চিরকুট- অনলাইন ম্যাগাজিন জগতে নতুন দিনের বার্তা…
607
বার পঠিতঅতি সাম্প্রতিক সময়ে সাহিত্যচর্চার একটি বড় মাধ্যম হয়ে উঠেছে অনলাইন। সোশ্যাল মিডিয়া কিংবা ব্লগস্ফিয়ার, সে যাই হোক না, বাঙালি তাকে সাজিয়ে নিয়েছে নতুন আঙ্গিকে, নিজের মত করে। বয়সের বিচারে বাংলা অনলাইন জগতকে শিশুই বলা চলে। কিন্তু এরই মাঝে এতে ছড়িয়ে পড়া সাহিত্যের পরিমাণ এত বিশাল ও ব্যপকতর যে, তা বাঙালির চিরায়ত সাহিত্যমনা মননের বিজ্ঞাপন হিসেবে কাজ করতে পারে। কিন্তু, গোলটা বাঁধে এখানেই। এই বিশাল ও ব্যপকতর সাহিত্য ভাণ্ডারটা অনলাইনের বিশালতর গণ্ডিতে ছড়িয়ে আছে। হয়তো প্রায়শই বিভিন্ন সংকলন কিংবা একক বই আসছে। কিন্তু, তা নিতান্তই ব্যক্তিকেন্দ্রিক। কিংবা বড়জোর গোষ্ঠিকেন্দ্রিক। সামগ্রিক স্বাদের এবং সকল মননের উপযোগী লেখার সংকলন বা সংরক্ষণ হয়েছে খুব কমই। যার ফলে পাঠককে এই বিশাল সাহিত্যসাগর থেকে মুক্তোটি তুলে নিতে প্রায়শই বিড়ম্বনার শিকার হতে হয়। পাঠককে এই বিড়ম্বনার হাত থেকে মুক্তি দিতেই যাত্রা শুরু করে সেঁজ্যুতি - একটি অনলাইন প্রকাশনা নামক একটি ফেসবুক পেইজ। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এটি বিভিন্ন মানসম্পন্ন অনলাইন সাহিত্য সংকলনের ই-বুক প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় সেঁজ্যুতি - একটি অনলাইন প্রকাশনার সর্বশেষ প্রকাশনা অনলাইন ম্যাগাজিন চিরকুট এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে।
চিরকুটের দ্বিতীয় সংখ্যা সাজানো হয়েছে উপন্যাস, গল্প, কবিতা, ভ্রমণ, রিভিউ, ইতিহাস, প্রযুক্তিসহ একগাদা ফিচার নিয়ে। প্রতিটি বয়স, প্রতিটি মানসিকতা, প্রতিটি মননের কথা মাথায় রেখেই সবার উপযোগী লেখা দিয়েই ম্যাগাজিনটি সাজানো হয়েছে। এখানে যেমন স্থান পেয়েছে কাসাফাদ্দৌজা নোমান, আবুল ফাতাহ মুন্না, সামিউল আজিজ সিয়াম কিংবা আখতারুজ্জামান আজাদের মত অনলাইন জগতের প্রতিষ্ঠিত লেখকদের লেখা, তার পাশাপাশি স্থান পেয়েছে অজস্র প্রতিশ্রুতিশীল লেখকের দারুণ সব লেখা।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, চিরকুটের এই সংখ্যায় স্থান পেয়েছে সভ্যতার বেশ কিছু ব্লগারের নির্বাচিত লেখা। সভ্যতা ব্লগের নিয়মিত লেখক ডন মাইকেল কর্লিওনি, ক্লান্ত কালবৈশাখি, দুরন্ত জয়, সুদীপ্ত অধিকারী সৌর জিতের দারুণ সব লেখা।
ম্যাগাজিনটির প্রচ্ছদ করেছেন প্রান্ত ঘোষ দস্তিদার। সম্পাদনা করেছেন ফরহাদ আহমেদ নিলয়।
তো আর দেরি কেন? এখুনি নামিয়ে নিন, আর পড়ে ফেলুন অসাধারণ সব লেখার সংগ্রহ।
ম্যাগাজিনটি সেঁজ্যুতি প্রকাশনার ফেসবুক পেইজ থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা সভ্যতা ব্লগের প্রাচীরপত্রে ক্লিক করলেও আপনি চিরকুট ম্যাগাজিনের পাতায় রিডাইরেক্ট হবেন।
যা যা থাকছে চিরকুটের এবারের সংখ্যায়:
উপন্যাস: | |
এক বৈচিত্র দিবসে - efek samping minum obat viagra | আবুল ফাতেহ মুন্না |
বন্দিনী - | তানিয়া সুলতানা |
বড় গল্প | |
মুখোশের আড়ালে মুখোশ - | আর্বনীল |
ঘৃণা - | আশরাফ মামুন |
ছোট গল্প | funny viagra stories |
অন্যরকম, অসংজ্ঞায়িত, কিংবা… - | সামিউল আজিজ সিয়াম |
অভিনয় - | দুরন্ত তাহমিদ |
গাধা - | শাহরিয়ার বিশাল |
ঘুম - | শরীফুল হাসান |
সায়েন্স ফিকশন | |
প্রজেক্ট এস-ডব্লিউ-ও-ভি-ও - rx drugs online pharmacy | আরিয়ান শুভ |
একটি শাস্তি - malaria doxycycline 100mg | প্রান্ত ঘোষ দস্তিদার |
রোমান্টিক গল্প | sildenafil basics 100 mg filmtabletten |
অভিমানের দেয়াল - | অসীম পিয়াস |
এরেঞ্জ ম্যারেজ - | কিশোর পাশা |
ফ্যান্টাসি গল্প can you die if you take too much metformin | |
হারক - | ইরেজার হাসান |
কবিতা mycoplasma pneumoniae et zithromax | |
বাঙালি—একটি ফিনিক্স পাখি - | আখতারুজ্জামান আজাদ ventolin spray precio mexico |
খুকি, নেবে একটা প্রজাপতি? - | জাহান সুলতানা |
নক্ষত্রের নিশিপ্রদীপ নিভেছে - pregnant 4th cycle clomid | সন্ধি মুহিদ |
প্যারোডি viagra sildenafil generic | |
কেউ কথা রাখে নি! - | কাসাফাদৌজ্জা নোমান |
ভালবাসি ভালবাসি ভালবাসি! - | আশরাফ মামুন cialis 10mg or 20mg |
প্রযুক্তি | |
নিজেই বানিয়ে নিন স্টাইলাস - | হুসাইন অভি does accutane cure body acne |
৩২ পেরিয়ে… - | শাহাদাত হোসেন |
এডাল্ট ওয়েবসাইট যেভাবে ব্লক করবেন - | হুসাইন অভি |
ব্যক্তিত্ব | metformin slow release vs regular |
একজন কিংবদন্তী দেশপ্রেমিকের গল্প… - | ডন মাইকেল কর্লিওনি |
ধর্মকে ছিঁড়ে যুক্তিতে বাঁধলেন যিনি - | ক্লান্ত কালবৈশাখি |
মুক্তিসংগ্রামে অংশ নেয়া এক অবাঙ্গালী - | দুরন্ত জয় |
এক মহীয়সী নারীর গল্প - buy viagra blue pill | আবীর সুলতানা ইলা |
ফিচার | |
শহীদ জুয়েল ও শহীদ মুশতাক - | ডন মাইকেল কর্লিওনি pharmacy tech practice test online free |
ফটোগ্রাফি এবং কিছু কথা… - prednisolone for cats diarrhea | ছায়া পথিক |
কনসার্ট ফর বাংলাদেশ - | সুদীপ্ত অধিকারী |
গণজাগরণ মঞ্চ: সফলতা-ব্যর্থতা - | রাজিউল হাসান |
লাইফ স্টাইল ramipril and hydrochlorothiazide capsules | |
ওজন কমাতে জুস নিন - cialis online pharmacy forum | রুমানা রহমান |
দ্রুত ঘুমিয়ে পড়ার কিছু পদ্ধতি - | হুসাইন অভি |
পা ফাটা রোধে আপনার করণীয় - | সারা রহমান তুশি |
ভ্রমণ কাহিনী | side effects after stopping accutane |
ভালবাসা চায়ের কাপে… - | রওনক উল ইসলাম |
অনুকাব্য | |
তানভীর হায়দারে’র অনুকাব্য | |
রিভিউ | |
সাম্ভালা ট্রিলজি- শরীফুল হাসান viagra masticable dosis | সৌরজিত |
Kai Po Che ! | ডন মাইকেল কর্লিওনি |
মাস্টার অফ দ্য গেম– সিডনী শেলডন | অয়ন ইসলাম |
হেমলক সোসাইটি | ডন মাইকেল কর্লিওনি |
অনলাইনের মানসম্মত লেখা একীভূত করার কাজে কতটুকু সফলতা এসেছে, সেটা বিচার করার ভার পাঠকদের ওপরই রইলো। হোক তবে পড়া শুরু…
নাভিদ কায়সার বলছেনঃ
চমৎকার কাজ। :-bd
দুরন্ত জয় বলছেনঃ diflucan dosage for ductal yeast
তারিক লিংকন বলছেনঃ articles on kamagra polo
clomid and metformin success stories 2011খুবই ভাল উদ্যোগ। সভ্যতা ব্লগ আর চিরকুটের জন্য শুভ কামনা…