প্রহসন ……
326
বার পঠিতভেবেছিলাম গল্প ছাড়া কিছুই পোষ্ট করবো না এই ব্লগে কিন্তু পারলাম না ।। মাঝে মাঝে সময়ের পরিপ্রেক্ষিতে প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয় আমি ও তাই করলাম ।। এই রায় শুনে চুপ করে থাকা সম্ভব না আর একবার গর্জে উঠার সময় এসে গেছে ।। জগো বাঙালি জাগো ফাঁসির দাবীতে জাগো ………
কোন মা তার সন্তানকে ১০ মাস গর্ভে ধারণ করে যখন প্রসব করে আর দেখে তার সন্তানটি মৃত এবং সেই মুহূর্তে উনার যে কষ্টের অনুভূতি হয় আজকে সাঈদীর রায় শুনে ঠিক ততটুকু কষ্টের অনুভূতি হচ্ছে আমার ।। আমি আগেয় কিনফিউজড ছিলাম রায় নিয়ে এবং আজ তার সত্যতা পেলাম ।। যে দেশে চিকিৎসার অভাবে মুক্তিযোদ্ধা হাসপাতালে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করে আর দেশের শত্রু জাতির শত্রু রাজাকারকে লাইফ সাপোর্ট দিয়ে বাচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হয় সেই দেশে এই রায় শুনে অবাক হওয়ার কিছুই নেই ।।
বঙ্গবন্ধুর ভাগ্য ভালো তিনি মারা গিয়েছিলেন না হলে আজকের রায় শুনে উনি নির্ঘাত আত্নহত্যা করতেন ।। উনি বলেছিলেন ” ১৯৭১ মুক্তিযুদ্ধে যেসব মা বোনের সম্ভ্রম হানি হয়েছিলো তাদের পিতার জায়গায় উনার নাম লিখে দিতে ” কিন্তু আজ উনি নেই তাই উনার স্বপ্ন পূরণ করার পাঁয়তারা করার কি দরকার ?? শকুনদের ভাষায় উনি তো পাকিস্তান জিন্দাবাদ বলেছিলেন তার মানে উনার স্বাধীনতার পক্ষে অবস্থানের অস্থিত্ত নিয়েও সন্দেহ আছে !! আজ থেকে ১৮ মাস আগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিলো বাংলাদেশের প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় ঘরে ঘরে গরে উঠেছিলো দুর্গ ।। মনে করেছিলাম স্বাধীনতার ৪৩ বছর পর পূরণ হতে চলেছে বঙ্গবন্ধুর স্বপ্ন কিন্তু না আমার ধারনায় ভুল ছিলো !!
মৃত্যু পথযাত্রি বৃদ্ধটি বিছানা ছেড়ে উঠে এসেছিলো ৪৩ বছরের কলঙ্ক মুছার জন্য, বীরাঙ্গনা মা তার সম্ভ্রমহানির বিচারের আশায় যোগ দিয়েছিলেন গলা মিলিয়ে চিৎকার করে বলেছিলেন ”ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই” ” বীর শহীদের বাংলায়, রাজাকারের ঠাই নাই” কিন্তু আজ তাদের উপহাস করা হল ।। উনাদের যোগ্য প্রাপ্তি আমরা দিতে পারলাম না শহীদের আত্না আজ নিরবে কাঁদছে তাদের প্রতিটা ফোঁটা যেন একটি একটি তীর হয়ে আমাদের বুকে এসে বিঁধছে ।। আমাদের ক্ষমা করো বাংলার বীর মাতা বীর সন্তানগণ আমরা আপনাদের উপযুক্ত সম্মান দিতে পারলাম না, আমরা আপনাদের অপমানের প্রতিশোধ নিতে পারলাম না আমাদের ক্ষমা করো ।।
মাননীয় আদালত আপনার দেয়া রায় আমরা মানিনা মানবো না ।। আমরা চন্দ্র বিজেতা সাঈদীকে চান্দে দেখতে চাই এই বাংলার মাটির আলো বাতাস তার নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে ।। যদি ফাঁসি দিতে না পারেন তাহলে উনাকে মুক্ত করে দিন জনগণ মা বোনের সম্ভ্রম হারানোর বদলা নিতে জানে ।। জানি আমার আর্জি আপনার কাছে পোঁছাবে না তবুও আর্জি করা যাচ্ছি ৭১ এর শহীদদের আত্নাকে এইভাবে কষ্ট দিয়েন না ।। উনাদের অশ্রু আমাদের জন্য অভিশাপ ৪৩ বছর ধরে অভিশাপের জ্বালায় জ্বলছি এইবার অন্তত মুক্তি দিন ।।
বিঃদ্রঃ আগামীকাল এবং আগামী রোববার সারাদেশে জামাত শিবির হরতাল ডেকেছে কারণ উনারা চেয়েছিলেন উনাদের সাঈদী মামার ফাঁসি হোক কিন্তু মাননীয় আদালত উনাদের মনের বাসনা পূরণ করেনি ।। তাই অবিলম্বে উনাদের মনোবাসনা পূরণের জন্য মাননীয় আদালতের কাছে বিনীত আর্জি জানাচ্ছি ।।
দুরন্ত জয় বলছেনঃ
acquistare viagra in internetকাল থেকেই কি যে খারাপ লাগছে ক্ষনে ক্ষনে আবিষ্কার করছি আমার চোখ দুটো বার বার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
লজ্জা,শুধুই লজ্জা … [-(
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
আস্থা রাখুন।
মারা খান।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
বিচারকেরা সেটাই জানালেন রায়ে… কিপ ফেইথ অ্যান্ড হ্যাভ মারা… >:D<