ধূসর স্বপ্ন
368
বার পঠিতভেবে দেখেছি অনেকবার
ভাবনার কোন উপসংহার আসেনি puedo quedar embarazada despues de un aborto con cytotec
কি করেই বা আসবে যা নিয়ে ভাবছি
সে ত অনন্ত । ।
এক দিন স্বপ্ন দেখতাম
মিহি সুতোয় বোনা স্বপ্ন
বুননে কারুকাজে সে স্বপ্ন সুন্দর বড় মনোরম ।।
কিন্তু হঠাত সব স্বপ্ন এলোমেলো হয়ে গেল wirkung viagra oder cialis
লোকে বলে দেশে গন্ডগোল চলছে
একদিন খুব জান্তব কিছু পশু এসে
আমার সাধের স্বপ্ন ছিঁড়ে ফেলল ।।
আমি বহুদিন স্বপ্ন দেখিনা private dermatologist london accutane
চোখে ধূসর কুয়াশা
রোদ ওঠেনি মন হাসেনা
আমি মরে বেঁচে আছি ।।
viagra en uk
দুর্বার প্রলয় বলছেনঃ
ভাল হয়েছে, এটা কি সংক্ষিপ্ত করে লিখেছেন নাকি পুরোটাই লিখেছেন এখানে?
নীহারিকা বলছেনঃ
para que sirve el amoxil pediatricoপুরাটাই । তাৎক্ষনিক লেখা ।
দুরন্ত জয় বলছেনঃ
শেষ হইয়াও হইল না শেষ… ভাল লেগেছে
নীহারিকা বলছেনঃ
ভাবনার ই ত উপসংহার নেই
তারিক লিংকন বলছেনঃ
“Dream as if you’ll live forever. Live as if you’ll die today.” – James Dean
নীহারিকা বলছেনঃ
লিংকন ভাই এই দেশে বীরাঙ্গনারা স্বপ্ন দেখতে পারে এখনো? side effects of quitting prednisone cold turkey
তারিক লিংকন বলছেনঃ
এখনও পারে! দেখতে জানলে সব সময় পারে। মানুষের ক্ষমতার কোন সীমা নাই। সীমিত হচ্ছে স্বপ্ন দেখার ইচ্ছার…
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
“রোদ ওঠেনি মন হাসেনা
আমি মরে বেঁচে আছি”
*– অসাধারন শব্দচয়ন, বড় করে দেখাবেন লেখাটি….
নীহারিকা বলছেনঃ
লেখাটা এত টুকুই … কবিতা হ্ল তাৎক্ষনিক অনুভুতির প্রকাশ … যখন তখন ছোট বড় করা যায়না