ঈশা খাঁ’র রাজধানীতে একদিন
বার পঠিততখন সদ্য এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি কোচিংও পুরোদমে শুরু হয়ে গেল বলে। একবার মুরু হয়ে গেলে আর দম ফেলার ফুসরত পাওয়া যাবে না। তাই আগে ভাগেই তিন বন্ধু মিলে ঘুরে এলাম লোকশিল্প জাদুঘর, ঈশা খাঁ’র রাজধানী – পানাম নগর আর মেঘনার বুকে। ঝিরি ঝিরি বৃষ্টি আর দমকা হাওয়া, সেই সাথে শত বছরের পুরোনো ঐতিহ্যের ছোঁয়া, সবটা মিলিয়ে অসাধারণ একটা দিন ছিল। সেই দিনের কিছু স্মৃতিই হাজির করলাম সভ্যদের সামনে।

হয়তো তখন এইখানে এই পিচঢালা পথ ছিল না।
হয়তো ছিল না স্বগর্বে মাথা উঁচু করে থাকা খুঁটিরা।
অনেক পেছনে আরও ছিল না এত মলিনতা এখানে।
কোলাহল ছিল এইখানে আর এক রাজধানী প্রোথিত।

গুপ্তধন?

রাজকীয় শৌচাগার

পুরান ঢাকার মানুষ জনের আর কী দোষ দেব? এদেশের বিল্ডিংগুলা বরাবরই আলসে। ওখানে আলসেমি করে হেলান দিয়ে পড়ে। এখানে হেলান দেবার জায়গা নেই বলে খুলে খুলে পড়ে।
venta de cialis en lima peru
নারকেল গাছ এক পায়ে দাঁড়িয়ে।
সবকিছু ছাড়িয়ে।

তখনকার ডিজাইনেও মার্বেল দেখে বেশ অবাক হয়েছি। বাংলায় মার্বেলের ব্যবহার শুরু হয় কবে, কেউ বলতে পারেন?

পায়ে চলা পথ

তখনকার মানুষরা এত্ত বাট্টু আছিল ক্যা? একটু সোজা হয়ে দাঁড়াতেও পারি না। :/ accutane prices

বিশ্বাস করেন আর নাই করেন, ছবিটা তোলার পর প্রথম দেখায় মনে হয়েছিল, ছবি তোলার সময় ওপাশে সাদা পোশাকের একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। সাথে সাথে এক বন্ধুকে দেখালাম। বন্ধু কিছু দেখে না। আমি আবার দেখতে গিয়ে দেখি, আসলেই কিছু নেই।

মেঘনা নদী!

আমিও মারামারি করতে পারি। হুহ!

ইয়ে মানে! আমার পিঠে কুজ হয় নাই কিন্তু! সব বাতাসের কারসাজি। বাতাসের পুশি চাই! clomid over the counter

আলোকের ওপারে buy kamagra oral jelly paypal uk

বিড়ি টানা ছাড়ছি অনেক আগেই। কিন্তু, বন্ধুদের বিড়ি নিয়া ইশঠাইল করে ফটু তোলা দেখে আমারও শখ জাগল। বিড়ি একটা নিয়ে পোজ দিলাম। কিন্তু, বিড়ি যেহেতু টান দিই নাই, তাই ধোঁয়া সব সামনে দিয়েই উড়ছিল। আর সব ধোঁয়া আমার নাক আর চোখে ঢুকে অবস্থা কেরোসিন হয়ে গিয়েছিল।

বাড়ির ডিজাইনটা ভাল্লাগছিল! আফসুস! একটারও ভেতরে ঢোকা যায় না।

ভাব!

বাদরামি না করলে আমাদের চলেই না!

ফটোগ্রাফারের ফটোগ্রাফি
মাশিয়াত খান বলছেনঃ achat viagra cialis france
glyburide metformin 2.5 500mg tabsরাজকীয় শোচাগার লিখলে ভাল হত না?
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
can your doctor prescribe accutaneপরিবর্তন করে দিলাম।
ovulate twice on clomid
মায়াবী তেজস্বিনী বলছেনঃ
অনেক সুন্দর। আমি যেদিন গেসিলাম ওইদিন লোকশিল্প জাদুঘর বন্ধ ছিল। খালি পানাম নগরী দেখে এসে পরসি। thuoc viagra cho nam
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
লোকশিল্প জাদুঘরের ভেতরে দেখার মত তেমন কিছু নাই। কিন্তু, এরিয়াটা জোশ!
ইলোসিয়া মৌনিন বলছেনঃ para que sirve el amoxil pediatrico
চাঁদপুরের হরিপুর যাইস। হালকা পাতলা রাজবাড়ি সেখানেও আছে।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
can you tan after accutaneহালকা পাতলা রাজবাড়ি বাংলাদেশের অনেক জায়গাতেই আছে। -_- কিন্তু, ঐতিহাসিক ভ্যালু খুব কম জায়গারই আছে।