লিটল বয় এর হিরোশিমা আগমন
341 posologie prednisolone 20mg zentiva
বার পঠিত~~~লিটল বয়~~~
লিটল বয় কী?
♦লিটল বয় শেক্সপিয়ারের কোন
চরিত্র নয়, বায়রনের কোন কাব্য
গাথার কেউ নয় কিংবা ইয়েটস্ রচিত
কোন বই ও নয়;লিটল বয়
একটি পারমানবিক বোমা। যার প্রস্তুত
প্রনালীর মূলতত্ত্ব আলবার্ট
আইনস্টাইনের [ভর-শক্তি মতবাদ, E
=mc×c]
♦লিটল বয় একটি পারমাণবিক
বোমা যাদিয়ে পৃথিবীর ইতিহাসের
নির্মমতম,নিষ্ঠুতম, বর্বরোচিত
হত্যাযজ্ঞ ঘটানো হয়। লিটল বোমার
আঘাতে ধ্বংস হয় হিরোশিমা, রচিত
হয় রক্তাক্ত এক উপন্যাসের যার নায়ক
লিটল বয়,
নায়িকা হিরোশিমা নগরী।
গোত্র পরিচিতি : achat viagra cialis france
♦লিটল বয় একটি পারমাণবিক
[নিউক্লিয়ার ]
বোমা যা নিউক্লিয়ার বিক্রিয়ার
(ফিশান/ ফিউশন/ উভয়ই) ফলে প্রচন্ড
শক্তিরূপে নির্গত হয়। একটি ১০০০
কিলোগ্রামের থার্মো-নিউক্লিয়
অস্ত্রের প্রচলিত বিস্ফোরণ
ক্ষমতা প্রায় ১ বিলিয়ন কিলোগ্রাম
এর প্রচন্ড বিস্ফোরক দ্রব্যের চাইতেও
বেশি।
♦এভাবে শুধু প্রচলিত বোমার আকারের
এক পারমাণবিক বোমা দিয়েই
একটি শহর ধ্বংস করে দেওয়া যায়।
লিটল বয়ের বিশ্ব পরিচিতির will metformin help me lose weight fast
ইতিহাস :
♦১৯৪৫ সালের ৬ আগস্ট, সকাল
বেলা যখন খাবারের আয়োজন চলছে,
মা শিশুকে স্তন দিচ্ছেন এমনই সময়
হিরোশিমার আকাশে আসে এক
মার্কিন বোমারু বিমান; নাম : বি -
ফিফটি টু সুপার কটেস্ [এনোল
গে নামে পরিচিত ]। বোমারু এ
বিমানটির মধ্যে ছিল ৪০০০
কিলোগ্রামের এক পারমানবিক
বোমা -‘লিটল বয় ’। যার ধ্বংস
ক্ষমতা ১২০৫ টি এন টি। ঘড়ির
কাঁটা যখন ৮ টা ১৫
থেকে সেকেন্ডের কাঁটা ঘুড়ে ৮
টা ১৬ তখনই লিটল বয় কে উন্মুক্ত করা হয়
ধ্বংসযজ্ঞ চালানোর জন্য।
অবুঝ লিটল বয় নিক্ষেপের মাত্র ৪৩
সেকেন্ড পরে ভূ- পৃষ্ঠ থেকে ৫৪৮
মিটার ( ২০০০ ফুট) উপরে বিস্ফোরিত
হয়। মুহুর্তের মধ্যে তাপমাত্রা ১০০০°c
এর উপরে পৌছায়।পুড়ে পূর্ণ কয়লায়
পরিণত হয় ৭০,০০০ মানুষ। আর তৎক্ষণাৎ
মৃত্যু হয় ১,৪০,০০০ মানুষের।এর
তেজস্ক্রিয়তা ছড়িয়ে পরে ১ বর্গ
মাইল জুড়ে। ফটোশ্যুট
থেকে দেখা যায় ৮০০ মিটার দুরের
( নিক্ষিপ্ত বিন্দু থেকে)
থিয়েটারটি নিশ্চিহ্ন।
এভাবে মোট ৯০ ভাগ
স্থাপনা পূর্ণরূপে নিশ্চিহ্ন হয় আর
বিশ্বে পরিচিতি পায় লিটল বয়
নামের এক পারমাণবিক বোমার। para que sirve el amoxil pediatrico
প্রভাব:
♦দেশিয় এক পত্রিকার গবেষণার
রিপোর্ট অনুযায়ী এর তেজস্ক্রিয়ায়
ঐ দশকেই মারা যায় ১,৫০,০০০ মানুষ!
জন্ম নেয় লক্ষ লক্ষ বিকলাঙ্গ শিশু,
তৈরি হয় পংগু এক জাতিস্বত্তা।
যা আজও বর্তমান। metformin synthesis wikipedia
♪ অনেকদিন হওয়ায় সে স্মৃতির বাহক
কমে গেছে। হয়ত কয়েক দশক
পরে অবশিষ্ট কেউ থাকবেন না কিন্তু
হতভাগা বিকলাঙ্গ এর জন্ম মিছিল
শেষ হবে না।
♥♥♥সেই সকল নিরিহ মানুষের আত্মার
শান্তি কামনায় আজকের মত শেষ
করছি।
জয়তু হিরোশিমা…..হি
রোশিমাম্ভ্যে জয়তু……
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
এই পোষ্টটি কি তথ্যপূর্ণ নয়?