শ্লোগানের দিনে
391
বার পঠিতরোদের গভীরেও বিরামচিহ্ন আসে,
সাঁঝবাতি আর সূর্যমুখীদের খেয়াঘাটেও সবশেষে
একটা ক্লান্ত সেমিকোলন আসে, এসে যায়…
অথচ এই আশ্চর্য কাফেলায় কোন কমা নেই! দাঁড়ি নেই!
ক্লান্তিহীন মানুষ ছুঁয়ে আছে সমুদ্র, মুখোমুখি মহাসুখ মন্দির
বাতাসে মধুগন্ধ শ্লোগান, বাদামের খোসার মতো ছড়ানো পবিত্র অক্ষর…
বর্ণমালার জোয়ারে সব বনলতা সেন
সাঁঝবাতি আর সূর্যমুখীদের খেয়াঘাটেও সবশেষে
একটা ক্লান্ত সেমিকোলন আসে, এসে যায়…
অথচ এই আশ্চর্য কাফেলায় কোন কমা নেই! দাঁড়ি নেই!
ক্লান্তিহীন মানুষ ছুঁয়ে আছে সমুদ্র, মুখোমুখি মহাসুখ মন্দির
বাতাসে মধুগন্ধ শ্লোগান, বাদামের খোসার মতো ছড়ানো পবিত্র অক্ষর…
বর্ণমালার জোয়ারে সব বনলতা সেন
দশদিকে নূর হোসেন, নূর হোসেন! viagra vs viagra plus
কিশোরীর একান্ত মাতৃভক্ত মুঠোফোনও আজ ফকির লালন-
“শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজঙ্গনা”
“শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজঙ্গনা”
দেহী প্রেতাত্নারা চমকে ওঠে, ওদের চমকে উঠতে হয়!
প্রতিটি শব্দে, স্তব্ধতায়, প্রতিটি নিঃশ্বাসে সেই ভুজঙ্গনা
মুর্দা ফকিরেরা কখনো মরে না!
-জেনোসাইড- মুর্দা ফকির কোনদিন কবর দেয় না!
বধ্যভূমির ছায়ারা মিছিলেই ফিরে আসে পুনরায়,
প্রতিটি শব্দে, স্তব্ধতায়, প্রতিটি নিঃশ্বাসে সেই ভুজঙ্গনা
মুর্দা ফকিরেরা কখনো মরে না!
-জেনোসাইড- মুর্দা ফকির কোনদিন কবর দেয় না!
বধ্যভূমির ছায়ারা মিছিলেই ফিরে আসে পুনরায়,
ফিরে আসে শ্লোগানে, ওদের যে আসতেই হয়!
মুখ তুমি মাতৃভূমি! তুমিই বর্ণমালা!
জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা!
সবুজ চন্দ্র-তারকার একান্ত বাধ্যগত অনুচরেরা,
তোমাদের অপেক্ষায় ফুঁস আর ফাঁসেরা;
তোমাদের অপেক্ষায় ঝুলন্ত ক্যালেণ্ডারে হিসাববিজ্ঞান।
আমার একাত্তর কোন পটেটো চিপস নয়!
আমার দেশ বুলবুলির মুখে তোলার ধান নয়!
এদেশ লাল-সবুজের দেশ!
তোমার এপিটাফই লিখে যাবে- এদেশ একশত ভাগ বাংলাদেশ!
মুখ তুমি মাতৃভূমি! তুমিই বর্ণমালা!
জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা!
সবুজ চন্দ্র-তারকার একান্ত বাধ্যগত অনুচরেরা,
তোমাদের অপেক্ষায় ফুঁস আর ফাঁসেরা;
তোমাদের অপেক্ষায় ঝুলন্ত ক্যালেণ্ডারে হিসাববিজ্ঞান।
আমার একাত্তর কোন পটেটো চিপস নয়!
আমার দেশ বুলবুলির মুখে তোলার ধান নয়!
এদেশ লাল-সবুজের দেশ!
তোমার এপিটাফই লিখে যাবে- এদেশ একশত ভাগ বাংলাদেশ!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
half a viagra didnt workঅসাধারন লাগলো পঙক্তিগুলো… :-bd সভ্যতায় স্বাগতম কবি… @};-
দুরন্ত জয় বলছেনঃ amiloride hydrochlorothiazide effets secondaires
আপনাকে স্বাগতম সভ্যতায়।
দু:খিত আমি কবিতা কম বুঝি, বুঝিয়ে দিলে ভাল হত… levitra 20mg nebenwirkungen
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ metformin synthesis wikipedia
লেখাটা তো আমার কাছে মোটেও দুর্বোধ্য লাগলো না। আপনি কোথায় বুঝতে পারেননি জনাব?
ণ বলছেনঃ
zoloft birth defects 2013কবিতার মতো শক্তি আর কিছুর নেই, এমনটাই মনে হচ্ছিলো পড়ার সময়।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কবিতার মতো শক্তি আর কিছুর নেই, এমনটাই মনে হচ্ছিলো পড়ার সময়।
চমৎকার বলেছেন। সহমত… :-bd can levitra and viagra be taken together
মায়াবী তেজস্বিনী বলছেনঃ
চমতকার!!
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
=D> =D> =D>