নাবালিকা এবং কিছু জিজ্ঞাসা
247 metformin xr 500mg side effects
বার পঠিতবছর দু’য়েক বাদে তুমি সাবালিকা হবে,
আমার জন্য তোমার মনে
কিছুটাও কি থাকবে তখন ভালোবাসা ভালোবাসা?
বুকের ভিতর ফিঙের বাসা
বদলে নিয়ে প্রধানত এই পৃথিবীর চারুকলায়
খানিকটা পথ যাওয়া-আসা।
আমার জন্য চা বানাবে, কাজল দেবে, চিঠি লিখবে?
তোমার এখন বয়ঃসন্ধি, জলের নদী।
যখন তুমি সাবালিকা এই পৃথিবীর নাট্যকলায়
আমার জন্যে তোমার মনে
কিছুটাও কি থাকবে তখন ভালোবাসা ভালোবাসা?
যখন আমরা বয়োবৃদ্ধ- বটের নিচে ফলের মত
পড়ে থাকবে স্মৃতিসৌধ,
তখন তোমার কত হলো, সাবালিকা?
আমি তখন ছড়ি হাতে, মেঘের দিকে চেয়ে থাকবো
বৃষ্টি তখন নামে যদি এই পৃথিবীর শিল্পকলায়
আমার জন্যে তোমার মনে
কিছুটাও কি থাকবে তখন ভালোবাসা ভালোবাসা?
০৪/০৮/১৪ cialis or viagra forum
can your doctor prescribe accutane
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
অমিত লাবণ্য বলছেনঃ
দুরন্ত জয় বলছেনঃ withdrawal prednisone depression
:-bd :-bd generic cialis tadalafil uk