ক্যামেরার ইতিবৃত্ত – পর্ব তিন (Aperture)
452
বার পঠিতক্লিক করলেই ছবি হয় কিন্তু ফটোগ্রাফি হয়না। আপনি যখন ফটোগ্রাফি করবেন বলে ঠিক করেছেন তখন আপনাকে কিছু বিষয় জানতে হবে। আজকের বিষয় Aperture. ব্যাখ্যা দিয়ে শুরু করার আগে একটু বলে নেই, আপনি যদি aperture জিনিসটা পূর্ণ উপলব্ধি করতে পারেন তাহলে আপনার ক্যামেরার উপর আপনার সর্বোচ্চ সৃজনশীল আয়ত্ত থাকবে। আমার মতে, aperture হলো যেখানে ফটোগ্রাফির অনেক জাদুকরী জিনিস দেখা যায়। এমনকি এর পরিবর্তন দ্বারা Dimensional and Multidimensional Shots এর পার্থক্য বোঝা যায়। metformin slow release vs regular
Aperture কি?
Aperture is most simply the opening of the lens. funny viagra stories
যখন আপনি ক্যামেরার শাটার বাটনে চাপ দিবেন,আপনার ক্যামেরায় একটি ছিদ্র খুলবে যেটা আপনার ক্যামেরাকে আপনি যেই ছবিটা তুলতে চান তার একটি ঝলক দেখাবে। aperture হল আপনি ছিদ্রটা কত বড় ঠিক করবেন সেটা। ছিদ্র যত ছোট হবে,আলো তত কম প্রবেশ করবে।
aperture পরিমাপ করা হয় ‘f-stops’ দিয়ে। তবে আপনার চোখে f/number ও পড়তে পারে। যেমন f/2.8, f/4, f/5.6,f/8,f/22 ইত্যাদি। f-stops’ এর নম্বর পরিবর্তন করে দ্বিগুন বা অর্ধেক করা নির্দেশ করে লেন্স কি পরিমানে খোলা হচ্ছে। (এটা ক্যামেরায় কি পরিমান আলো প্রবেশ করছে তাও নির্দেশ করে)। এই জিনিসটা মনে রাখবেন যে Shutter speed পরিবর্তন করে দ্বিগুন বা অর্ধেক করলেও কিন্তু তা ক্যামেরায় আলো প্রবেশের পরিমান নির্দেশ করে। তাই Aperture বা Shutter speed এর একটি কমিয়ে আর একটি বাড়িয়ে প্রত্যাশিত আলোর পরিমান নির্ধারণ করতে হবে।
একটি বিষয় নতুন ফটোগ্রাফারদের জন্য ব্যাপক confusion তৈরী করে থাকে।
Large Apertures ( যেখানে অধিক পরিমানে আলো প্রবেশ করে) সেটি কম f-stops নুম্বের দিয়ে নির্দেশ করা হয় আর Small Apertures (যেখানে কম আলো প্রবেশ করে) তা বেশি f-stops number দ্বারা নির্দেশ করা হয়। তাই f/2.8, f/22 অপেক্ষা অনেক বড় Aperture. প্রথমবার শুনে জিনিসটা ভুল বলে মনে হয়। কিন্তু ব্যবহার করতে করতে বুঝতে পারবেন। viagra generico prezzo farmacia
Depth of Field and Aperture
Aperture পরিবর্তন সম্পর্কে অনেককিছু আপনার মাথায় রাখতে হবে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল Depth of Field.
Depth of Field (DOF) হল আপনার ছবির যে পরিমান অংশ focus এ থাকবে। Large depth of field মানে আপনার ক্যামেরা বা এর আশেপাশে যা কিছু আছে তার অধিকাংশ জিনিসই ফোকাস। উপরের ছবিটি Large depth of field এ তোলা। এখানে f/22 ব্যবহার করা হয়েছে।
Small (or shallow) depth মানে হলো আপনার ছবির একটা নির্দিষ্ট অংশে ফোকাস থাকবে,বাকি অংশ ঝাপসা থাকবে। যেমন এই পোষ্টের উপরে একটি ফুলের ছবি দেওয়া হয়েছে। আপনি দেখবেন এখানে শুধু হলুদ অংশটা ফোকাস করা হয়েছে বাকিটা ঝাপসা। এই ছবিটা f/4.5 এ তোলা।
Aperture এর Depth of Field এর উপর অনেক বেশি প্রভাব আছে। Large Aperture অনেক কম Depth of Field দিবে আর Small Aperture দিবে অনেক বেশি Depth of Field.
প্রথম প্রথম এটা অনেক confusing মনে হতে পারে। সহজভাবে এটা মনে রাখার উপায় হল, Large Number হলে Large DOF আর Small Number হলে Small DOF.
নিচের দুইটি ছবির প্রথমটি f/22 aperture এ তোলা আর দ্বিতীয়টি f/2.8 aperture এ তোলা। ছবি দুইটার পার্থক্য বেশ লক্ষণীয়। f/22 এর ছবিটাতে ফুল এবং কুঁড়ি দুটোই ফোকাস করা হয়েছে। এবং আপনি পেছনের পাতা,বেড়া এসবও দেখতে পারেন।
f/2.8 এর ছবিটিতে শুধু ফুলের উপর ফোকাস করা হয়েছে।
আপনার পছন্দ অনুযায়ী আলো নির্ধারণ করে ছবি তুলুন।
হ্যাপি ক্লিকিং।
ণ বলছেনঃ can you die if you take too much metformin
আমি আপনার ক্যামেরা বিষয়ক লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ি। আমাকে যদি পাঁচজন পরিশ্রমী ব্লগারের নাম বলতে বলা হয়, আমার এই দীর্ঘ ব্লগিং জীবনে যত ব্লগার দেখছি, আপনি থাকবেন। viagra masticable dosis
লিখতে থাকুন, আরো সময় দিন। বিনির্মাণে, আগামীর পথে. . .
অংকুর বলছেনঃ sildenafil basics 100 mg filmtabletten
বাপরে বাপ। অনেক বেশিই সম্মান দিয়ে ফেললেন। আপনাদের জন্যই তো লিখি। ধন্যবাদ। সাথেই থাকবেন
দুরন্ত জয় বলছেনঃ
অনেক দিন পর এই পর্ব দিলেন। এই পর্বের পোস্ট গুলো বেশ উপকারী আরও চাই। পোস্ট ভাল লেগেছে।
অংকুর বলছেনঃ
আসলে ব্যস্ততার কারণে দেওয়া হয়না।নিয়মিত হতে চেষ্টা করব
তারিক লিংকন বলছেনঃ soulcysters net metformin
ধারুণ লিখেছেন এইবার হ্যাপি ক্লিকিং…