গুগল ক্রমকে সাজিয়ে নিন বাংলাদেশের পতাকার আদলে।। :)
584 metformin tablet
বার পঠিতডিসেম্বর মাস এলেই আমরা দেখি আমাদের দেশের মানুষের মধ্যে দেশপ্রেমটা মনে হয় একটু বেড়েই যায়।। কত জনে কত কিছু করে, অনেকে ফেইসবুকের প্রোফাইল পিকচার চেইঞ্জ করে, কাভার পিকচার চেইঞ্জ করে আরো কত কি।।
কিন্তু একটাবার কেউ চিন্তা করেছেন আপনার ব্যাবহার করা গুগল ক্রম ব্রাউজারের থিমটা যদি আমাদের এই বাংলাদেশের পতাকার থিমে পরিবর্তন করা যায়??
আইডিয়াটা আসলে দিয়েছে আমাকে আমার এক বড় আপু, তার আইডিয়া থেকেই বানিয়ে ফেললাম গুগল ক্রমের জন্য এই থিমটা।
হতে পারে আপনার ইউজ করা থিমের মত আহামরি কিছু না, কিন্তু দেশের পতাকার আদলে গড়া একটা থিম তো তাই না?? glyburide metformin 2.5 500mg tabs
থিম লিংকঃhttp://www.themebeta.com/node/87902 posologie prednisolone 20mg zentiva
এইবার বলে দিয় কিভাবে থিমটা আপনার গুগল ক্রমে ইন্সটল করবেন।।
প্রথমেউপরের দেয়া লিংকে ক্লিক করুন, ক্লিক করার পর থিম এপ্লাই করার পেইজ আসবে।। এইবার Apply তে ক্লিক করুন, অটোম্যাটিকালি থিমটা ডাউনলোড হয়ে যাবে, আর থিমটা এপ্লাই হয়ে যাবে।।
এই থিমটা বানিয়ে আমার কোন লাভ হয়নি বা হবে না, বিজয়ের মাসে কিছু মানুষের ব্রাউজারে হলেইও আমি আমার দেশের পতাকাকে তুলে আনতে পেরেছি, এই আমার সার্থকতা।।
এখন আপনি আপনার ব্রাউজারে নিজের দেশের পতাকাকে স্থান দিবেন, কি দিবেন না, এই সিদ্ধান্ত আপনার।।
ব্যাবহার করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।
ভালো থাকবেন সবাই।। all possible side effects of prednisone
ও আর একটা কথা পোস্টটি ভালো লাগলে প্লিয বন্ধুদেরকে শেয়ার করে ব্যাপারটা জানাতে ভুলবেন না, আসেন এই বিজয়ের মাসে গুগল ক্রমকে ফুটিয়ে তুলি আমার দেশের পতাকার আদলে।।
তারিক লিংকন বলছেনঃ
ইতিমধ্যে করা হয়ে গেছে…
ধন্যবাদ শেয়ার করার জন্য!!
একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক বলছেনঃ
achat viagra cialis franceধন্যবাদ করার জন্য।। ব্যাপারটা সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্যই আসলে ব্লগে শেয়ার করা…
#তারিক_লিংকন ।।
দুরন্ত জয় বলছেনঃ
আজই ট্রাই করব !
ধন্যবাদ শেয়ার করার জন্য viagra in india medical stores
একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক বলছেনঃ zithromax azithromycin 250 mg
metformin synthesis wikipediaধন্যবাদ দুরন্ত ভাই।।