হারানো সেই নীল…….
312 will i gain or lose weight on zoloft
বার পঠিত-এইটা কি?
=বুঝতেসি না তো!
-আমাদের তথ্যকেন্দ্র কিসু দিতে পারল না?
=খোঁজ চলছে,পেলেই জানাবে!
-আর ক্রিস্টালগুলো? রিড করে কিছু পাও নাই?
=নাহ! সেইগুলা কিছুই জানাতে পারল না।
-হুমম,বুঝাই যাচ্ছে না জিনিসটা কি!
=সেইটাই!! দেখতেও কেমন বিদঘুটে!
-হ্যা,পুরাই অদ্ভুত দেখতে।
=মেইন বডি থেকে কেমন বিভিন্ন আকৃতির প্রবৃদ্ধির মত জিনিস বের হয়ে আছে! আমার তো দেখেই কেমন ঘেন্না লাগতেসে!!
-তাছাড়া জায়গাটাও কেমন জানি! বিষাক্ত গ্যাসে ভরা!
=কিন্তু আকাশটা অনেক সুন্দর কিন্তু! কেমন নীল!
-থাক কবি হওয়া লাগবে না! এমনিতেই মাথার অনেক জায়গাই নষ্ট করেছ হাবিজাবি দিয়ে।এখন কবিতা দিয়ে না ভরলেও চলবে!
=আচ্ছা বাদ! তথ্যকেন্দ্রে আবার যোগাযোগ কর তো!!
-করার চেস্টা তো করছি কিন্তু সিগনাল ত পাচ্ছি না কোন!! কি আজব জায়গা রে বাবা!! এখানে নাকি আবার জীবের বাস ছিল!! বাপরে বাপ!!
=হুমম তথ্যকেন্দ্র তো তাই বলে,তাছাড়া তথ্যকেন্দ্রের ভুল হয় না!
-সেইজন্যই তো অবাক হচ্ছি!!
=যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভাল!! cialis new c 100
-হুমম!!
=তাপমাত্রাও অনেক কম!! একদম ফালতু জায়গা!! পরেরবার এইরকম অভিযানে আমি নাই,বলে দিলাম!!
-ওকে!! তথ্যকেন্দ্র কিছু দিতে পারে নাই!! ওইই!! এক্ষুনি সেন্ট্রাল মডিউল জানাল একটা বিদ্যুৎ ঝড় এদিকেই আসছে! এক্ষুনি রওনা দেয়া লাগবে!!
=কিন্তু ফসিলটা এভাবে ফেলে যাব?? private dermatologist london accutane
-না সেন্ট্রাল মডিউল থেকে নির্দেশ আসছে এইটাকে সাথে করে নিয়ে যেতে!!
=চল তাহলে……
৪০০১৪ সালের শীতকালের কোন এক সময়ে দুইজন পঞ্চমমাত্রার রোবোট পৃথিবী গ্রহ থেকে অজানা বস্তু হিসেবে একটি মানুষের ফসিল নিয়ে যায়। সেই অজানা বস্তুর রহস্যের সমাধান তারা অনেকখুজেও পায়নি কারন তার অনেক অনেক বছর আগেই ২৩০০ সালের দিকে গ্রীনহাউজ এফেক্ট নামক বিপর্যয়ে সকল প্রানী (মানুষসহ) বিলুপ্ত হয়ে যায়!!
হয়ত পৃথিবীতে সেই রোবোটেরা আরেকবার গেলে কিছু তথ্য পেত কিন্তু সেই দুইজনের একজনের প্রবল আপত্তির কারনে সেই অভিযান স্থগিত করা হয়!! এবং এভাবেই এককালের পৃথিবী নামক একটি নীল গ্রহ ও তার বাসিন্দাদের ইতিহাস হারিয়ে যায় কালের গর্ভে……
অন্তর মর্তুজা বলছেনঃ achat viagra cialis france
রিসালাত বলছেনঃ thuoc viagra cho nam
শাবাশ!!! সামনে এগিয়ে যাও!!
মাশিয়াত খান বলছেনঃ
:-w
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কিছু হইল এইডা? :-S
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
will metformin help me lose weight fastএইটা কি জিনিস!
ফাতেমা জোহরা বলছেনঃ
amiloride hydrochlorothiazide effets secondairesশুরু থেকে শেষ গুলিয়ে গেল @-) খুব একটা ভালো হয় নি। এটাকে সমালোচনার দিক থেকে বলতে গেলে কোন গল্প বলা চলে না
দুরন্ত জয় বলছেনঃ
ছোট গল্প ভালই… ছোট একটু ঘটনা দিয়ে শুরু সেখানেই শেষ, সাথে একটা ম্যসেজ।
তারিক লিংকন বলছেনঃ
আরেকটু লম্বা হতে পারত! তবে ৩৮০০০ বছর পরের সায়েন্স ফিকশন প্রথম পরলাম! ভাই একটু কমাইলে হত না। আজ পর্যন্ত ৫০০০ সাল ছাড়াতে দেখি নি কোন প্রতিষ্ঠিত কল্প বিজ্ঞানের লিখকদের
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অ্যাকচুয়েলি গল্পটার আইডিয়া ছিল। কিন্তু, কোন প্লট ছিল না। আর কনসেপ্টের দিক থেকে জাফর ইকবালের ছাপ মাত্রাতিরিক্ত। যেমন, তথ্য সংগ্রহের জন্য ক্রিস্টাল, পঞ্চম মাত্রার রোবট, তথ্যকেন্দ্র, সেন্ট্রাল মডিউল – সবই জাফর ইকবালীয় কনসেপ্ট। আশা করি এর থেকে বেরিয়ে আসবেন।
আর এটা সম্ভবত সভ্যতায় আপনার প্রথম পোস্ট। শুভকামনা রইল। আশা করি, দারুণ সব পাণ্ডুলিপি দিয়ে সভ্যতাকে সমৃদ্ধ করবেন।