অত:পর এবং অতএব
281
বার পঠিতঅত:পর আমি হারিয়ে যাব,
তারপর তুই আর আমি মিলে
অচিন পালক ভেঙ্গে আমায়
খুঁজে ফিরব!
অত:পর আমার শব্দচয়ন থেকে সংকট,
সংকট তোর সহ্যসীমা দেয়ালের!
অতএব সীমানা পেরিয়ে যাই হারিয়ে!
অত:পর তোর ছায়ার বাইরে,
তোর শ্রাবোণত্তর সীমার বহুদূরে!
মানবিক ব্যর্থতাকে বুড়ো আঙ্গুল
দেখিয়ে!
আমি হারাই কোমল কন্ঠের আধারে!
অত:পর সাদা ধোয়াতে খোয়াব শহরটা,
আধা আয়নায় ভর দিয়ে ভাসব!
তারা গলা দুপুরের ভাজে,
চেনা মুখ অচেনা রূপে ভাসবে!
অত:পর অপরিচিত কিছু প্রশ্ন,
এলোমেলা কথাটার মানে!
অপেক্ষার ঘোর ভেঙ্গে সময়,
শিকলভাঙ্গে স্বপ্নের প্রত্যাশিত প্রস্থানে!
অতএব হারিয়ে যাব! para que sirve el amoxil pediatrico
অত:পর এক ঠোঁঠে কবিতা আর অন্য
ঠোঠে অনুনয় থাকবেনা,
বুলেট হয়ে মস্তিষ্কে বিদ্দ
ভালবাসা হবেনা ভাষাময়!
উদাস স্মৃতির হাত ধরে,
ভালবাসি বলে দেব অত:পর হারিয়ে যাব!
তুই আমি মিলে আমাকেই খঁজব! viagra vs viagra plus
অতএব ফাঁকা চাদে এত আলো,
মেঠো বাতাসে তুচ্ছতা যত কালো!
আধো মনে অজো শঙ্কা,
চাঁদ বুঝি কৃষ্ণবাঁকে অস্ত গেল!
তবু ভয় নেই,
মিছেমিছি যত খেলা!
যদি কোনদিন খেয়ালীপনা
ভাললাগে অতএব তোর,
তবে বুকে হাতে দিয়ে বলছি শোন,
তুই আর আমি মিলে আমার
সত্তাকে ঠিকই চিনে নেব একবারে! acquistare viagra in internet
মাশিয়াত খান বলছেনঃ
ভাল লাগল
মুদ্রা আতিক বলছেনঃ
অশেষ ধন্যবাদ।
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
বেশ লেগেছে