চাইছি তোমার বন্ধুতা – পর্ব ২
507
বার পঠিত(১) para que serve o remedio cipro 500mg
ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজছিল ওর শরীর। সে দাঁড়িয়ে ছিল আমাদের সামনেই, ডান দিকে।
বৃষ্টিতে ভিজছিলাম আমরাও – আমরা যারা সেদিন ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে সমাবেশের ইভেন্টে এসেছিলাম। মুষলধারে বৃষ্টি হলে হয়তো সমাবেশ আর চালিয়ে যাওয়া হতনা। কিন্তু, বৃষ্টিটাও সেদিন ‘কুকুর-বিড়াল’ ছিলনা। ছিল ঝিরি-ঝিরি।
বৃষ্টি থেকে বাঁচার জন্য এক সাইডে কোন কিছুর আড়ালে যাওয়ার যে চিন্তা মাথায় আসে নাই, তা নয়। কিন্তু, আমার অনাগত বন্ধুটিও যেখানে মেয়ে হয়ে বৃষ্টির মধ্যে থাকতে পারছে, আমি কাপুরুষের মত কোন ছাউনির আড়ালে যাই কেমন করে? আর ফিলিস্তিনের মানুষেরা যদি বোমাবর্ষণ সহ্য করতে পারে, তবে আমরা কেন এই সামান্য বৃষ্টিবর্ষণ সহ্য করতে পারবোনা?
বৃষ্টির মধ্যেই সমাবেশ চলছিল। আমার ‘অনাগত বন্ধুটি’ ছিল সেটির সঞ্চালক। সমাবেশে আমরা যারা এসেছিলাম, তারা শাহবাগের রাস্তায় বসে অবস্থান নিয়েছিলাম। আমি ছিলাম দ্বিতীয় সারিতে বসা। সামনের সারিতে বসা ছিল মূল বক্তারা আর একটি বিশেষ আন্দোলনের নেতৃত্বস্থানীয় কয়েকজন। আর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছিল বলে ওকে আমাদের সামনেই ডানদিকে দাঁড়িয়ে থেকে সেটা করতে হচ্ছিল।
differentiate between glucocorticoid and mineralocorticoid effects of prednisone
যাই হোক, ওকে দেখলেই আমার মনটা খুশি হয়ে যায়। আমি ওর দিকে তাকিয়ে ছিলাম। ও দেখলাম বিষয়টা খেয়াল করলো। দুষ্টুমি করে আমি মাঝে-মাঝেই ওর দিকে তাকিয়ে ছিলাম। দেখলাম, সে-ও এটার প্রতি-উত্তর দিয়ে যাচ্ছিল – মাঝে মাঝেই আমার সাথে দৃষ্টি বিনিময় করে। levitra 10mg preis ohne rezept
সমাবেশ এগিয়ে চলছিল। একসময় ও আমার দিকে তাকাতেই আমি নিজের মনেই ঠোঁট নেড়ে বিরিবিড় করে বলছিলাম, “ এই মেয়ে, তুমি ফেসবুকে আমার মেসেজের রিপ্লাই দেওনা কেন? সেলিব্রেটি হয়ে গেছ, না?”
আমি যে ওর দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলেছি, ও সেটা বুঝতে পারলো। তখন ও একটা দারুন মজার কাজ করে বসলো। ও সামনের সারিতে বসা সেই সমাবেশের প্রধান সমন্বয়কারী ভাইয়াকে বিষয়টা জানালো এবং আমার দিকে হাত দিয়ে ইশারা করে কি জানি বললো। (ঐ ভাই আবার নিজেও একজন সেলিব্রিটি এবং একটি বিশেষ আন্দোলনের মুখপাত্র। কিছুদিন আগে তার ফেসবুক পেজও ফেসবুক কতৃক ভেরিফায়েড হয়েছে) ঐ ভাইও পিছন ফিরে পেছনের সারিতে বসা আমার দিকে তাকালো।
আমিতো তখন লজ্জায় আর টেনশনে আর কোনকিছু করার নেই দেখে মুখে একটা হাসি ফুটিয়ে মাথা নিচু করে বসে থাকলাম।
আসলে কি বলবো? ওর এই কাজগুলোই আমার অনেক ভালো লাগে। ওর জায়গায় অন্য কোন মেয়ে হলে হয়তো, ওর প্রতি আমার এই দুষ্টুমিগুলোকে মোটেই পাত্তা দিতনা। আমি ওর দিকে তাকালেই হয়তো চোখে-মুখে একটা বিরক্তির ভাব নিয়ে অন্য দিকে দৃষ্টি ফিরিয়ে রাখতো । আর সেখানে ওতো একজন সেলিব্রিটি। আমার মত একটা ভোকচোদ পাবলিককে পাত্তা না দিয়ে একদম ড্যাম কেয়ার ভাব দেখানোটাই ছিল ওর জন্য স্বাভাবিক।
ও এগুলো না করে যে পজিটিভ আর রহস্যময় প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক মজার লেগেছে! বুঝলাম, ও আসলে মনে হয় নিজেকে সেলিব্রিটি ভাবেনা। clomid calculator ovulation calendar
এখানেই শেষ নয়! একসময় বৃষ্টি থেমে গেল। সমাবেশের শেষের দিকে আমাদের আরেকবার দৃষ্টি বিনিময় হল। যেন বৃষ্টিতে ভেজা দুটো কাক পরস্পরকে তাকিয়ে দেখছিল। আমি ওর দিকে সটান তাকিয়ে আছি, তো ও-ও আমার দিকে তাকিয়ে থাকলো। ভেবেছিলাম ও একটু পরেই দৃষ্টি সরিয়ে নেবে। কিন্তু, দেখলাম ও আর চোখ সরায় না। যেন আমার সাথে চোখে চোখে তাকিয়ে থাকার প্রতিযোগিতায় নেমেছে। আমি তখন বাধ্য হয়ে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম।
আমার কাছে এটাই খুব ভালো লেগেছে যে, ও একজন সেলিব্রিটি হয়েও একটা সাধারণ মেয়ের মতই আচরণ করেছে আমার সাথে – আমার মত একজন ‘প্রায় অপরিচিত’ ‘ভাদাইমা’র সাথে।
(২)
যারা আমার ‘চাইছি তোমার বন্ধুতা’র প্রথম অংশটি পড়েছেন (চাইছি তোমার বন্ধুতা! http://sovyota.com/node/3874?wcz ) , তারা তো জেনেই গেছেন যে ওর প্রতি আমার ফিলিংসটা জাস্ট একজন বন্ধুর প্রতি আরেকজন বন্ধুর ফিলিংসের চেয়ে বেশি কিছুনা। ওর সাথে ঘনঘন চোখাচোখি করার উদ্দেশ্য ছিল শুধু জাস্ট দুষ্টুমির মাধ্যমে ওর নজরে আসার জন্য।
ওর একজন ভক্ত হিসেবে বিভিন্ন পেপারে ছাপা হওয়া কিছু ছবি আমি কালেকশনে রেখে দিয়েছি। তার মধ্যে গতবছর মার্চে ওর হাসপাতালের বেডে শুয়ে থাকা ছবিও আছে। ওই ছবিটা দেখলে আমার মনে হয়, আমার নিজের বোনই যেন অসুস্থ হয়ে শুয়ে আছে।
আর আমি আমার জীবনে সত্যিকার অর্থে তেমন কোন মেয়েকে সত্যিকার বন্ধু হিসেবে পাইনি। যেসব মেয়ের সাথে একটু অন্তরঙ্গতা হয়েছিল, তারা বেশিরভাগই দেখেছি নারী-পুরুষের মধ্যে যে নিস্পাপ একটা বন্ধুত্ব হতে পারে, সেটা বুঝতে চাইতোনা। আমি তদেরকে যতই ইনোসেন্টলি দেখার চেষ্টা করতাম, তারা সেরকম ছিলনা এবং আমার অনুভূতিকে তারা বুঝতোও না।
তাই, এই জায়গায় আমার একটা অভাববোধ সবসময় ছিল। এখনো আছে। তাইতো, আমার এই ‘অনাগত বন্ধু’টির সাথে এখনো ফরমালি পরিচয় না হওয়ার পরও আমার মন বলে, ও হয়তো আমার সেই অভাবের জায়গাটা পূরণ করতে পারবে।
আর যে একটা ভালো বন্ধু পেল, সে তো অনেক কিছুই পেল, তাই না?
prednisone raise wbc
দুরন্ত জয় বলছেনঃ viagra generika rezeptfrei forum
আপনার তো আবার সেই বিশেষ আন্দোলনে এলার্জি আছে।
যাই হোক আপনার দৃষ্টি ভঙ্গিতে বহু সমস্যা আছে। বন্ধু বন্ধু ছেলে মেয়ে ভেদা ভেদ কি!
আবার লিখেছেন – মেয়ে হয়ে বৃষ্টিতে ভিজছে। (লিঙ্গ বৈশম্য) does enzyte work like viagra
শেহজাদ আমান বলছেনঃ
হুম! আমিতো ভেদাভেদ করতে চাইনা। কিন্তু, মেয়েরাই এই ভেদাভেদটা অনেক বেশি করে ফেলে, সবসময়ই। viagra pills at gas stations
লিঙ্গ আলাদা হলে নারীপুরুষে কিছুতা পার্থক্য তো থাকবেই। এটা তো অস্বীকার করা যায়না। আর পার্থক্য নির্দেশ করা আর বৈষম্য করা কিন্তু এক জিনিস না।
মাশিয়াত খান বলছেনঃ
আপনার এই লেখাটা নিঃসন্দেহে আমাকে বেশ ভাবিয়েছে। এটা নিয়ে আমি একটা পোস্টও দিয়েছি। দেখে নিবেন আশা করি। তবে আপনার এই ২ পর্ব বিশ্লেষণ করে বলতেই হচ্ছে, নিজের বন্ধুত্বের এই চাহিদা নিয়ে একটু ভেবে দেখুন। উনি সেলিব্রিটি হয়েও আপনাকে অবহেলা করেনি। এই বিষয়টা আপনার খুব ভাল লাগে। এই বিষয়টা কি তার সাথে বন্ধুতার কারণ? এটা তার প্রতি আগ্রহের কারণ হতে পারেনা। কারণ আপনার তার প্রতি আগ্রহ তৈরি হয়েছে তার এই গুণ নজরে আসারও আগে। গত পর্বে আপনি এই বিষয়টাকে উল্লেখ করেননি। সুতরাং এটিই কারণ না। তাহলে? মানসিকতার মিল? একই সংগ্রামে সহযাত্রী বলে? না। কারণ এই সংগ্রামের সহযাত্রী আরো অনেকে রয়েছে। তাদের প্রতি আপনার বন্ধুত্বের আগ্রহ তৈরি হয়নি। তাহলে কোন বিষয়টা তার সাথে বন্ধুতার জন্য আপনাকে এতটা প্ররোচিত করল?
শেহজাদ আমান বলছেনঃ
“কারণ এই সংগ্রামের সহযাত্রী আরো অনেকে রয়েছে। তাদের প্রতি আপনার বন্ধুত্বের আগ্রহ তৈরি হয়নি।” pharmacy technician online college
– হয়নি কে বললো। তবে, মনে হয়েছে ওর সাথেই আমার মিল অন্যদের চেয়ে বেশি। সেজন্য আগ্রহটা ওর প্রতি একটু বেশি হওয়া স্বাভাবিক।
মাশিয়াত খান বলছেনঃ
anyone get pregnant with twins on clomidমনে হয়েছে? আপনাদের তেমন কোন কথোপকথনও তুলে ধরেননি। কেন মনে হল এমন?
শেহজাদ আমান বলছেনঃ
@ মাশিয়াতঃ কিছু মিল তো থাকতেই পারে। যেমন, সে অগ্নিকন্যা হলেও সম্ভবত তার ভিতরে একটা কোমল মন রয়েছে। কঠোরে- কোমলে যেটা আমার সাথে হয়তো মিলে যায়।
আর, সেও সমাজ-রাজনীতি সচেতন। আমিও তাই হওয়ার চেস্টা করেছি সবসময়।
আর, না, আমাদের মধ্যে ফোনে এক-দুবার কথা ছাড়া সামনাসামনি এখনো কথা বলার সুযোগ হয়নি।
মাশিয়াত খান বলছেনঃ
viagra online australia customsএখানে আমি ঠিক মিল দেখলাম না। সে সচেতন আপনি চেষ্টা করছেন। ব্যাপারটা অনেকটা এমন যেহেতু আপনি এরকম বন্ধু চান তাই আপনি সচেতন হচ্ছে। সহজাত স্বভাব থেকে নন
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
আপনি বন্ধুত্বের সংজ্ঞা জানেন না বুঝতে পারছি। বন্ধুত্ব দুষ্টামি করে নজরে এসে হয় না, ভাল লেগে হয় না, অবাধভাবে সব সমস্যা শেয়ার ও কথার মিল থেকে হয়।
শেহজাদ আমান বলছেনঃ
@ মৌনিনঃ জানি এটা বন্ধুত্ব করার সঠিকতম উপায় নয়। কিন্তু, এই দুস্টুমি করা ছাড়া আর কিছু করার রাস্তা আমার মত ভাদাইমার কাছে ছিলনা যে…!
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
doxycycline itchy rashএরপর তৈরি হয়া সম্পর্কটিতো বন্ধুত্ব হবে না! আগ্রহ থেকে কোন বন্ধুত্ব হয় না, অ্যাট্রাকশান হয়। আর অসংখ্য মানুষের সাথে বিভিন্ন জরুরি কথার মাঝ হতে বন্ধুত্ব বের হয়।
মাশিয়াত খান বলছেনঃ
এত জোর দিয়ে attraction এর কথা বলা যায় না দিদি। কারণ উনি জোর দিয়ে এটাকে attraction এর বাইরে রাখছেন