হয়তো কোন একদিন আবার সে উঠবে তবু জেগে
225
বার পঠিতসারাদিন সারারাত যার মৃত্যুযাপনের চিহ্ন আঁকা
বিচ্ছুরিত বিদ্যুতের মত তার চারকোণা ঘিরে শূন্যতা।
পৃথিবী আর সৌরকক্ষে ডানা মেলার স্পৃহা শেষ হলে
অভ্যাসের ছেঁদো গর্তে- বশ্যতায়- নিহত বিপ্লবে
শরীরের প্রাচীন ঘুণ ঢেকে আর ব্যর্থতা লুকিয়ে বুকে,
সে দিন কাটাতো অসাধ আর অসাধ্যের অসুখে!
নিজেই নিজের চোখে ডেকে আনতো সমুদ্রের লোনা
হাত রাখার ঘর ছিল না তার … ছিল না কোনও উত্তরাধিকার।
সে পারিনি জাগাতে, তার পাথরের মত পাষাণ হাতে;
ঘৃণা থেকে ছিটকে পড়ে থাকা বেওয়ারিশ ভালোবাসাকে।
মনে হয় তার যেন কোনোদিন ছিল না হৃদয়
কিংবা ছিল কিন্তু হয়তোবা তার জন্য তা নয়।
একদিন সে যাবে বহুদুরে, যে ভাবে বাতাস যায়
দীর্ঘনিশ্বাসকে একমাত্র সঙ্গী করে নীল অবেলায়।
তবু অবাক হয়ে ভেবেছে, বুকে বেঁধে রেখেছে আশা
হয়তো কখনও তাকে ঠিক বুঝি খুঁজে যাবে পাওয়া
যদি হাত দুটি ধরো গিয়ে তার হয়তো-
হয়তো কোন একদিন আবার সে উঠবে তবু জেগে। zithromax azithromycin 250 mg
ফাতেমা জোহরা বলছেনঃ
চমৎকার হইছে !!
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ acne doxycycline dosage
দারুণ! doctorate of pharmacy online
তারিক লিংকন বলছেনঃ
অসাধারণ কবিতা! চমৎকার লিখেছেন…
একটা অনুরোধ, যদি কিছু মনে না করেন দ্বিতীয় লাইনের ‘চারকোনা শূন্যতা’ লিখুনও! ঘিরে শব্দটা বাদ দিন আরও চমৎকার হয়।
“সারাদিন সারারাত যার মৃত্যুযাপনের চিহ্ন আঁকা
বিচ্ছুরিত বিদ্যুতের মত তার চারকোণা শূন্যতা।”