জাতিস্মরের আত্মকথণ ( যা ঘটানো হয়েছিল ‘৭১ এ )
389
বার পঠিত((লেখা শুরু করেছিলাম আজ ১০টা ৩৪ এ, তখন আমি বাস যাত্রী। ফেসবুকে সমকালের পেজের নিউজরিপোর্ট পেয়েই লেখি। জানি খারাপ হইছে তবু উপস্থিত প্রতিক্রিয়া তো! উল্লেখ্য ফেসবুকে এটা তখনই দিয়েছিলাম। ))
কিরাম জানি লাগিচ্ছে…….
………………………
বুকে ব্যথা
মনে হয় হৃদরোগ
আমার কিরাম জানি ঠেকিতেছে
চোখে ঝাপসা দেখি……..
মনে হয় চালশে……
আমার মাথার মদ্ধি এ কিরাম করে?
মনে হয় ব্রেইন ফ্যাক্সার…..!
আমার সমস্ত দেহ জানি কিরাম করবালাগচ্ছে….
মনে হয় পূর্বজন্মের
কথা মনে পড়তে যাচ্ছে…………
সেই ’৭১,
মায়ের সম্ভ্রমহানী,
বোনের সতীপর্দা ছিড়ে বেরুনো রক্ত
গঙ্গা,
ভাইয়ের লিংগ কর্তন, বাবার দেহ
ছিন্ন-বিচ্ছিন্ন করন
আমার পূর্বজন্মের
কথা মনে পড়বালাগচ্ছে;
আমার স্যারের মেয়েকে স্যারের সামনে………
স্যারের স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ,
স্যারের পিতার লাশ কুকুরে খাওয়ানো,
স্যারের মায়ের অর্ধমৃত লাশ কুয়োর
জলে ফেলে রাখা,
স্যারের গোয়াল থেকে গরু নিয়ে যাওয়া,
পুকুরে বিষ ছিটিয়ে মাছের মৃত্যু দেখা,
পুত্রবধুর জন্য বানানো সীতাহার সমগ্র আত্মীকরণ
স্যারের মন্দিরকে পেট্রোল কিংবা
গান পাউডারে দেওয়া
এর আগে কষ্টি পাথরের শিব নেওয়া
সব মনে পড়ছে………….
অতঃপর স্যারের প্রাণপ্রিয়
পুত্রকে ধর্মান্তর করন
আমার সব মনেপড়ছে।
আমি বলছি এক সাধারণ জনগন
পূর্বজন্মের রাজাকার (রেজাকার)
বাহিনীর একজন।
আমার কিরাম জানি ঠেকিচ্ছে, ,,
বমি বমি ভাব,
মাথা ঘুড়ছে (অন্তঃসত্বা নই কিন্তু)
আমার দেহে এন ও টু বেড়ে গেছে…..
হাসি লাগিচ্ছে…….
কি করাম আমি কি করাম
আজ না হয় আত্মহত্যার সিদ্ধান্ত
নিলাম
কিন্তু কাল?
ণ বলছেনঃ
তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলিতে একটা আলাদা তেজ থাকে, যেটা পরে পাওয়া যায় না।
লিখতে থাকুন নিরন্তর
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ amiloride hydrochlorothiazide effets secondaires
নাড়া দিয়ে গেল… #-o
আসল মানুষগুলোকে যদি সামান্য নাড়া দিত… [-(