আমি একজন সাম্প্রদায়িক
639
বার পঠিতআমি একজন সাম্প্রদায়িক
ভাবছেন এটা কি লিখলাম (!)
মিথ্যে নয় সত্য লিখেছি। accutane prices
ভাবছেন ,
যেদেশে পিঁপড়া আর অসাম্প্রদায়িক সমান
সেদেশে সাম্প্রদায়িক হিসাবে পরিচয়?
আমরা আসলেই অন্যরকম …
বেশ অদ্ভুত, আজ কেশ নেই,
কাল আবার অভাব নেই। side effects of drinking alcohol on accutane
আমি হয়ত অসাম্প্রদায়িক নই,
অসাম্প্রদায়িক হলে গাজার জন্য যেমন লিখি
নিজদেশের হিন্দুদের নির্যাতনের
বিরুদ্ধেও লিখতাম,
মায়ানমারের মুসলিম,শ্রীলংকার তামিল
জম্মু-কাশ্মীরের হিন্দুদের জন্যও লিখতাম।
আমি যদি অসাম্প্রদায়িক হতাম,
তাহলে, পাকিস্তানের হিন্দুদের জন্য সোচ্চার হতাম।
আমি যদি অসাম্প্রদায়িক হতাম
তবে……
হ্যাঁ ,তবে নবীজির নামে কু-মন্তব্যের জন্য,
কোন এক দেব/দেবীর
নামে মিথ্যাচারের জন্য,
যীশুর বিরুদ্ধে লেখার জন্য,
বুদ্ধকে ন্যাড়া বলার জন্য একই খড়্গহস্ত হতাম।
যেভাবে বিধর্মীদের ঘর
ভাঙ্গি সেভাবে নিজের ঘর ভাঙ্গতাম।
তবু নিজেকে সাম্প্রদায়িক বলতে কষ্ট লাগে;
কারন সবগুলো আমার মতই কিন্তু
লেবাস পরে,
কাশী যাবার নাম নেই,
পিন্ডি নিয়ে টানাটানি।
পতিতালয়ে রাতে যায়
সকালে সেই পতিতালয় ভাঙ্গার হুকুম দেয়
পরনারী ধর্ষিত হলে নারীর দোষ,
আর নিজের বৌয়ের বেলায় দোষী পরপুরুষ!
ছেলে কোন মেয়ের সাথে প্রেম
করলে সেই মেয়ের দোষ
আর নিজের মেয়ে করলে সে ছেলের দোষ,
কী নামিদামী অসাম্প্রদায়িক!
আমি মসজিদে ঈদের দিন কেওয়াজ করি,
মন্দিরে দলাদলি করে পূজা বর্জন করি,
আমি রামুতে মিথ্যা প্রচার করে
বৌদ্ধবিহারগুলি ভেঙ্গে তছনছ করি,
আমি সাতক্ষীরায় মন্দির ভাঙ্গি
আমি কি অসাম্প্রদায়িক!
আমি বাবরী মসজিদ ভাঙ্গলে
ছেলেবেলার খেলার সাথির মন্দির ভাঙ্গি,
আমি নিজের জন্য শতভাগ
অন্যের জন্য নাই !
আমি গাজার জন্য হ্যাসট্যাগ চাই,
আবার সাতক্ষীরার, রামুর ঘটনার সমর্থন জানাই।
আমি মিথ্যা প্রচার
করে হামলা চালাই,
একসত্যে হামলা চালালেও
অন্য সত্যে মুখে কসটেপ আটি,
আমি কি অসাম্প্রদায়িক নই?
একে যুদ্ধের সমর্থন জানাই,
অন্যের ক্ষেত্রে সমঝোতার আহ্বান জানাই!
আমি আজ একজনকে নাস্তিক বলি ,
কাল তার এককাজ আমার মনপুত হলে
তাকে বুকেটেনে নেই।
আমি এক বইয়ের প্রথম পাতা কাছে টানি
তৃতীয় পাতা ছিড়ে ফেলি একটানে….. clomid over the counter
আমি একযুদ্ধে যুদ্ধাপরাধ খুঁজি
নিজের দেশে তাদেরমত কাউকেই সমর্থন জানাই….
আমি ধর্মের নামে মিথ্যাকে সত্য,
সত্যকে মিথ্যা বানাতে পারি।
আমি আজাহার উদ্দিন আউট হলে
ভারতের খেলা দেখিনা
আমলা আউট হয়ে গেলে
আফ্রিকাকে চিনি না!
আমি মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধের ব্যাপারে নিশ্চুপ।
এখন আমার প্রশ্ন,
কে বলেছে আমি অসাম্প্রদায়িক নই ?
দ্য হোয়াইট শ্যাডো বলছেনঃ
অস্ত্বিত্ব কাপানো লেখা !! দুর্দান্ত, নিজের ব্যাপারে ভাবতে বসে যাবে যে কেউ এ লেখা পড়লে! তারপরেও আমি অসাম্প্রদায়িক!
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
ধন্যবাদ…… doctus viagra
তারিক লিংকন বলছেনঃ
অস্তিত্ব কাঁপানো লেখা! দুর্দান্ত বিশেষণ…
আসলেই দুর্বোধ্য দ্রোহ! zoloft birth defects 2013
অসাম্প্রদায়িক হওয়া কি এতোই সোজা?
হয়তো আমরা মুসলিম না হয় অধার্মিক,
হয় নারী বিদ্বেষী নতুবা পুরুষতান্ত্রিক,
হয় মানবতাবাদী কিংবা মানবতাবিধ্বংসী,
হয় দেশপ্রেমিক না হয় দেশদ্রোহী,
হয়তোবা প্রেমিক নয়তোবা ধর্ষকামী,
হয় মানুষের না হয় গোষ্ঠীর,
হয় বঞ্চিতের অথবা শোষকের,
বা হলে মানবের না হলে দানবরুপী মহামানবের কিংবা ঈশ্বরের।
সাম্প্রদায়িকতার শৃঙ্খল ভাঙ্গা আসলেই অসম্ভব এই সভ্যতায়…
তবুও চেষ্টা চলছে অবিরত মানুষের উত্তরণের পথে! ভাল লাগলো আপনার অভিব্যক্তি!!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ walgreens pharmacy technician application online
লেখার বেশ কিছু অংশ দুর্বোধ্য লাগলেও মূল বক্তব্য ধরতে সমস্যা হয়নি। চমৎকার লিখেছেন। চালিয়ে যান। :-bd
আর হ্যাঁ, বানানগুলোর মধ্যে কিছু টাইপিং মিস্টেক আছে বোধহয়, একটু ঠিক করে নেবেন… :!! শুভকামনা রইল…
মাশিয়াত খান বলছেনঃ
about cialis tabletsসহমত
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
চেষ্টা করলাম, কিছুটা শুধরাতে , কিন্তু সীমাবদ্ধতার জন্য সব পারলাম না, দুঃখিত।
পড়ার জন্য ধন্যবাদ ……
মাশিয়াত খান বলছেনঃ
আপনাকেও ধন্যবাদ
অংকুর বলছেনঃ
ঘুসি মারেন ক্যারে? T^T
মাশিয়াত খান বলছেনঃ will i gain or lose weight on zoloft
আমার এই লেখাটা পড়ে মন খারাপ হয়েছে
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ amiloride hydrochlorothiazide effets secondaires
কেন মাশিয়াত খান ভাই?
দুরন্ত জয় বলছেনঃ will metformin help me lose weight fast
উনি আপু -_-
তারিক লিংকন বলছেনঃ
মাশিয়াত খান বলছেনঃ
আর কতবার ভাই হতে হবে? হেহ! মোটেও আমার নাম ছেলেদের মত না।
একটা অনুততবোধ কাজ করছিল মনে হয়
অংকুর বলছেনঃ
সবাই আপনাকে ভাই বলতে আগ্রহী =)) =)) =))
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
ত – টাই যত সমস্যা করে। নইলে আপুই শুনতেন। যাই হোক মন কেন খারাপ হলো আপু….?
মাশিয়াত খান বলছেনঃ
ঐ যে বললাম একটা অনুতাপ কাজ করছিল।
‘ত’ ???
দেখেন, অংকুর দা আমি বড়ই সমস্যায় ভুগছি এই নামটা নিয়ে। আর আপনি মজা নেন???
অংকুর বলছেনঃ
আরে নারে। মজা নিচ্ছিনা। হে হে
তারিক লিংকন বলছেনঃ
achat viagra cialis franceনামেও কি আত্মবিশ্বাসী সাম্প্রদায়িকতা…
অংকুর বলছেনঃ
মানে কি?
দুরন্ত জয় বলছেনঃ
কোন কোন অংশ কোট করব!!!!! সেই রকম হয়েছে ভাই। শেয়ার দিলাম
অংকুর বলছেনঃ
=)) =)) =))
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ kamagra pastillas
ধন্যবাদ……..
পড়ার জন্য …..
অংকুর বলছেনঃ
ভালোই লিখেছেন
মাশিয়াত খান বলছেনঃ
ইশ! আপনার মন্তব্য ছাড়া পোস্টগুলো কেমন খালি খালি লাগে!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
মাশিয়াত… >:) thuoc viagra cho nam
অংকুর বলছেনঃ
কিচ্চে? o_O
অংকুর বলছেনঃ
হে হে। অংকুর এভরিহোয়্যার =)) =))
তারিক লিংকন বলছেনঃ
অংকুর! সদা সর্বত্র উদীয়মান…
অংকুর বলছেনঃ
ধন্যবাদ ধন্যবাদ