বাঙলা
655
বার পঠিত৫২’তে করলো মিছিল pills like viagra in stores
বুকে নিল গুলি,
রক্ত দিয়ে ফিরিয়ে আনলো
বাংলা মা’য়ের বুলি।
৭১’রে স্বাধীনতা
স্বাধীন করবে দেশ,
সসস্ত্র যুদ্ধ হল
পেলাম বাংলাদেশ।
স্বাধীনতার চল্লিশ বছর
শেষ হয়নি ওরা,
রক্ত নিয়েছে খুন করেছে
আমার ভাইদের যারা।
ফাঁসিতে যখন ঝুলবে ওরা।
অশ্রু চোখে হাসবে তখন
আমার নির্যাতিত মা-বোনেরা।
বিচার হবে, বিচার হবে
রাজাকারের বিচার হবে- এই নিয়েছি পণ।
তাইতো মোরা করেছি আবার
স্বপ্নের গণ জাগরণ।
মাশিয়াত খান বলছেনঃ
আপনার গল্প লেখার হাতটাই ভাল
দুরন্ত জয় বলছেনঃ
তাহা আমি জানি আমি কবিতা-ছড়া লিখতে পারি না,তবুও চেষ্টা করতে দোষ কি??


গাইতে গাইতে গায়েন। লিখতে লিখতে লেখক।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অনেকটা ছড়ার মত হয়ে গেছে, বাট গুড ট্রাই… :-bd কিপ ইট আপ… ^:)^
দুরন্ত জয় বলছেনঃ
ভাই ছড়া লিখার এক ব্যর্থ চেষ্টাই করেছি
তারিক লিংকন বলছেনঃ
অনেকটা ছড়া আবার কি? ১০০% নির্ভেজাল ছড়া হয়েছে!! আর জয় মাধ্যম হিসেবে ছড়া থেকে ছোট গল্প অনেক বেশী শক্তিশালী..
দুরন্ত জয় বলছেনঃ
ছড়া লিখারই চেষ্টা।
হুম মাথায় ঘুরপাক খায় বিশেষ করে কলেজের ফিন্যান্স ক্লাসে। কারণ প্রতিদিন স্যারে ‘পিন্যান্স মানে অর্তায়ন’ শুনতে আর কারই ভাল লাগে। আর ইংরেজি ক্লাসে স্যারে কথা না বুঝে তাকায় থাকা আর চিন্তা করা। কিন্তু লেখা আর হয়ে ওঠে না…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
স্যার এইভাবে ফিনান্স উচ্চারন করেন? :O :-??
দুরন্ত জয় বলছেনঃ
যেএএএ
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
ছড়া হিসেবে বেশ ভাল হয়েছে……।।
দুরন্ত জয় বলছেনঃ
ছড়াই লিখার চেষ্টা করলাম
ফাতেমা জোহরা বলছেনঃ
সবার সাথে আমিও একমত পোষণ করছি
দুরন্ত জয় বলছেনঃ
পড়বার জন্য ধন্যবাদ
শঙ্খনীল কারাগার বলছেনঃ cd 17 clomid no ovulation
ভাল হইছে। aborto cytotec 9 semanas
দুরন্ত জয় বলছেনঃ
ধন্যবাদ……