সবুজ পাতার ক্রন্দন
617 can your doctor prescribe accutane
বার পঠিতদোতালার বারান্দার রেলিং ঘেষে দাড়িয়ে আছে সিফাত। গায়ে হাদিয়ায় পাওয়া আসমানি রঙের পায়জামা পাঞ্জাবী। ইদানিং সিফাত হাদিয়া পাচ্ছে খুব বেশি বেশি। সিফাতের মেধায় মাদ্রাসার বড় হুজুর খুব সন্তুষ্ট। হঠাৎ কয়েকটা কাক একসাথে কা কা করে বারান্দার খুব কাছ দিয়েই উড়ে গেলো। সিফাতের চিন্তায় বাধা পড়লো। বিরক্তিতে ভ্রু কুচকে ফেলেছে সে। viagra in india medical stores
বছর দুই আগে বরিশালের এই মাদ্রাসায় সিফাতকে একেবারে দিয়ে যায় সিফাতের মা। একটাবারের জন্যও চোখের দেখা দেখতে আসে নি তাকে। বড় হুজুরের জরুরী তলবে আজই প্রথম আসলো সিফাতের মা, মণি বেগম। বড় হুজুরের কামরায় এসে সিফাত যখন তার মাকে দেখলো, এক মুহূর্তের জন্য মনে হল সে যেন স্বপ্ন দেখছে। ক্ষণিক বাদেই তার সমস্ত খুশি ম্লান হয়ে গেলো যখন সে বুঝলো তার মায়ের চোখ চকচক করছে তার পড়নের পায়জামা পাঞ্জাবী দেখে, তাকে দেখে না। সঙ্গে সঙ্গে ছেলের ছবি তুলে নিল সিফাতের মা। গ্রামে গিয়ে সবাইকে দেখাবে। ব্যাপারটা চোখ এড়ালো না বড় হুজুরের। মনে মনে ভাবলো এইতো সুযোগ ছেলের মাকে বলে ফেলার।
—- আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। ইজাজত দেন তো বলি।
—- জে, কন হুজুর।
—- আপনার ছেলে তো এখানে সবারই প্রিয় হয়ে গেছে। সিফাতকে তো এখানে সবাই অনেক পছন্দ করে। আমি নিজেও তাকে খুব স্নেহ করি। তার কচি বয়স। এখন যা শেখানো হবে তাই সে পরবর্তীতে করবে। পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যাস আমি তাকে ধরিয়ে দিয়েছি। ছেলের যেহেতু বাবা নাই, ইয়াতিম। তাই ছেলেটাকে আমাদের দিয়ে দেন।
—- পোলাতো আপ্নেগরই। আপ্নেরা যা হিগাইবেন তাই হিগবো।
—- বাচ্চা ছেলে আপনার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করতে পারে। মায়ের মন আপনার তাই বলছি, আপনাকে শক্ত হতে হবে। আপনি চান না ছেলে একজন বড় ধর্মপ্রাণ আলেম হোক?
—- পোলায় বড় কিছু অইব আশায়ই তো মাদ্রাসায় দিছি হুজুর। আর আমি পোলারে নিমুই বা ক্যামনে? এত্তগুলান পোলাপান খাওয়ানোর সাধ্য আমার নাই।
—- ছেলের খাওয়া, পড়ার সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। আমাদের মেধাবী ছেলে প্রয়োজন। আপনার ছেলে মেধাবী। আজ থেকে এর পেছনে আপনার আর টাকা খরচ করার প্রয়োজন নাই। সিফাত তার নিজের যোগ্যতায় থাকবে, পড়বে। বরং আপনিই টাকা পাবেন। শুধু ছেলেকে ইসলামের হাতে ছেড়ে দিবেন। কোন দাবী রাখতে পারবেন না।
—-আমি খুবঐ খুশি। আমি পোলারে এমন সুখ কোনদিনঐ দিতে পারতাম না। আমার সাত পোলাপানের একটারে আমি ইসলামের জন্য দান করলাম।
সিফাতের মা মণি বেগমের খুশি তো আর ধরে না। বড় হুজুরের কাছে ছেলের মেধার প্রশংসা শুনে গর্বে তার বুক ভরে গেছে। ছেলে এখন ভালো খায়, পড়ে, উর্দুতে কথাও বলতে পারে। ছেলের কল্যাণে মোটা অংকের টাকাও পেল মণি বেগম। মনে মনে ভাবে মণি বেগম- ছেলে আমার বড়ই সুলক্ষণ। খুশি মনে বড় হুজুরের প্রস্তাবে রাজি হয় সিফাতের মা।
সিফাতের বেডিং গোছানো শেষ। আগামীকাল এই মাদ্রাসায় তার শেষ দিন। জানাজার নামাজ পড়ার নিয়ম শিখাবে হুজুর। পরশু দিন চলে যাবে অন্য মাদ্রাসায়। আবার নতুন জীবন।
চৌকিতে শুয়ে চোখ বন্ধ করলো সিফাত। যেন এগারো বছরের ছোট্ট জীবনটা চোখের সামনে ভেসে উঠলো সিফাতের। দুই বছর আগে ছেড়ে আসা রূপগঞ্জের সেই ছোট্ট গ্রামটা। ডানপিটে সিফাত সারাদিনময় ঘুরে বেড়াতো। পাঁচটা বোনকে বড় জ্বালাতো সে। ভাইটা সবসময় তার পক্ষ নিত। ভালোই কেটে যাচ্ছিলো দিনগুলো। সাধারণ এই জীবনে ব্যাঘাত আসে যখন সিফাতের বাপটা আরেকটা বিয়ে করে চলে যায়। চোখের সামনে যেন স্পষ্ট দেখতে পায় ছয় ভাইবোনের কাছ থেকে বিদায় নিয়ে আসা সেই মুহূর্তটা।
মার উপর বড় অভিমান হয় তার। ঠোট ফুলে ফুলে উঠে। ছোট্ট সিফাত আর কোথাও যেতে চায় না। মায়ের কোলে ঘুমাতে চায়। স্বপ্ন দেখতে চায়। আগের মত করে দোয়েল ফড়িঙের সাথে পাল্লা দিয়ে বেচে থাকতে চায়। লাশকে সামনে রেখে বিড়বিড় করে মন্ত্র পড়ে পুণ্যি কামানোতে সে ভয় পায়।
বড় ভয় পায়।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
আমার সাত পোলাপানের একটারে আমি ইসলামের জন্য দান করলাম। এই একটি অনুভূতিতে কত মা যে কত সন্তানকে দান করে দিলো তাঁর হিসেব নেই। পন্যের মত সন্তান দান করা একমাত্র ধর্মগুলোতেই দেখা যায়।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
metformin tabletবড় অদ্ভুত, বড় বিচিত্র এ দানের প্রথা
ইউরিডাইস রিবর্ন বলছেনঃ
half a viagra didnt workধন্যবাদ পড়বার জন্য ভাইয়া। ধর্ম তো মানুষকে পণ্যই করেছে তবে আমাদেরকে পণ্য হিসেবে একটু বেশী মূল্যায়ন করেছে বটে
দুর্বার প্রলয় বলছেনঃ
ভাল লিখেছেন।
ইউরিডাইস রিবর্ন বলছেনঃ
ধন্যবাদ
জন কার্টার বলছেনঃ
ভালো লিখেছেন……
ইউরিডাইস রিবর্ন বলছেনঃ
একজন আইজুদ্দিন বলছেনঃ amiloride hydrochlorothiazide effets secondaires
সন্তানের ইচ্ছা অনিচ্ছার প্রতি খেয়াল না রেখে অনেক বাবা মা’ই তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলেন।
আবার, বাবা মা’র পারলৌকিক মুক্তির বলি হয়ে অনেক শিশুই মাদ্রাসার শিকলে আটকা পড়ে নিঃশেষ হয়ে যায়।
যখন এই সন্তানগুলো বড় হয়ে তাদের উপর কি রকম অন্যায় করা হয়েছে বুঝতে পারে তখন সেই পিতা মাতার উপর ক্রোধে অন্ধ হয়ে যেতে পারে।
সন্তানকে তার ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করা উচিত, পথ দেখানো উচিত কিন্তু ঠেলে দেওয়া উচিত নয়।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
আগে আরো ভয়াবহ অবস্থা ছিল আইজুদ্দিন ভাই। লোহার শিকল দিয়ে ডান্ডা বেরী পায়ে দিয়ে রাখা হত ছেলেদের। বড় হুজুরদের জামাকাপড় ধোয়া থেকে শুরু করে চাকরের মত খাটানো হত একেকটি ছেলেকে। আর কোরান মুখস্তের নামে তিন জোড়া বেত দিয়ে শারিরিক নির্যাতনের চিত্র যদি ইউরিডাইস দেখতো তবে এই গল্পটি হয়তো আজ অন্যরকম করে লেখা হত।পুরো এলাকায় ছোট ছোট ছেলেদের দিয়ে প্রতি বৃহস্পতিবার বাড়ী বাড়ী ভিক্ষা করানো হয়েছে আল্লা খোদার নামে। এই সবই আমার চোখে দেখা আমার এলাকার মাদ্রাসায়। কারণ এই মাদ্রাসা আর মসজিদের জায়গাটি আমার পিতার দেয়া আর সেই সূত্রে সেখানে আমার অবাধে যাতায়াত ছিল। এই মাদ্রাসায় দিয়েই আমাদের আট ভাইয়ের মধ্যে আমার দুই ভাইয়ের বর্তমান ও ভবিষ্যৎ নষ্ট করে দেয়া হয়েছিল। যার পরিনাম ভোগ করছে তাদের সন্তানেরা। missed several doses of synthroid
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ achat viagra cialis france
শঙ্খনীল কারাগার বলছেনঃ
ফাতেমা জোহরা বলছেনঃ
খুবই ভালো লাগলো আপু
ইউরিডাইস রিবর্ন বলছেনঃ viagra vs viagra plus
ধন্যবাদ ফতে
অপার্থিব বলছেনঃ
ভাল লাগলো
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ইউরি ইজ রকিং অ্যাজ অলওয়েজ
চমৎকার এক পোস্টের মাধ্যমে হাইবারনেশ্ন ভেঙ্গে ফিরে আসার জন্য ইউরিডাইস রিবর্নকে অভিনন্দন। ওয়েলকাম ব্যাক ডিয়ার
রাজু রণরাজ বলছেনঃ
side effects of drinking alcohol on accutaneআমি তিনবার পড়ে ফেললাম। এক কথায় অনবদ্য নির্মান। শুভেচ্ছা দিদিডাইস ♣♣♣♣♣♣♣
ইলেকট্রন রিটার্নস বলছেনঃ
doctus viagraইচ্ছার বিরুদ্ধে পড়ে এধরনের অনেক ছেলের ক্যারিয়ারটাই নষ্ট হয়। অনেক সময় মা, অনেক সময় অন্যান্যরা এভাবে সন্তানের উপর দায় চাপিয়ে দিতে চায়। অমানবিক প্রথা নিঃসন্দেহে।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
চরমতম অমানবিকতা…
তারিক লিংকন বলছেনঃ thuoc viagra cho nam
চমৎকার গল্প! ভাল লাগলো..
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
পরকালীন পুণ্যলাভের আশায় যে কত সিফাতের ইহকালীন সাদামাটা জীবনটা ক্ষয়ে গেছে, তার কি কোনো ইয়ত্তা আছে? cialis new c 100