এবারের মত বিশ্বাস করে নাও
666
বার পঠিতএবারের মত না হয় বিশ্বাস করে নাও,
তোমার জন্য, প্রবল বর্ষার মাঝেও
আকাশ চিরে এনে দেব এক হাজার লাল গোলাপ।
এবারের মত না হয় বিশ্বাস করে নাও,
মৌচাক থেকে মালিবাগ রেলগেট অবধি ব্যস্ত সড়ক
নিমেষেই ফাঁকা হবে। তোমার জন্য লাল গালিচা বিছিয়ে
নীলাকাশ এক্সপ্রেস মাঝ রাস্তায় থেমে থাকবে।
এবারের মত না হয় বিশ্বাস করে নাও,
এখন থেকে বছরের একটি দিনও থাকবে না বৃষ্টিহীন।
আশ্বিন থেকে ভাদ্র প্রতিদিন হবে ইলশেগুঁড়ি।
এবারের মত না হয় বিশ্বাস করে নাও,
প্রতিবার মান ভাঙ্গানোর দায়িত্ব এবার থেকে আমিই নেব।
অহর্নিশ জেগে থাকব তোমার অশ্রু ঝরা রোধে।
তোমায় কষ্ট দেয়ার কথা ভুলেও ভাবব না।
এবারের মত না হয় সবকিছু বিশ্বাস করে,
শূন্য হতে নেমে এসো। সিলিং এ ঝোলা রূপবতী লাশ ;
না হয় আবার ভালবাসায় পূর্ণ হোক। বিশ্বাস কর, যদি
মৌচাক থেকে মালিবাগে গোলাপ ছড়ানো লাল গালিচায় হেঁটে এসে
নীলাকাশ এক্সপ্রেসে ওঠো,
মৃত্যুকে ভুলে নীলাকাশের মতই ভালবাসব।
শঙ্খনীল কারাগার বলছেনঃ
এবারের মত না হয় বিশ্বাস করে নাও,
এখন থেকে বছরের একটি দিনও থাকবে না বৃষ্টিহীন।
আশ্বিন থেকে ভাদ্র প্রতিদিন হবে ইলশেগুঁড়ি।
আপনারাতো ডুববেন ভালকথা,সাথে সাথে আমরাওতো ভেসে যাবো।
অসাধারণ একটা কবিতা,ওসাম।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
পুরো ঢাকাটা একটা হাওড় হয়ে গেছে। চিন্তা করে দেখুন তো, হাউ রোমান্টিক! :”> zoloft birth defects 2013
দুরন্ত জয় বলছেনঃ
রোমান্টিক না ছাই!!! আমি সাঁতার জানিনা মশাই, ভয় পাই জলাশয়ে নামতে ভয় পাই!!!
বৃষ্টি থামান তাড়াতাড়ি।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
puedo quedar embarazada despues de un aborto con cytotecব্যাপার না। নীলাকাশ এক্সপ্রেস জলের ওপর দিয়েই চলতে পারে। <):)
দুরন্ত জয় বলছেনঃ
এত বৃষ্টি হইলে কেমনে কি!!
দুরন্ত জয় বলছেনঃ
কবিতা ভাল লেগেছে। অনেক ভাল লেগেছে।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
levitra 20mg nebenwirkungen%%- nolvadex and clomid prices
মাশিয়াত খান বলছেনঃ
বাহ! সুন্দর লিখেছেন
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অসংখ্য ধন্যবাদ।
তারিক লিংকন বলছেনঃ
আহ: কি চমৎকার… দারুন অনুভুতি!! ভাল লাগলো
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ধন্যবাদ মন্তব্যের জন্য।