়া রেমারক এর পশ্চিম দিগন্ত শান্ত কিংবা ‘ওল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট’ এর একদল স্কুল ছাত্রের কথা। হুম মনে পরেছে তাই না? খুব প্রশংসার ফুলঝুরি ঝরবে এখন বোদ্ধা মহলে। এই লিখকের ‘যুদ্ধ শান্তি ভালোবাসা’ উপন্যাসটিও একই রকমও। যুদ্ধের শিশুদের বীরত্বগাঁথা কিংবা তাঁদের অমানবিক জীবনের গল্পে বা চলচ্চিত্রে গোটা দুনিয়া মুগ্ধ।
এমন হাজারো নামের লিস্ট আছে আমাদের একালের বুদ্ধিজীবী কিংবা বোদ্ধাদের কাছে অথচ আমাদের চলচ্চিত্রে আমরা এমন হাজারো সত্য নায়কের খবর আমরা তুলে ধরতে পারি নি। এক ক্র্যাক প্ল্যাটুনেই আছে এমন অসাধারণ শ’খানেক হিরো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে আজ ৭৫ বছর হতে চলল; আজও নতুন নতুন ইতিহাস বিশ্ববাসির কাছে পৌঁছে দিচ্ছে হলিউডসহ দুনিয়ার তাবৎ চলচ্চিত্র মাধ্যম। অথচ আমাদের ইতিহাস আমরা আজও সেইভাবে তুলে ধরতে পারি নি। ৯ মাসের মুক্তিযুদ্ধে হাজারো রোমহর্ষক ইতিহাস আছে যার থেকে তুলে ধরা সম্ভব পাকিস্তানীদের অত্যাচারের ইতিহাস এবং বাঙ্গালীদের ত্যাগের মহিমা। can you tan after accutane
২৯ অগাস্ট ১৯৭১ ক্র্যাক প্ল্যাটুনের ১৫ জন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানী হানাদারেরা ঘেরাও করে এবং ধরে নিয়ে যায়। দুই ধাপে ক্র্যাক প্ল্যাটুনের সদস্য ছিলেন প্রায় শ’খানেক। যার সুনির্দিষ্ট কোন তালিকা আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয় নি। সেদিনের সেই ১৫ ক্র্যাক প্লাটুনের সদস্যের মাঝে ৯ জনই শহীদ হন। তাঁদের একটা তালিকা কিছুটা তৈরি করা সম্ভব হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘আন্সাং হিরো’র তথ্যে।
০১) শহীদ শফি ইমাম রুমি, বীর বিক্রম buy kamagra oral jelly paypal uk
০২) শহীদ আব্দুল হালিম চৌধুরী, বীর বিক্রম
০৩) শহীদ মোঃ আবু বক্কর (কিংবা বাকের), বীর বিক্রম [অনলাইনে প্রকাশিত একমাত্র ছবি সংযুক্ত]
০৪) শহীদ আলতাফ মাহমুদ,
০৫) শহীদ বদিউল আলম, বীর বিক্রম
০৬) শহীদ সেকান্দর হায়াত
০৭) শহীদ মোঃ হাফিজ
০৮) শহীদ আযাদ
০৯)শহীদ প্রকৌঃ নজরুল ইসলাম।
can your doctor prescribe accutane
মোঃ আবু বক্কর (কিংবা বাকের), বীর বিক্রম glyburide metformin 2.5 500mg tabs
উৎসর্গঃ ক্র্যাক প্লাটুন
তথ্য দিয়ে প্রজন্মক ঋণী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনন্য ‘আন্সাং হিরো’
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
doctorate of pharmacy onlineযারা ভোর এনেছিল, সেই অসামান্য বীরদের প্রতি রইল অতল শ্রদ্ধা আর ভালোবাসা…
দুর্বার প্রলয় বলছেনঃ
তথ্যভান্ডার সংগ্রহের ব্যপারটা সত্যিই অসাধারন। বীরদের প্রতি প্রানঢালা সম্মান।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
kamagra pastillasসভ্যতার এ অসামান্য অগ্রযাত্রায় খুব ক্ষুদ্র এক অংশ হতে পেরে ধন্য মনে করছি…
ফাতেমা জোহরা বলছেনঃ
হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাঞ্জলি এই মহান বীরদের প্রতি…
অপার্থিব বলছেনঃ
উদ্যোগটা আসলেই প্রশংসনীয়।ক্রাক প্লাটুনের বীরত্বের ইতিহাস আরো বেশী করে ছড়িয়ে দেয়া উচিত বিশেষ করে নুতুন প্রজন্মের মাঝে। এখোনো অনেকেই তাদের সম্পর্কে খুব বেশী জানে না
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ para que sirve el amoxil pediatrico
হুম, এই ধরনের উদ্যোগগুলো আরও বেশি করে ছড়িয়ে দেওয়া উচিত… ৭১রের মহান বীরদের সম্পর্কে আমরা এখনও খুব বেশি কিছু জানি না
তারিক লিংকন বলছেনঃ
যে যেভাবে পারেন শিগ্রই সকল মুক্তিযোদ্ধার কাছ থেকে তাঁদের গল্প সংগ্রহ করুন। হাতে বেশী সময় নেই, যেদিন শেষ জনও আমাদের চলে যাবে তখন আর কিছুই করার থাকবে না…
সবাই নিজের অবস্থান থেকে কাজে নামুন। ধন্যবাদও…
শিশিরস্নাত দ্রোহি বলছেনঃ acne doxycycline dosage
আশাবাদী এমনসব লেখা দেখে, আবার মুক্তিযুদ্ধ আর যোদ্ধারা দাড়াবে এদেশে এবং অবশ্যই সাথে নতুন প্রজন্ম !
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অবশ্যই ovulate twice on clomid
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
সত্যিই দুঃখ হয় আমাদের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের মত মহান প্লটে প্রযোজকদের অভাব দেখে