বাধা কিংবা ভালবাসা
467
বার পঠিতনির্জনতার কাঠখড় পুড়িয়ে,
বললি ভালবাস পারিস যদি বাধা এড়িয়ে!
ভালবাসায় ভালবেসে অন্ত:স্থ শূন্যতা,
কিংবা তৃষ্ণার্ত কাপুরুষের কান্না!
না এসব বাধা এড়ানোর ইচ্ছা!
ভালবাসতে সত্যিকারের সাহস লাগে,
বাধা এড়ানোর চিন্তা মস্তিষ্ক স্থাপন অন্যায়!
ভালবাসা অভ্যন্তরের গভীরতা নির্ণয়ক,
অসামান্য মমতায় চেয়ে থাকা এক পলক!
ভালবাসা মানে ঘুমের দেশে নিশ্চিন্তের প্রেরণা,
মৌলিক প্রতিবন্ধকতা যেখানে সহপাঠি!
ঝড় হয়ে দূরপ্রবাসের ভয় দেখায় সে,
আবার ঘুম ভাঙ্গার ভয় পাওয়ায় সে!
ভালবাসায় ঘুম ভাঙ্গেনা,
ঘুমন্ত চাতক-চাতকীরা কোলাহলে মগ্ন হয়!
অবুঝমনে তারকাটায় গাঁথা,
খেপাটে হৃদয়সৈনিকেরা তাও পেরোয়!
নক্ষত্রের পাশে জোনাকীরা অনুজ্জ্বল,
তারপরও জোনাকী জোনাকীই!
আপন বৈশিষ্ট্যে আলোকিত।
হৃদয় সৈনিকেরা সেই আলোয় ছবি আঁকে!
বাধা তাদের পরবর্তী পথ নির্দেশক!
ভালবাসলে ভয় পাওয়া অন্যায়।
কষ্টগুলোর লম্বা শেকড়,
রক্তার্ত ভাবনার বিনিদ্র প্রহর!
সূর্যাস্তের ভাঁজে নির্লিপ্ত অন্যায়,
তবু ভালবাসি তোকে!
তোর দেয়া শর্ত উপেক্ষা করে,
নাগরিক কাঁচের ভাঙ্গা ভয়ার্ত আওয়াজে!
বাধা উপেক্ষা নয়,
বাধা ডিঙ্গিয়ে ভালবাসব।
ভালবেসে ভয় পাওয়া অন্যায়!
তারিক লিংকন বলছেনঃ
“কষ্টগুলোর লম্বা শেকড়,
রক্তার্ত ভাবনার বিনিদ্র প্রহর!
সূর্যাস্তের ভাঁজে নির্লিপ্ত অন্যায়…”
লাইনক’টি খুব ভাল লাগলো!! দারুন লাগলো…
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ দাদা।
তারিক লিংকন বলছেনঃ
দুর্বার প্রলয় বলছেনঃ clomid and metformin success stories 2011
অনেক ভাল হয়েছে লিখাটা।
মুদ্রা আতিক বলছেনঃ
viagra masticable dosisথ্যাংক্স
ফাতেমা জোহরা বলছেনঃ
আপনার কবিতাগুলো সবসময়ই চমৎকার হয়
মুদ্রা আতিক বলছেনঃ