তুরাগ
343
বার পঠিত‘কিরে ছেলেটা কি আজকেও আসবে নাকি?’- জানতে চাইলো রিপা। ‘গত তিন বছরে তো একবারো মিস দেয়নি, ঝড় থাকুক, রোদ থাকুক, কি মহা দুর্যোগ, তুরাগ পৌছে গেছে সবখানে’। লিলি একটু হাসলো। synthroid drug interactions calcium
রিপাঃ নিয়ে নিলেই পারিস।
লিলিঃ এর প্রতি সেই অনুভুতিটাই কাজ করেনা। কি করি বল?
অফিস থেকে বেরিয়ে রাস্তার পাশে এসে দাড়ালো লিলি। রিপা ব্যাস্ত রিকশা খোজায়। ছেলেটা এসে লিলির পাশে দাড়ালো। আরেকবার ভাল করে লিলি দেখে নিলো ছেলেটাকে।
লিলিঃ তুমি আবার এসেছো?
ছেলেঃ হুম, ভালবাসার কথা শুনাতে চলে এলাম।
লিলিঃ তুরাগ, তোমাকে আমি বলেছি অনেকবার, তোমার ভালবাসার কথা শোনার কোন আগ্রহ নেই আমার।
তুরাগঃ তাহলে আমাদের ভালবাসার কথা কাকে শোনাবো? thuoc viagra cho nam
লিলিঃ আমাদের মানে?
তুরাগঃ তোমার আমার ভালবাসার কথা। para que sirve el amoxil pediatrico
লিলিঃ (রেগে গিয়ে) তোমার ক্লান্ত লাগেনা?
তুরাগঃ লাগেতো, আধা ঘন্টা হেটে এখানে আসতে হয়।
লিলিঃ আমি সে কথা বলিনি। (বিরক্তি নিয়ে) গত তিন বছর ধরে একি কথা রোজ বলে যাচ্ছো?
তুরাগঃ সত্য ভালবাসায় ক্লান্তি কিসের? can your doctor prescribe accutane
লিলিঃ দেখো তুমি আমাকে বিরক্ত করছো, অসুস্থ মানসিকতার ছেলেদের মত।
তুরাগঃ (অবাক হয়ে) ভালবাসার কথা বললে তুমি বিরক্ত হও নাকি?
লিলিঃ দুদিনেই এ ভালবাসা গায়েব হয়ে যাবে।
তুরাগঃ মৃত্যুর আগ পর্যন্ত ভালবাসবো। (হাসলো তুরাগ) প্রমান দেখবে? তোমাকে ভালবাসতে বাসতে ঐ গারিটার নিচে পরে যাই?
লিলিঃ (রেগে বললো লিলি) তাতে তুমি মরবেতো না, আহতই হবে। আবার আসবে বিরক্ত করতে, যাও বিদেয় হও। metformin synthesis wikipedia
তুরাগঃ না যাবোনা। প্রমান দেই আগে ভালবাসার। private dermatologist london accutane
লিলিঃ (চেচিয়ে বললো) অনেক হয়েছে, আপনি এখান থেকে বিদেয় হন নতুবা আমি চিৎকার করে লোক ডাকবো।
তুরাগ একবার লিলির দিকে তাকালো, তারপর উল্টো পথে হাটা শুরু করলো।
গত কয়েক মাস ধরে তুরাগ কে আর দেখা যায়নি অফিসের গেইটের সামনে। এমন না যে এই প্রথম লিলি ওর সাথে খারাপ ব্যাবহার করলো। তুরাগের এই অনুপস্থিতি লিলিকে ভাবার সুযোগ করে দিলো। আগে কখনই এমন বোধ করেনি লিলি, ওকে প্রচন্ড রকম মিস করতে শুরু করেছে।
অফিস থেকে বের হয়ে লিলি স্বিদ্ধান্ত নিলো তুরাগের কাজিন রবিনের সাথে দেখা করার। জানা দরকার ছেলেটার কি হল?
লিলিঃ এই রিপা একটু দেরি করে বাসায় গেলে হবে?
রিপাঃ কেন?
লিলিঃ রবিনের সাথে দেখা করবো।
রিপাঃ রবিনটা কে? zoloft birth defects 2013
লিলিঃ ওর কাজিন।
রিপাঃ কার?
লিলিঃ তুরাগের। can you tan after accutane
রিপাঃ তুরাগের? তোর কি হয়েছেরে?
লিলিঃ জানিনা, ওকে খুব মিস করছি, ওর সেই দাঁড়িয়ে থাকা, কথা বলা, অকারনে হাসা, সব কিছু।
রিপাঃ প্রেমে পড়ে গেলি নাকি? about cialis tablets
লিলিঃ জানিনা।
কিছু সময় পরেই রবিন এসে দাড়ালো অফিসের সামনের চা দোকানটায়। হেসে বললো, ‘কি খবর লিলি?’
লিলিঃ এইতো চলছে। (রিপার দিকে তাকিয়ে) ভাইয়া ও আমার বন্ধু রিপা, আর রিপা উনিই তুরাগের কাজিন রবিন ভাই। তুরাগের সাথে উনিই আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। (রবিন রিপা পরিচিত হল) tome cytotec y solo sangro cuando orino
রবিন আরেকবার হাসলো, চায়ের কাপে চুমুক দিলো। বেশ কিছুক্ষন আড্ডা হল। রবিন বিদায় নিতে চাইলে, লিলি বলে উঠলো, ‘ভাইয়া তুরাগেরর কি হয়েছে? আগে রাস্তায় প্রায়ই দেখা হত? এখন আর দেখি না, এখান থেকে চলে গেছে নাকি?’
রবিন অবাক হয়ে একবার তাকালো লিলির দিকে, ‘তুই জানিসনা, ও তো বিয়ে করে দেশের বাইরে চলে গেছে’। আরো কিছু কথা বলে রবিন চলে গেলো। metformin gliclazide sitagliptin
লিলি মাথা নিচু করে বসে রইলো চুপ করে। চারপাশটা অন্ধকার হয়ে গেছে, নীরব ও।
#অনুগল্প_তুরাগ
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
শেষটায় এসে থমকে গেলাম…
নিয়মিত আপনার লেখা দেখতে চাই… :-w এক দফা এক দাবী… nolvadex and clomid prices
ফাতেমা জোহরা বলছেনঃ
ভালো লিখেছ… চালিয়ে যাও
হ্যাপি ব্লগিং… ~O)
তারিক লিংকন বলছেনঃ
অভিজ্ঞতা থেকে লিখা নাকি? ভাল লাগলো…
দুর্বার প্রলয় বলছেনঃ
হাহাহা, ধন্যবাদ ডন ভাই। capital coast resort and spa hotel cipro
দুর্বার প্রলয় বলছেনঃ
ধন্যবাদ জোহরা। doctorate of pharmacy online
দুর্বার প্রলয় বলছেনঃ
তারিকদা, অনেকটাই তাই! ঘটনাটার নীরব দর্শক এবং শ্রোতা ছিলাম আমি। ধন্যবাদ দাদা।