উপন্যাস: লড়াই। পর্ব : ১
426
বার পঠিতমেয়েটি একা হেঁটে চলেছে রাস্তায়। রাস্তাটি আর দশটা সাধারণ রাস্তার মতই। লোকজনের আলাপ – আলোচনা, হই হল্লা, জিনিসপত্র বেচা কেনা সবই চলছে। আর তা হবে নাই বা কেন? মেয়েটাও তো খুবই সাধারণ। আর মানুষগুলোর মত তার জীবনেও হাসি – কান্নার খেলা চলে। কখনো মনে হয়, আর সহ্য করতে পারবে না। কিন্তু তারপরে কোনো না কোনো উপায়ে সবকিছু আবার ঠিক হয়ে যায়। পরাজয়ের একদম কিনারায় পৌঁছে জয়ের মুখ দেখতে সে অভ্যস্ত।
পশ্চিম ধানমন্ডির এই ব্যস্ত রাস্তাটা এখন আপাতত থাক। আমরা চলে যাই এক বছর আগের ঘটনায়। মেয়েটা তখন ঢাকা শহর এর নামী একটা কলেজে পড়ে। তখন ওরা এখানে থাকত না। কলেজের পাশেই ছোট্ট একটা বাসা ছিল ওদের। নতুন কলেজ আর নতুন পড়াশুনা, নতুন বন্ধুবান্ধব। সবসময় বন্ধুবৎসল মেয়েটার মনে নতুন রং লাগিয়ে দিয়েছিল সেই কলেজ লাইফ। সেই রং যত টা না নতুন পরিবেশের তার চেয়ে অনেক বেশি এক ষোড়শী বালিকার নতুন চোখে পৃথিবী দেখার।
- সোমা, ঘুম থেকে ওঠো। আজ না তোমার নবীনবরণ…
রান্নাঘর থেকে মায়ের ডাক ভেসে আসে।। ঘুম ঘুম চোখে ফ্রেশ হয়ে সোমা নাস্তা খেতে আসে। এতদিন ধরে অপেক্ষা করে আছে ও দিনটির জন্য।তাড়াতাড়ি ড্রেসটা পরে নেয়। তারপর চুল বাঁধার জন্য মায়ের কাছে চলে আসে। মা যত্ন করে ওর চুল বেঁধে দেন। কম কষ্ট হয়নি এই কলেজে চান্স পেতে মেয়ের। একদিন যদি একটু সাজগোজ করতেও চায় তো মেয়েটাকে দোষ দেয়া যায়না। হাজার হলেও সে তো মেয়ে, পাথর তো আর নয়।
তৈরী হয়ে কলেজে পৌঁছাতে পৌঁছাতে সেই দিন অনেক দেরি হয়ে যায়। নবীনবরণ এর দিন। তাই খুব বেশি সমস্যা হয়না। অচিরেই বিজ্ঞান বিভাগের ছয়শত ছাত্রীর সাথে মিশে যায় সোমা। ঝুমা, কোকী, শায়লা, মালিনী, মৌ- আশেপাশের মেয়েদের সাথে ওর ভাল বন্ধুত্ব হয়ে যায়। জন্মদিনে চকলেট খাওয়ান টিফিন আওয়ারে একসাথে ঘুরে বেড়ানো, সব কিছু চলতে থাকে। হাসি – আনন্দের মাঝেই কাটতে থাকে সোমার নতুন কলেজ লাইফ।
একদিন সকালে কলেজে ঢুকার সাথে সাথে ই সোমা দেখে আকিবা অডিটোরিয়ামটার সামনে দাঁড়িয়ে কাঁদছে। বরাবরই স্রোতের বিপরীতে দাঁড় বাওয়া সোমার প্রথম থেকেই আকিবার ব্যাপারে কৌতুহল ছিল। কারন ওদের ক্লাস এর কেউ আকিবার সাথে পারতপক্ষে মিশতে চাইত না। সোমা ছিল সবসময়ই ভিন্নতার পূজারী। তাই ও আকিবার কাছে যায়। সেদিন ছুটির পর অনেক সময় ধরে গল্প করে ওরা। সোমার মনে হয়, কত বছরের গল্প যেন আকিবার সাথে করার জন্যই সঞ্চিত হয়ে ছিল।
- সোমা শোন।
- হ্যা, বল। side effects of quitting prednisone cold turkey
- আমার বয়ফ্রেন্ড না আমার সাথে রেগে আছে। আম্মু জেনে গেসে তাই ওর মেসেজ এর রিপ্লাই দিতে পারতেসি না। ও আমাকে ভুল বুঝবে। তুই একটু আমার আইডিতে ঢুকে রিপ্লাই করে দিবি?
- হ্যা, অবশ্যই।
সেই থেকে শুরু। আকিবার প্রতি পদক্ষেপে সোমা ওর সাথে থাকে। সেই বয়ফ্রেন্ড এক দিন আকিবাকে ছেড়ে চলে যায়। কিন্তু সোমা? ও আকিবাকে একা ফেলে যাওয়ার কথা কল্পনাও করতে পারেনা। আকিবা কখনই সোমার বন্ধুত্বটুক উপভোগ করতে পারেনা। কারন ওর নজর থাকে নিত্য নতুন বয়ফ্রেন্ড বানানোর দিকে। সোমার মনের পবিত্র ভালোবাসাটুকু দেখার চোখ কোথায় ওর? একের পর এক কাজে আকিবা সোমা কে ব্যাবহার করতে থাকে। সোমাও প্রিয় বান্ধবীর আবদার মেটাতে ব্যবহৃত হতে থাকে। all possible side effects of prednisone
ক্লাসের মেয়েরা বারবার সোমাকে সাবধান করে। সোমার মা বারবার নিষেধ করে আকিবার খপ্পরে পরতে। কিন্তু কে শোনে কার কথা? বন্ধুত্ব এর আহবানে সোমা তখন পাগলপ্রায়। কলেজ ছুটির পর ও বসে বসে আকিবার সাথে গল্প করে। এদিকে কোচিং এর টাইম শেষ হয়ে যায় – ওদের কারো এ দিকে খেয়াল ও থাকে না। এভাবে দিন চলতে থাকে। পরিবারের সাথে সোমার সম্পর্ক যত খারাপ হতে থাকে, আকিবার সাথে ততই ভাল হতে থাকে। ডুবন্ত মানুষের সামনে খড়কুটোর মত আকিবাকে সোমা আঁকড়ে ধরে থাকে।
একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ক্লাব আয়োজিত একটা কুইজ প্রোগ্রামে সোমা তৃতীয় পুরষ্কার পায়। পুরষ্কার পাওয়ার পর আকিবা কাঁদতে থাকে। সোমাকে বলে, এটা আনন্দাশ্রু।সোমাও সরল মনে বিশ্বাস করে। কিন্তু সোমার মা ব্যাপারটা বুঝতে পারে। সোমা পুরষ্কার পেল, আকিবা পেল না এটা আকিবা মেনে নিতে পারছে না। সেদিন রাতে ফোনে আকিবা সোমাকে বলে থ্রি ইডিয়টস মুভিটা দেখতে। “ওখানে তোর জন্য একটা মেসেজ আছে ” – আকিবার কন্ঠ ভেসে আসে।
অন্য কেউ এই মুভি দেখলে কি মেসেজ খুঁজে পেত জানিনা। তবে সোমার কানে বাজতে থাকে – “বন্ধু ফেল করার চাইতে বেশি কষ্ট হয় বন্ধু প্রথম হলে…।”
কোলাহল
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas
Ask2ans @ যুদ্ধ সাংবাদিকতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ABU RAYHAN @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
ABU RAYHAN @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা