চমক নয় ক্ষুধার যন্ত্রনা
248
বার পঠিতআমাকে দেখে চমকে উঠ?
চমকে উঠ নতুন বৃষ্টিভেজা ময়ুরীর মত!
কি ভেবেছিলে,আমি তুচ্ছ কাক!
আমার কন্ঠনালী এত শব্দ কিভাবে পেয়েছিল!
তোমাকে চমকে দিতে আমার এ আয়োজন নয়!
শেষ যখন দেখেছিলে,আমি ধোয়ার সাগরে শ্বাস নিচ্ছিলাম প্রাণভরে!
তুমি বলেছিলে,আমার ফুসফুস নাকি পুড়ে যাবে!
আমিতো কবি,
আমারতো ফুসফুস থাকার কথা ছিলনা!
পাকস্থলি আমাকে এত নিচে নামিয়েছে!
পাকস্থলির তরে প্রকৃতিতে ভিক্ষাবৃত্তি নেই এখন!
কবিদের তাই প্লাস্টিকের মত ছুটতে হয়,
হরহামেশাই অনাপত্তিও গিলতে হয়! turisanda cataloghi cipro
জানো মেয়ে,এই শহরটা কাঁচের দূর্গ!
প্রতিটা নিশ্বাস কাঁচ ভাঙ্গার শব্দের মত!
এখানে বাস্তবতা মানে জীবন নয়,
বাস্তবতা মানে মুহুর্তের সাইক্লোন বেগে ছোটা!
মেয়ে তোমাকে চমকের দেবার জন্য নয়,
বাস্তবতার নিমিত্তে অতীতের বর্ষবরণ হয়!
কবিরা মানুষ হতে চায়নি,
কবিরা নিভৃতে বাঁচতে স্বরুপ হারায়নি!
কবিরা খিঁদের যন্ত্রনায় তোমাকে চমকে দিয়েছে!
আর আচড়ে পড়া তারার মাঝেও ভালবাসতে চেয়েছে!
হঠাৎ করে একদিন কবি হয়ে যাব,
যতদিন পেটের ক্ষুধার মৃত্যু না হয়!
হঠাৎ করে আবার চমকে দেব,
অন্তহীনের মত যেদিন ভালবাসব।
দুরন্ত জয় বলছেনঃ
:-bd :-bd :-bd
মুদ্রা আতিক বলছেনঃ
B-)
তারিক লিংকন বলছেনঃ
খুব ভাল লাগলো লাইনটি! কাব্যের বিচারে যাব না থিমটি চমৎকার ছিল… clomid and metformin success stories 2011
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদন্তে আতিক।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ articles on kamagra polo
ভালো লাগলো… :-bd acheter viagra pharmacie en france
মুদ্রা আতিক বলছেনঃ funny viagra stories
ধন্যবাদ ভাই।