অথচ…!
574
বার পঠিতঅথচ তোমাকে দেখার আগেও নাকি সূর্য উঠত!
অথচ তখনও নাকি অদ্ভুত আঁধার ভেদ করে,
সূচের মত আলোর দলবল চোখেদের বিদ্ধ করত!
তখনও না’কি সূর্য ছিল, অালো ছিল; সুরময় অন্ধকার ছিল!
অথচ তখনও নাকি অদ্ভুত আঁধার ভেদ করে,
সূচের মত আলোর দলবল চোখেদের বিদ্ধ করত!
তখনও না’কি সূর্য ছিল, অালো ছিল; সুরময় অন্ধকার ছিল!
কী অদ্ভুত!
তোমাকে দেখার আগেও না’কি দুপুর হত, বিকেল হত!
অথচ তখনও না’কি সন্ধ্যা গড়িয়ে সাদাটে আকাশ
নিজের বুকে সূর্যকে বিদ্ধ করে আত্মহনন করত!
অথচ তখনও না’কি সন্ধ্যা গড়িয়ে সাদাটে আকাশ
নিজের বুকে সূর্যকে বিদ্ধ করে আত্মহনন করত!
অথচ আগেও না’কি লালচে রক্তে ছেয়ে যেত সন্ধ্যার আকাশ!
কী অদ্ভুত! আর অস্বাভাবিক!
অথচ তখনও পাহাড় ছিল, নদী ছিল, মেঘ ছিল, বৃষ্টি ছিল!
অথচ তোমাকে দেখার আগেও নাকি মেঘ আর চাঁদ লুকোচুরি খেলত!
কী অবিশ্বাস্য!
তোমাকে দেখার আগেও না’কি জ্যোৎস্না হত!
অথচ তখনও না’কি চন্দ্রালোক ধুয়ে দিত রাতের তমশাকে!
কী অদ্ভুত! আর অস্বাভাবিক!
অথচ তখনও পাহাড় ছিল, নদী ছিল, মেঘ ছিল, বৃষ্টি ছিল!
অথচ তোমাকে দেখার আগেও নাকি মেঘ আর চাঁদ লুকোচুরি খেলত!
কী অবিশ্বাস্য!
তোমাকে দেখার আগেও না’কি জ্যোৎস্না হত!
অথচ তখনও না’কি চন্দ্রালোক ধুয়ে দিত রাতের তমশাকে!
কী সব রূপকথা শুনি আজকাল!
আমি আড়ষ্ট! বিস্ময়ে বিমূড় হয়ে যাই!
তোমার ঠোঁট ছোঁয়ার আগেও না’কি মানুষ আবেগে কেঁপে উঠত!
তুমি ঘুমোবার আগেও না’কি ঘুমন্ত রাজকন্যার গল্প জানত সবাই!
সব অষ্পষ্ট! অসাড় লাগে!
অথচ তোমাকে দেখার আগেও না’কি মানুষ ভালবাসত!
অথচ তখনও না’কি হঠাৎ একদিন, হঠাৎই অনেকেই
মস্তিষ্কের বদলে অনুভূতি টের পেতো বুকের বাম পাশে!
কী অবিশ্বাস্য! কী অদ্ভুত! কী অস্বাভাবিক!
আমি বিস্ময়ে অভিভূত হয়ে যাই ওসব গালগপ্প শুনলে।
অনুভূতিদের জন্ম তো এই সেদিন,
এই সেদিন… যেদিন বললাম —
ভালবাসি, ভালবাসবে?
মাশিয়াত খান বলছেনঃ
খুব ভাল লাগল
ইদানিং বেশ কবিতা লিখছেন দেখি! para que sirve el amoxil pediatrico
মাশিয়াত খান বলছেনঃ
ও! হ্যা, বলা হয়নি। ঐ অংশটা সবচেয়ে ভাল লেগেছে।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ accutane prices
হুম! গল্প লেখার মত সময় করে উঠতে পারি না ইদানীং!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
হৃদয় ছুয়ে যাবার মত পঙক্তি…
will metformin help me lose weight fast
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অংকুর বলছেনঃ side effects of quitting prednisone cold turkey
অনেক সুন্দর লাগল। ক্লান্ত কালবৈশাখির গল্পের অপেক্ষায় আছি। কবিতা বুগি না
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
গল্প মনে হয় না নিকট ভবিষ্যতে আর লেখা হবে।
মাশিয়াত খান বলছেনঃ
will i gain or lose weight on zoloftএটা কি বললেন। একটা সুন্দর প্রেমের গলপের অনুরোধ করেছিলাম। সেটা রাখবেন না??? পাঠকের মন জয় করে লেখকের এমন ছুড়িকাঘাত?
অংকুর বলছেনঃ can levitra and viagra be taken together
আসলেই। পাঠকের অনুরোধ রাখা উচিত
মাশিয়াত খান বলছেনঃ
সহমত।
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
এক কাজ করেন, আমার হয়ে আপনি একটা গল্প লিখে ফেলেন।
[আমার এত বুদ্ধি ক্যা রে!]
মাশিয়াত খান বলছেনঃ
তাতে আমার তো আর সুন্দর প্রেমের গল্প পড়া হবে না
অংকুর বলছেনঃ
ছিচকা বুদ্ধি
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
আরে অংকুর সাহেব অনেক ভাল প্রেম করতে পারেন। উনি আশা করি গল্পও অনেক ভাল লিখবেন। টেনশন নেয়ার দরকার নাই।
অংকুর বলছেনঃ
আমি কুনুদিনও গল্প লেখছিলাম? মজা লন?
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
প্রেম তো করছেন। সাথে কতকিছুর এক্সপেরিয়েন্সও আছে। আপনি চেষ্টা করলে আমার চেয়ে ভাল লিখতে পারবেন।
অংকুর বলছেনঃ
আমি গল্প লেখায় মোটেই আগ্রহী না,আমি ফটোগ্রাফির টিউটোরিয়াল লিখেই সন্তুষ্ট
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
:((
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
অ্যাডমিশন টেস্ট! :’( glyburide metformin 2.5 500mg tabs
মাশিয়াত খান বলছেনঃ
তার পর অনুরোধ রেখেন
অংকুর বলছেনঃ
এত করে কইতাছে
মাশিয়াত খান বলছেনঃ
হুম… এরপরও না রাখলে…।
অংকুর বলছেনঃ
লোকটা সুবিধার না
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
কোথাও আগে চান্স পাই।
তারপর ইনশাল্লাহ!
মাশিয়াত খান বলছেনঃ
অবশ্যই achat viagra cialis france
অংকুর বলছেনঃ
ভাব লইয়েন না ভাই। ভবিষ্যতে হবেনা তো বর্তমান এ লিখে ফেলেন।
মাশিয়াত খান বলছেনঃ
ভাই ই পালাইসে এখন
অংকুর বলছেনঃ
কই পালাইছে?
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
ভাই গুম হয়ে গেছে।
অংকুর বলছেনঃ
গুম করছে কেডা?
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
বর্তমান বলতে কিছু নাই। সব মিডিয়ার সৃষ্টি।
অংকুর বলছেনঃ
আর ইউ কিডিং?
মাশিয়াত খান বলছেনঃ
বুঝিনি কি বললেন
অংকুর বলছেনঃ
আপনাকে না ক্লান্ত সাহেবকে বলেছি
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ tome cytotec y solo sangro cuando orino
zoloft birth defects 2013কথা সত্য। আমার কাছে তথ্য আছে। বর্তমান বলে কিছু নাই।
ধরেন আপনার সামনে একটা স্ক্রিন আছে। সেই স্ক্রিনে হঠাৎ একটা নোটিফিকেশন ভেসে উঠল। এখন আলোর তো নির্দিষ্ট একটা বেগ আছে। তাই সেই স্ক্রিনে আলো প্রতিফলিত হয়ে আপনার চোখে আসতে খানিকটা সময় লাগবে। এই ছোট্ট জিনিসটারও কিন্তু দারুণ একটা মানে আছে। যেহেতু, আলো আসতে খানিকটা সময় লাগছে, তাই নোটিফিকশন ওঠার পর সেখান থেকে আলো আসতে খানিকটা সময় লাগবে। অর্থাৎ, নোটিফিকেশন ওঠার কিছু সময় পরে আপনি সেটা দেখতে পারবেন। অর্থাৎ, আপনি যা দেখতে পাচ্ছেন তা আসলে অতীতের ঘটনা।
এই জিনিস সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা আসলে বর্তমানে বাস করি না। আমরা বাস করি অতীতে। তাই বলছিলাম – বর্তমান বলে কিছু নাই।
অংকুর বলছেনঃ
viagra vs viagra plusজিনিসটা যথেষ্ট বোরিং ছিল। মনে করুন প্রকৃতি আপনাকে ডাকছে,আপনি তার ডাকে সারা দিতে গেলেন। সারা দিচ্ছেন। এইটা কি? অতিত? না ভবিষ্যৎ?
মাশিয়াত খান বলছেনঃ missed several doses of synthroid
সবকিছুই আপেক্ষিক
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
@অংকুর, এইটাও অতীত। কারণ, মনে করুণ, এইমাত্র আপনি হলুদ বর্ণের তরল পদার্থ নিঃসরণ করলেন। সেই ফিলিংসটাও আপনার গুহ্যদ্বার থেকে নিউরন বেয়ে মস্তিষ্কে আসতে খানিকটা সময় লাগবে।
অংকুর বলছেনঃ renal scan mag3 with lasix
মস্তিস্কে যেই সংকেতটা আসছে সেটা তো বর্তমান
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
সেটা অতীত থেকে আসা সংকেত। অর্থাৎ অতীতের সংকেত। viagra in india medical stores
অংকুর বলছেনঃ
অতিতের সংকেত,কিন্তু সেটা তো বর্তমানে আসছে
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
আমাকে বোঝাতে হবে না। নিজেই জিনিসটা নিয়ে খানিকটা চিন্তা করুন। সেটাকে কি আপনি অতীত বলবেন না’কি বর্তমান। খানিকক্ষণ চিন্তা করলেই বুঝতে পারবেন।
তারিক লিংকন বলছেনঃ
অথচ তোমাকে দেখার আগেও…
দারুণ!! খুব ভাল লাগলো…
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
এত্তগুলা ধৈন্না!
ফাতেমা জোহরা বলছেনঃ thuoc viagra cho nam
চমৎকার… :-bd
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কবিতার প্রশংসা আর কিভাবে করব, যখন পঙক্তির ঝাপটায় থেমে গেছে বাকশক্তি… ^:)^ venta de cialis en lima peru
মাশিয়াত খান বলছেনঃ
আপনার মন্তব্য ভাল লাগল
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ kamagra pastillas